সুন্দর ও উজ্জ্বল ত্বকের জন্য দরকার প্রাকৃতিক স্কিন ব্লিচ! ঘরোয়া উপায়ে বানাবেন কীভাবে, জানুন…

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 22, 2021 | 3:59 PM

কোনও রকম রাসায়নিক প্রয়োগ না করেই শুধুমাত্র ঘরোয়া ব্লিচিং পদ্ধতিতেই দ্রুত বাড়িতে বসেই ত্বকের ট্য়ান নির্মূল করে উজ্জ্বল, নরম ও সুন্দর ত্বক পেতে পারেন। সেগুলি দেখে নিন একনজরে...

সুন্দর ও উজ্জ্বল ত্বকের জন্য দরকার প্রাকৃতিক স্কিন ব্লিচ! ঘরোয়া উপায়ে বানাবেন কীভাবে, জানুন...

Follow Us

চার দেওয়ালে অফিসের কাজ করলেও ত্বকের উপর ট্যান পড়ে। এছাড়া বহুদিনের রোদের তাপে ট্যান পড়ার সমস্যা দূর করতে পার্লারে যাওয়ার সময় হয়ে উঠছে না, তাহলে বাড়িতেই খুব সহজ উপায়ে ও ঘরোয়া উপাদানে ব্লিচ বানিয়ে নিতে পারেন। ত্বকের উপরিভাগের মৃতকোষকে দূর করতে ব্লিচের কোনও তুলনা হয় না।, মেকআপ ছাড়াই নিজের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি ঘটাতে ব্লিচিং কৌশলকে বেছে নিতে পারেন। তার জেরে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, ট্যান পড়া দূর হয়, ত্বকের উপর কালো ছোপ দূর করতেও সাহায্য করে।

কোনও রকম রাসায়নিক প্রয়োগ না করেই শুধুমাত্র ঘরোয়া ব্লিচিং পদ্ধতিতেই দ্রুত বাড়িতে বসেই ত্বকের ট্য়ান নির্মূল করে উজ্জ্বল, নরম ও সুন্দর ত্বক পেতে পারেন। সেগুলি দেখে নিন একনজরে…

টক দই

টকদই ব্যবহার করলে মুখের লাবণ্য ফিরে আসে। আপনি এই একটিমাত্র উপাদান দিয়ে ফেসপ্যাক হিসেবে দই ব্যবহার করতে পারেন। ১০-১৫ মিনিটের জন্য রেখে দিয়ে ভিজে টিস্যু বা কাপড় দিয়ে মুছে ফেলুন। এছাড়া,মসৃণ ফেসপ্যাকের জন্য সামান্য বেসন বা ওটস মিশিয়ে নিতে পারেন। তারপর আপনার মুখের ত্বকে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।

বেসন

ছোলা ময়দা অন্যতম সেরা প্রাকৃতিক পণ্য যা আপনি আপনার মুখের ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন। দুর্দান্ত স্ক্রাবার হিসাবেও এটি ব্যবহার করা যায়। এর থেকে সেরা ফলাফল পেতে আপনাকে প্রায় ২০ মিনিটের জন্য ময়দা এবং ঠান্ডা জলের মিশ্রণটি আপনার মুখে রেখে দিতে হবে।শুকিয়ে গেলে খুব ঠান্ডা জলের স্প্ল্যাশ দিয়ে এটি ধুয়ে ফেলুন।

কমলার খোসা এবং রস

প্রতিদিন এক গ্লাস কমলার রস খেলে ত্বকের জন্য দারুণ উরকারী টোটকা। একইভাবে, রস এবং এমনকি এর খোসা ব্যবহার করে, সরাসরি আপনার ত্বকে অনেক পরিবর্তন আনতে পারে। এর জন্য মুখের ত্বকে তাজা কমলার খোসা ব্যবহার করে বা গুঁড়ো করে, দইয়ের সঙ্গে মিশিয়ে মুখের মধ্যে ব্যবহার করা যেতে পারে।২০ মিনিট পরে জল দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া এক চা চামচ কমলার রস ও এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সেটি ২০মনিট ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। ত্বকের উপর থেকে সমস্ত কালো দাগ মুছে যাবে দ্রুত।

লেবু

লেবু হল সবচেয়ে প্রাকৃতিক ব্লিচিং পণ্য যা আপনার একদম হাতের কাছেই থাকে। দুটি লেবু চেপে নিয়ে রস বের করে, তাতে তুলোর বল ভিজিয়ে তুলোটি আপনার মুখের উপর চেপে ধরে কিছুক্ষণ অপেক্ষা করুন। বিকল্পভাবে একটি সুগন্ধি এবং নরম ত্বকের জন্য সামান্য গোলাপ জল মিশিয়ে নিতে পারেন। এছাড়া এতে কিছু টকদই বা ওটস মিশিয়ে নিতে পারেন। ২০ মিনিটের জন্য রেখে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: বর্ষায় ত্বকের জেল্লা বৃদ্ধিতে ম্যাজিকের মতো কাজ করে বিশ্বের এই ‘দামি তেল’!

Next Article