Hair Care Tips: সিল্কি ও মসৃণ চুলের জন্য পুজোর আগে ট্রাই করুন কফির এই সহজ হেয়ারমাস্ক!

Coffee Hair Mask: মাথার ত্বক পরিস্কার করতে, চকচকে ও উজ্জ্বল চুলের জন্য পুজোর আগে ট্রাই করুন এই সহজ ও অত্যন্ত উপকারী কফি হেয়ার মাস্ক।

Hair Care Tips: সিল্কি ও মসৃণ চুলের জন্য পুজোর আগে ট্রাই করুন কফির এই সহজ হেয়ারমাস্ক!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 16, 2022 | 9:28 AM

ত্বক বা চুল, উভয়ের সঠিক যত্ন নিতে কফির (Coffee) মত শক্তিশালী একটি উপাদান সবসময়ের জন্যই সেরা উপকরণ। কফি বিন বা কফি পাউডার (Coffee Powder) চুলের গোড়াকে মজবুত করে, সুন্দর, উজ্জ্বল ও মসৃণ চুলের জন্য কফির তৈরি মাস্ক (Coffee Hair Mask) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাফেইনযুক্ত পণ্য নির্বাচন করে চুলের জন্য ব্যবহার করতেই পারেন। তবে প্রাকৃতিকভাবে ও ঘরোয়া উপায়ে মাস্ক বানিয়ে প্রয়োগ করার কৌশল অন্য মাত্রা এনে দেয়। কফি মাস্ক কতকটা কফি এক্সফোলিয়েটিং স্ক্রাবের মত কাজ করে। মাথার ত্বক পরিস্কার করতে, চকচকে ও উজ্জ্বল চুলের জন্য পুজোর আগে ট্রাই করুন এই সহজ ও অত্যন্ত উপকারী কফি হেয়ার মাস্ক। কীভাবে করবেন, পদ্ধতি ওউপকরণ কী কী লাগবে, তা চুলের ধরন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

কফি ও দইয়ের হেয়ার মাস্ক

প্রাকৃতিকভাবে চুলকে কন্ডিশনিং ও মসৃণ-সিল্কি করে তুলতে লাগবে ১ টেবিলস্পুন কফি পাউডার, ১ কাপ তাজা টকদই, কয়েক ফোঁটা লেবুর রস।

পদ্ধতি

একটি মাস্ক বানাতে পাত্রের মঝ্যে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর চুল ভাগ করে কফির মাস্কটি প্রয়োগ করুন। কমপক্ষে ৪০মিনিট রাখার পর হালকা শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সিল্কি চুল পেতে সপ্তাহে অন্তত একবাক এই মাস্কটি ব্যবহার করুন।

কফি ও নারকেল তেল দিয়ে তৈরি হেয়ার মাস্ক

মাথার ত্বকে পুষ্টি জোগাতে, চুলের ফলিকল পরিস্কার করতে, প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে এই ধরনের হেয়ার মাস্ক অত্যন্ত উপকারী। এর জন্য লাগবে এক টেবিলস্পুন কফি পাউডার, ১ চা চামচ নারকেল তেল।

পদ্ধতি- সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মাথার ত্বকে ও চুলে ব্যবহার করে প্রায় ৩-৪ ঘণ্টা অপেক্ষা করুন। হয়ে গেলে হালকা শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন। সেরা ফলাফলের জন্য সপ্তাহে অন্তত একবার এই হেয়ারমাস্কটি ব্যবহার করতে পারেন।

কফি ও অলিভ অয়েল

চকচকে, সিল্কি, মসৃণ ও কোমল চুলের জন্য কফির এই হেয়ার মাস্ক যথেষ্ট কার্।করী। মাথার ত্বক ও চুলের গোড়াকে হাইড্রেশন করতে ও পুষ্টি জোগাতে কফি ও অলিভ অয়েল দারুণ কাজ করে। এর জন্য লাগবে ১ টেবিলস্পুন কফি পাউডার, ১ টেবিলস্পুন অলিভ অয়েল।

পদ্ধতি- দুটি উপাদান সমান পরিমাণে মিশিয়ে একটি উপকারী পেস্ট তৈরি করুন। মাথার ত্বকে ও গোড়ায় মাস্কটি ব্যবহার করুন। তাতে কাজ দেবে ভাল। কমপক্ষে ১৫ মিনিট অপেক্ষা করুন। মাঝে মাঝে ম্যাসাজও করতে পারেন। এই কফি হেয়ার মাস্কটি ৪০-৪৫ মিনিট রাখতে কাজ দেবে আরও ভাল। এরপর হালকা শ্যাম্পু ও ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। যথেষ্ট ফল পেতে সপ্তাহ অন্তত একবার এই মাস্কটি ব্যবহার করতে পারেন।

কফি ও মধুর হেয়ার মাস্ক

চুলকে পুনরুজ্জীবিত করতে ও চুলের বৃদ্ধি করতে কফি ও মধু দুটোই কার্যকরী। চুলকে হাইড্রেট ও ময়েশ্চারাইজড করতে, ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত চুলের সমস্যা রোধ করতে এক টেবিলস্পুন কফি পাউডার, ১ টেবিলস্পুন মধু মিশিয়ে নিন।

এই মসৃণ মাস্কটি মাথার ত্বকে ও চুলে লাগিয়ে নিন। এরপর ১৫-২০ মিনিটের জন্য রেখে দিলে ভাল কাজ দেবে। এরপর হালকা শ্যাম্পু ও ঠান্ডা জল গিয়ে ধুয়ে ফেলে চুল শুকিয়ে নিন। মাসে অন্তত একবার করলেই মাস্কের কার্যকারিতা উপভোগ করতে পারবেন।