AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hairfall Problems: চুল ঝরে টাক পড়ে যাচ্ছে? দ্রুত সমাধান পেতে রসুনের তেলই একমাত্র ভরসা

দিনে ৫০-১০০স্ট্র্যান্ড চুল পড়া স্বাভাবিক ঘটনা। তবে এর চেয়ে বেশি পরিমাণ পড়লে তা উদ্বেগজনক। মাত্রাতিরিক্ত চুল পড়লে অবশ্যই চিকিত্‍সকের পরামর্শ নিন।

Hairfall Problems: চুল ঝরে টাক পড়ে যাচ্ছে? দ্রুত সমাধান পেতে রসুনের তেলই একমাত্র ভরসা
| Edited By: | Updated on: Feb 12, 2022 | 8:20 AM
Share

অনেকেই রয়েছেন, যাঁরা চুল পড়া রোধের জন্য হেয়ার কেয়ার রুটিনে বিভিন্ন রকম উপকরণ ব্যবহার করে থাকেন। মাথার ত্বক পরিস্কার করার জন্য মেথি,লেবুর রস ব্যবহার করে থাকেন। এছাড়া মসৃণ ও চকচকে চুলের জন্য দইয়ের প্যাক ব্যবহার করেন। এরপরেও এমনকিছু উপাদান রয়েছে, যা ব্যতিক্রমী, অপ্রচলিত ও অস্বাভাবিক।

জানেন কী, রসুনকে চুলের তেলের জন্য অন্যতম সেরা উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এটি একটি শক্তিশালী ও উদ্ভূট গন্ধ রয়েছে, কিন্তু রসুনের কারণে নিস্তেজ, নিষ্প্রাণ চুলের চেহারা বদলে দিতে পারে নিমেষে। মাথার ত্বকে টাকের প্রভাব কমাতেও সাহায্য করে।

দিনে ৫০-১০০স্ট্র্যান্ড চুল পড়া স্বাভাবিক ঘটনা। তবে এর চেয়ে বেশি পরিমাণ পড়লে তা উদ্বেগজনক। মাত্রাতিরিক্ত চুল পড়লে অবশ্যই চিকিত্‍সকের পরামর্শ নিন। রসুন একটি প্রাকৃতিক উপাদান, যা চুলের বৃদ্ধি ত্বরাণ্বিত করে। রসুনের উপকারিতাগুলি এখানে একঝলকে জেনে নিন…

-রসুনে প্রচুর পরিমাণে সালফার, সেলেনিয়াম থাকে যা শ্যাফটের গঠনকে শক্তিশালী করতে সাহায্য করে -এটি অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যে সমৃদ্ধ যা মাথার ত্বকের জীবাণু, ব্যাকটেরিয়াকে মেরে ফেলে -রসুনে ভরপুর ভিটামিন সি যা রক্ত ​​সঞ্চালন বাড়ায় -এটি একটি সমস্যাযুক্ত মাথার ত্বককে শান্ত করে এবং খুশকি, ফ্লেক্স এবং উকুনগুলির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে -রসুন চুলকানি মাথার ত্বককেও শান্ত করে -রসুন আপনার ছিদ্র পরিষ্কার রাখে এবং নিশ্চিত করে যে এটি আটকে নেই, এইভাবে অকাল পেকে যাওয়া প্রতিরোধ করে।

বাড়িতে কীভাবে বানাবেন

প্রথমে একটি বড় রসুন নিয়ে, তার ৮-১০টি কোয়া নিয়ে নিন। এবার এই কোয়া গুলো ভালো ভাবে ছিলে নিন। একটি বাটিতে কোয়া গুলো নিয়ে নিন। এবার আরেকটি স্টিলের বাটি নিয়ে তাতে ১/২ কাপ খাঁটি সরিষার তেল নিয়ে নিন। আপনি চাইলে নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এবার এই বাটি আঁচে দিয়ে এই তেল হালকা গরম করুন, এবার তাতে দিয়ে দিন বেছে রাখা কোয়া গুলো। মনে রাখতে হবে আঁচ কমিয়ে গরম করতে হবে। না হলে রসুন পুড়ে যেতে পারে এবং বার বার রসুন নাড়তে হবে যাতে করে পোড়া না লাগে। এতে দিয়ে দিন ১ টেবিল চামচ মেথি দানা। রসুন-এর কোয়া হালকা ব্রাউন না হওয়া পর্যন্ত গরম করতে থাকুন এবং কিছুক্ষন পরপর নাড়তে থাকুন। ব্রাউন হয়ে গেলে আঁচ বন্ধ করে এভাবেই রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। এবার একটি ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে একটি কাঁচের বাটিতে নিয়ে নিন এবং এই তেল আপনি বোতলে ভরে রেখে কয়েক মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

রসুনের তেল মাথায় ব্যবহারের প্রনালী- এই তেল মাথায় মেখে ৫ মিনিট পর্যন্ত হালকা হাতে ম্যাসাজ করতে হবে। এভাবে ১ঘন্টা রেখে দিতে হবে। ১ঘন্টা পরে চুল ধয়ে ফেলুন বা ভালো শ্যাম্পু করে ফেলুন। আপনি চাইলে রাতে ঘুমানোর আগেও এই তেল ব্যবহার করতে পারেন। ভালো ফলাফল পেতে চাইলে এই তেল সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: Glowing Skin Care Tips: ভ্যালেন্টাইনস ডে-তে গ্লোয়িং স্কিনের জন্য দরকার সঠিক স্কিনকেয়ার রুটিন! টিপস দিচ্ছেন বিশেষজ্ঞরা