AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghorer Bioscope Award 2025: এক নজরে ঘরের বায়োস্কোপ ২০২৫-এর বিজেতা তালিকা

প্রথম বর্ষেই দর্শক থেকে সেলিব্রিটিদের বিপুল সাড়া মেলায় আজ আমরা গর্বের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পন করলাম। ২০২৫-এর ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডের মনোনয়ন প্রকাশ্যে এসেছিল গত একমাস আগে। তবে থেকেই সকলের নজরে একটাই প্রশ্ন, এবার সেরার সেরা পুরস্কার জিতে নিলেন কোন কোন তারকা? চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ বিজেতার তালিকা।

Ghorer Bioscope Award 2025: এক নজরে ঘরের বায়োস্কোপ ২০২৫-এর বিজেতা তালিকা
| Edited By: | Updated on: Dec 21, 2025 | 6:00 PM
Share

দেখতে দেখতে তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড’। টেলিভিশন ও ওটিটি দুনিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। ২০২৩ সালে যাত্রা শুরু করে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথম বর্ষেই দর্শক থেকে সেলিব্রিটিদের বিপুল সাড়া মেলায় আজ আমরা গর্বের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পন করলাম। ২০২৫-এর ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডের মনোনয়ন প্রকাশ্যে এসেছিল গত একমাস আগে। তবে থেকেই সকলের নজরে একটাই প্রশ্ন, এবার সেরার সেরা পুরস্কার জিতে নিলেন কোন কোন তারকা? চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ বিজেতার তালিকা।

TV9 বাংলা বিশেষ সম্মান– পুলিশ ফাইল (আকাশ আট)

ধারাবাহিকের পুরস্কার

সেরা সিরিয়াল– পরিণীতা (Popular Choice), পরশুরাম (Jury) সেরা পুরুষ অভিনেতা– জিতু কামাল(Popular Choice), উদয় প্রতাপ সিং(Jury) প্রধান চরিত্রে সেরা মহিলা অভিনেতা– তৃণা সাহা(Popular Choice), অপরাজিতা ঘোষ(Jury) সেরা পুরুষ পার্শ্ব চরিত্র– ভরত কল সেরা মহিলা পার্শ্ব চরিত্র– চান্দ্রেয়ী ঘোষ সেরা ননফিকশন– লাখ টাকার লক্ষ্মী লাভ, সা রে গা মা পা সেরা নির্দেশক– কৃষ বসু সেরা জুটি– উদয় প্রতাপ সিং- ইশানি চট্টোপাধ্যায় (Popular Choice), সুদীপ মুখোপাধ্যায়-অপরাজিতা ঘোষ(Jury)

ওয়েব

সেরা ওয়েব সিরিজ– পুরো পুরী একেন সেরা অভিনেতা– টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী সেরা অভিনেত্রী– মিমি চক্রবর্তী সেরা পার্শ্বচরিত্র পুরুষ– সাহেব চট্টোপাধ্যায়, নীল ভট্টাচার্য সেরা পার্শ্বচরিত্র মহিলা — পায়েল সরকার সেরা নির্দেশক ওয়েব সিরিজ– সৃজিত মুখোপাধ্যায়

সিনেমা

সেরা ছবি ওটিটি– এই রাত তোমার আমার সেরা অভিনেতা– আবির চট্টোপাধ্যায় সেরা অভিনেত্রী– কোয়েল মল্লিক(Popular Choice), রুক্মিণী মৈত্র (Jury) সেরা পরিচালক– পরমব্রত চট্টোপাধ্যায়

সেরা কনটেন্ট ক্রিয়েকর– নিরঞ্জন মণ্ডল

বিশেষ স্বীকৃতি — যিশু সেনগুপ্ত লাইফ টাইম অ্যাচিভমেন্ট– রঞ্জিত মল্লিক প্রথম থেকেই প্রথমে– অপর্ণা সেন