বর্ষায় ত্বকের জেল্লা বৃদ্ধিতে ম্যাজিকের মতো কাজ করে বিশ্বের এই ‘দামি তেল’!

ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য ও বর্ষায় সঠিক পরিচর্চার জন্য অরগান তেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই তেল অত্যন্ত হালকা।

বর্ষায় ত্বকের জেল্লা বৃদ্ধিতে ম্যাজিকের মতো কাজ করে বিশ্বের এই 'দামি তেল'!
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2021 | 8:56 AM

ত্বকের পরিচর্চার হল এমন একটি প্রাথমিক কাজ যা প্রতিদিন জীবনযাত্রায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ত্বককে সুস্থ রাখতে প্রতিদিন এর সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণের কাজ। বর্ষার আবহাওয়া ত্বককে বিভ্রান্ত করে তোলে। আর্দ্র আবহাওয়ায় ত্বকের পরিচর্চার জন্য অরগান তেলের ভূমিকা বেশ কার্যকরী। অরগান তেল অরগান গাছে জন্মানো কার্নেল থেকে তৈরি করা হয়। এই উপকারী তেলটি খাওয়ার চেয়ে ত্বকের জন্য ব্যবহার করা অনেক ভাল। শ্যাম্পু, সাবান, কন্ডিশনার, সিরাম হিসেবে বিভিন্ন পন্যে ব্যবহার করা হয় এই অরগান তেল।

ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য ও বর্ষায় সঠিক পরিচর্চার জন্য অরগান তেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই তেল অত্যন্ত হালকা। ব্রণর প্রবণতা কনাতে, স্ক্যাল্পে খুশকি নির্মূল করতে এই তেল ব্যবহার করা হয়। এই তেলের কিছু ,সুবিধা রয়েছে, যেগুলি অনেকেরই অজানা…

অরগান তেলের উপতারিতা

সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করা

গবেষণা করে দেখা গিয়েছে, এই তেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিজেন। এটি ত্বকের ফ্রি-র‍্যাডিক্যাল থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে। এটি হাইপারপিগমেনচেশন প্রতিরোধ করতে সাহায্য করে।

ময়েশ্চারাইজড করে

এই তেল নিজেই একটি দুরন্ত ময়েশ্চারাইজার। হালকা ওজনের এই তেলের মধ্যে রয়েছে হাজারো পুষ্টিগুণ। ত্বকের গভীরে গিয়ে এই তেল ময়েশ্চারাইজ করে। এতে রয়েছে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করে। ময়েশ্চারাইজিংয়ের প্রভাব বাড়নোর জন্য এই তেলের ক্যাপসুলও অনেকে গ্রহণ করেন।

ব্রণের প্রবণতা হ্রাস করতে সাহায্য করে

অরগান তেল ত্বকের সিবামের অতিরিক্ত ক্ষরণকে দমন করতে সাহায্য করে। ব্রণ তৈরির পরিমাণ কমিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে সাহায্য় করে। দিনে ২ বার সরাসরি ত্বকের অরগান তেল ব্য়বহার করতে পারেন উপকার মিলবে দারুন। এছাড়া মুখের ক্রিম দিয়ে ব্য়বহার করলেও এর পুষ্টিগুণের কারণে এই সমস্যা দ্রুত কমে যায়।

সংক্রমণ নিরাময়ের জন্য

সংক্রমণের চিকিত্‍সার জন্য অরগান তেল একটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল হিসেবে দারুণ কার্যকরী। ত্বকের ব্যাকটেরিয়ার বাসা বাঁধতে বাধা সৃষ্টি করে এই উপকারী তেল। ত্বকের জ্বালাধরা, র‍্যাসেসকে দ্রুত হ্রাস করতে এই তেল বেশ কার্যকরী।

অকাল বার্ধক্য বিরোধী গুণ

অসংখ্য পুষ্টিগুণের মধ্যে অরগান তেল ত্বকের বার্ধক্য বিরোধী প্রভাব তৈরি করে। এটি ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে ও সামগ্রিক চেহারার উন্নতি ঘটাতে সাহায্য করে।

আরও পড়ুন: Hair Colour Tips: বর্ষায় নজর কাড়তে কুমড়োর রঙে রাঙিয়ে তুলুন নিজের চুল!