Makeup Tutorial: বসন্তের ছোঁয়া লাগুক আপনার রূপেও! ট্রাই করুন উজ্জ্বল সতেজ মেকআপ
Colorful Eye Makeup: বসন্তের আমেজে নিজেকে সুন্দর করে তুলতে হাতে তুলে নিন মেকআপ ব্রাশ। এতে কেটে যাবে আপনার বিষণ্ণতা আর আপনিও সেজে উঠবেন বসন্তের সাজে।
বসন্ত এসে গেছে… পলাশে ভরে উঠবে সারা শহর। মন খারাপকে দূরে সরিয়ে দিতে ফুলই সৌন্দর্যই যথেষ্ট। এই ফুলের রঙ যদি আপনার চোখের লাগে তাহলে কেমন লাগবে বলুন তো? বসন্তের আমেজে (Spring Season) নিজেকে সুন্দর করে তুলতে হাতে তুলে নিন মেকআপ ব্রাশ (Makeup Brush)। এতে কেটে যাবে আপনার বিষণ্ণতা আর আপনিও সেজে উঠবেন বসন্তের সাজে। বসন্তের দিনে কেমন মেকআপ (Makeup) করবেন, এই নিয়ে যদি চিন্তিত? আপনার সেই চিন্তা দূর করতে আমরা নিয়ে এসেছি মেকআপ টিউটোরিয়ালের (How to Apply Makeup) এই নিবন্ধ। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে মেকআপ করবেন স্টেপ বাই স্টেপ (Step by Step Tutorial ).
মেকআপ শুরুর আগে সব সময় ত্বকের যত্ন নেওয়া দরকার। প্রথমে ত্বককে মেকআপের জন্য তৈরি করুন। ক্লিনজিং, স্ক্রাবিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করে নিন। এরপর ত্বকের ওপর প্রাইমার লাগান। চোখের পাতাতেও ভাল করে প্রাইমার লাগান। প্রাইমার মেকআপ ধরে রাখতে সাহায্য করে। এরপর আপনার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাগিয়ে নিন সারা মুখে।
ফাউন্ডেশন লাগানোর পর চোখের পাতায়, চোখের নীচে এবং মুখের যে যে অংশে কালো দাগ রয়েছে সেখানে কনসিলার লাগিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে ফাউন্ডেশন ও কনসিলার ভাল করে ত্বকের সঙ্গে ব্লেন্ড হয়। এরপর লুস পাউডার লাগান যাতে ফাউন্ডেশনটা সেট হয়ে যায়। চোখের পাতায় লুস পাউডার লাগাবেন না, কারণ আই মেকআপ করা হবে। এরপর আইব্রো পেনসিল ব্যবহার করে ভুরু সেট করে নিন।
মেকআপের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রেখে চলতে হবে তা হল মেকআপ ভাল করে ব্লেন্ড করা। মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিং খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি মেকআপ ঠিক ভাবে ব্লেন্ড না হয় তাহলে মুখের সৌন্দর্য নষ্ট হতে পারে। মেকআপ ত্বকের কোনও কোণে জমে যেতে পারে কিংবা রেখা তৈরি করতে পারে।
এবার শুরু করুন আই মেকআপ। প্রথমে একদম হালকা ব্রাউন শ্যাডো নিয়ে পুরো চোখের পাতায় লাগিয়ে নিন। তারপর সফট পিঙ্ক শ্যাডো চোখের ক্রিজ থেকে শুরু করে ল্যাশলাইন পর্যন্ত লাগিয়ে নিন। ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। আপনি চাইলে আঙুল দিয়েও ব্লেন্ড করতে পারেন। এবার ল্যাশলাইন বরাবর পার্পল বা মভ শেডের আইশ্যাডোর আইলাইন বরাবর লাইনার পরার মত করে লাগিয়ে নিন। বাইরের দিকে সামান্য উইংস করুন। এবার পুরো আইশ্যাডোটা ভাল করে ব্লেন্ড করে নিন।
আইশ্যাডো পরার পর আইলাইনার ও মাস্কারা পরে নিন। আপনি কালো রঙের আইলাইনার ও মাস্কারা পরতে পারেন। কিংবা ইচ্ছা হলে পার্পেল শেডের আইলাইনারও ব্যবহার করতে পারেন। এরপর গোলাপি ন্যুড শেডের লিপস্টিক পরে নিন।
এবার গাল আর নাকের দু’পাশে কনট্যুর করুন। আপনি চাইলে কপালে এবং চিনেও কনট্যুর করতে পারেন। এতে আরও বোল্ড লুক আসবে। এবার গালে হালকা করে ব্লাশ লাগিয়ে নিন। ব্লাশ হালকা কোরাল শেডের ব্যবহার করবেন। আর হাইপয়েন্টগুলোতে হাইলাইটার লাগিয়ে নিন। এতে লুক আরও উজ্জ্বল হবে। শেষে বেবি পিংক শেডের লিপস্টিক পরে নিন। শিমারি লিপগ্লসও ব্যবহার করতে পারেন। ব্যস তৈরি আপনার বসন্তের লুক।
আরও পড়ুন: তৈলাক্ত ত্বকে ওপেন পোরসের সমস্যা বেড়েই চলেছে? মেনে চলুন এই ৫টি সহজ উপায়