AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Underarm Hair Remove: ওয়াক্সিং ছেড়ে ঘরোয়া উপায়ে তুলুন বগলের লোম, কালো ছোপও পড়বে না

Natural Remedies: আন্ডারআর্মসের অবাঞ্ছিত লোম তুলতে আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন। এতে লোম তুলতে গিয়ে কোনও ব্যথা পাবেন না। এমনকী আপনার বগলে কোনও কালো ছোপও তৈরি হবে না। অথচ, সমস্ত অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে।

Underarm Hair Remove: ওয়াক্সিং ছেড়ে ঘরোয়া উপায়ে তুলুন বগলের লোম, কালো ছোপও পড়বে না
| Edited By: | Updated on: Aug 05, 2023 | 12:40 PM
Share

আন্ডারআর্মসের লোম তুলবেন কি না, এটা আপনার ব্যক্তিগত পছন্দ। কিন্তু বেশিরভাগ মহিলাই আন্ডারআর্মসের লোম তুলতে পছন্দ করেন। তাছাড়া স্লিভলেস বা ব্যাকলেস পোশাক পরলে আন্ডারআর্মস পরিষ্কার করতেই হবে। এই অভ্যাস শুধু যে অবাঞ্ছিত লোম থেকে মুক্তি দেয়, তা নয়। এটি আপনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতেও সাহায্য করে। বেশিরভাগ ক্ষেত্রে আন্ডারআর্মসের লোম তুলতে ওয়াক্সিং বা শেভিংই বেছে নেন। কিন্তু লোম তুলতে গেলে কষ্টও সহ্য করতে হয়।

আন্ডারআর্মসে ওয়াক্সিং সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক। তবে, কাজও হয় ভাল। ব্যথা এড়াতে অনেকেই আন্ডারআর্মসে রেজ়ার ব্যবহার  করেন। ঘন ঘন রেজ়ার ব্যবহারের কারণে আন্ডারআর্মস কালো হয়ে যায়। তাছাড়া রেজ়ার ব্যবহার করলে তা ১ সপ্তাহের বেশি কার্যকর হয় না। আবার অনেকে হেয়ার রিমুভাল ক্রিমও ব্যবহার করেন। এতে অনেকেই ত্বকের উপর র‍্যাশ, চুলকানির মতো সমস্যার সম্মুখীন হন। এছাড়া অনেকেই দীর্ঘস্থায়ী সমাধান খুঁজতে লেজ়ার ট্রিটমেন্ট করান। এতে লোমের আধিক্য কমতে শুরু করে। কিন্তু যত দিন যাবে, ত্বকে বলিরেখার সমস্যা দেখা দেবে।

আন্ডারআর্মসের অবাঞ্ছিত লোম তুলতে আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্য নিতে পারেন। এতে লোম তুলতে গিয়ে কোনও ব্যথা পাবেন না। এমনকী আপনার বগলে কোনও কালো ছোপও তৈরি হবে না। অথচ, সমস্ত অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে। কোন সহজ উপায়ে আন্ডারআর্মসের লোম তুলবেন, রইল টিপস।

হলুদ: হলুদ গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই হলুদের পেস্ট আন্ডারআর্মসে ভাল করে লাগিয়ে নিন। এটা ৩০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে নিন। হলুদের পেস্ট ও অবাঞ্ছিত লোম সম্পূর্ণরূপে পরিষ্কার হওয়া পর্যন্ত স্ক্রাব করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

চিনির স্ক্রাব: প্রাকৃতিক উপায়ে অবাঞ্ছিত লোম তুলতে চাইলে চিনির সাহায্য নিন। চিনি দিয়ে বানানো স্ক্রাব ব্যবহার করলে সহজেই আপনি আন্ডারআর্মস থেকে অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন। চিনির সঙ্গে লেবুর রস ও পরিমাণ মতো জল দিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে আন্ডারআর্মস ভাল করে স্ক্রাব করুন। নিয়মিত এই স্ক্রাব ব্যবহার করলে আপনার আন্ডারআর্মস থেকে অবাঞ্ছিত লোম সহজেই দূর হয়ে যাবে।

ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশের সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। এবার ১ চামচ চিনি মিশিয়ে নিয়ে আন্ডারআর্মসে লাগান। ৩০ মিনিট পর এটা তুলতে হবে। লোমের বৃদ্ধি যে দিকে, তার বিপরীত দিকে মিশ্রণটা টেনে তুলবেন। এতে আন্ডারআর্মসের অবাঞ্ছিত লোম সহজেই দূর হয়ে যাবে।