বাজারে বিভিন্ন ধরনের প্রসাধনী দ্রব্য (Beauty Product) বিক্রি হয়। তার মধ্যে বেশির ভাগ পণ্যের প্যাকেজিংয়ে লেখা থাকে বহু প্রাকৃতিক উপাদানের নাম। ওই প্রসাধনী পণ্যের কোম্পানি দাবী জানায় যে ওই পণ্য এই প্রাকৃতিক উপাদান (Natural Ingredients) দিয়ে তৈরি। আমরা এমন বহু বিজ্ঞাপন দেখে থাকি, যেখানে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্রসাধনী পণ্য ব্যবহারের সুবিধাগুলো (Skin Care) তুলে ধরা হয়। এমনই একটি পণ্য হল জাফরন (Saffron) ও মধুর (Honey) ফেসওয়্যাশ (Face Wash) ও ফেসপ্যাক (Face Pack)। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে প্রাকৃতিক উপাদান আদতে ত্বকের জন্য ভাল (Good For Skin) এবং জাফরন ও মধু নিজ নিজ গুণে ভরপুর।
কিন্তু জাফরন ও মধুর ফেসওয়্যাশ যদি ব্যবহার করতেই হয়, তাহলে বাজার থেকে কিনে কেন ব্যবহার করবেন? এর চেয়ে ভাল হয় আপনি যদি নিজেই জাফরন ও মধুর ফেসপ্যাক বাড়িতে বানিয়ে নেন। বাজারে যে পণ্যগুলো পাওয়া যায় তাতে প্রাকৃতিক উপাদানগুলো থাকলেও, এর পাশাপাশি এমন অনেক রাসায়নিক উপাদানও থাকে যা ত্বকের ওপর প্রভাব ফেলতে পারে। আর যদি আপনি বাড়িতে সেই একই প্রাকৃতিক উপাদান দিয়ে স্কিন কেয়ার প্রোডাক্ট তৈরি করেন, তাহলে উপকার মিলবে দ্বিগুণ।
বাড়িতে আপনি জাফরন ও মধুর ফেসপ্যাক তৈরি করতে পারেন। বিশ্বের অন্যতম দামী মশলাগুলির মধ্যে একটি হল জাফরন। আপনার ত্বককে তারুণ্য দেখানো থেকে শুরু করে ময়শ্চারাইজ করা পর্যন্ত, জাফরান অনেক উপকার দেয়। এটি ত্বক সংক্রান্ত অনেক সমস্যা দূর করতে সাহায্য করে। জাফরানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্যকে প্রতিরোধ করে এবং ত্বকে আরও তরুণ করে তোলে।
অন্যদিকে, মধু ত্বককে কোমল রাখার জন্য বেশ পরিচিত। মধু ত্বককে হাইড্রেট ও এক্সফোলিয়েট করার জন্য অত্যন্ত কার্যকরী। এই প্রাকৃতিক ও ভেষজ উপাদানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-অক্সিডেন্টের গুণ, যা আপনার ত্বকরে টোনড করতে সাহায্য করে। অন্যদিকে এই মধুর এই বৈশিষ্ট্যগুলি ত্বকের উপরিভাগের ছিদ্রগুলির মুখ থেকে ময়লা সরিয়ে ফেলতে সাহায্য করে। ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস দূর করতে সাহায্য করে। ত্বককে প্রাণবন্ত ও তারুণ্যে ভরিয়ে তুলতে মধুর ব্যবহার অপরিহার্য।
মধু ও জাফরনের এই বৈশিষ্ট্যগুলো যদি একে অপরের সঙ্গে মিশে যায়, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী প্রভাব পড়তে চলেছে আপনার ত্বকে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন মধু ও জাফরনের ফেসপ্যাক।
এক চামচ মধু নিন এবং তাতে কয়েক টুকরো জাফরন ফেলে দিন। ১০ মিনিট মতো অপেক্ষা করুন যাতে উপাদান দুটি একে অপরের সঙ্গে মিশে যেতে পারে। এরপর ওই মিশ্রণটি নিয়ে সারা মুখে লাগান। ২০ মিনিট মতো অপেক্ষা করুন। এরপর হালকা হাতে মাসাজ করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ফেসপ্যাকটি আপনি সপ্তাহে দু’ থেকে তিন বার ব্যবহার করতে পারেন। শুষ্ক ত্বকের জন্য আদর্শ এই ফেসপ্যাকটি।
আরও পড়ুন: বসন্তের ছোঁয়া লাগুক আপনার রূপেও! ট্রাই করুন উজ্জ্বল সতেজ মেকআপ