AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indigo Hair Care: চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে এই প্রাকৃতিক উপায়ের সাহায্য নিন…

নীলের একটি বড় গুণ হল এতে কোনও রাসায়নিক উপাদান থাকে না। চুলের বাইরের অংশে যেমন রঙের আবরণী দেয় নীল, ঠিক তেমনই স্ক্যাল্পকেও বিভিন্নভাবে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

Indigo Hair Care: চুলের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পেতে এই প্রাকৃতিক উপায়ের সাহায্য নিন...
Source: Times of India
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 2:58 PM
Share

সুন্দর ঝলমলে চুল আপনার ব্যক্তিত্বের অংশ। অনেকেই চুলের সমস্যার জন্য বাজারে চলতি রাসায়নিক উপাদানে ভরপুর পণ্যের ব্যবহার করে থাকেন। এতে শেষ পর্যন্ত চুলের উপকার কিছু হোক বা না হোক, অতিরিক্ত রাসায়নিকের কারণে ক্ষতি যথেষ্টই হয়। মানবদেহের যে কোনও অঙ্গের সমস্যার সমাধান প্রাকৃতিক উপায়েই সম্ভব। চুলের যত্নে প্রাকৃতিক উপাদানগুলির মধ্যে অন্যতম হল নীলগাছ বা ইন্ডিগো প্ল্যান্ট।

শীতকালের উইকেন্ড মানেই এক কাপ হট চকোলেট আর নরম-গরম কম্বলের উষ্ণতা,আর সঙ্গে ওটিটি-র সিরিজ। শীতের ওম উপভোগ করতে করতে কখন আমরা চুল ও ত্বকের যত্নের কথা ভুলে যাই। এই ঋতু পরিবর্তনের সময় চুলের চাই অতিরিক্ত পরিচর্চা। শুষ্ক ঋতু মানেই শুষ্ক চুল, খুশকির বাড়বাড়ন্ত। তবে এবার থেকে এই সমস্যার জন্য নিজের উপর বিরক্ত হবেন না।

Indigo Hair Care

Source: News18

নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে ব্রিটিশ আমলে ভারতীয় কৃষির দুঃস্বপ্ন সেই নীলগাছই চুলের জন্য অপরিহার্য। নীলগাছ সাধারণত ১ থেকে ২ মিটার লম্বা হয়। এই গাছেই জন্মায় গোলাপি ফুল। নীল পাউডার সাদা জামাকাপড় ধবধবে রাখার জন্য ব্যবহৃত হলেও প্রাকৃতিকভাবে চুল রং করতেও যথেষ্ট উপকারি। চুলের যত্ন নিতে চাইলে আপনার সাজের রুটিনের অংশ করে নিতে পারেন এই ইন্ডিগো বা নীলকে। প্রাচীন কাল থেকে ‘ব্লু গোল্ড’ বলে পরিচিত এই ভেষজ চুলের যত্নের ক্ষেত্রে বহু যুগ ধরেই আয়ুর্বেদশাস্ত্রে নিজের জায়গা করে আসছে।

চুলের বেড়ে ওঠার জন্যও নীল প্রয়োজনীয়৷ নীলগাছের পাতা থেকে তেল তৈরি করে সেটি মাখতে হবে। নিয়মিত ব্যবহারে নতুন চুল জন্মায়। দীর্ঘমেয়াদী উপকার হিসেবে স্ক্যাল্পের যে কোনও সংক্রমণও দূর হয় এর প্রয়োগে।

ইন্ডিগো হেয়ার অয়েলে দূর হয় খুশকির সমস্যাও। স্ক্যাল্পের শুকনো ভাব এবং চুলকানির প্রবণতা কমিয়ে দেয় এই তেল। শুষ্ক চুলের সমস্যা দূর করতেও সেরা ঘরোয়া টোটকা হল প্রাকৃতিক নীল। চুল নরম ও মোলায়েম করতে এর জুড়ি মেলা ভার। নীলের আরও একটি বড় গুণ হল এতে কোনও রাসায়নিক উপাদান থাকে না। চুলের বাইরের অংশে যেমন রঙের আবরণী দেয় নীল, ঠিক তেমনই স্ক্যাল্পকেও বিভিন্নভাবে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

আরও পড়ুন: ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে আসলেমি! সহজ উপায়ে ত্বককে সুস্থ রাখবেন কীভাবে, জানুন

আরও পড়ুন: চুলের স্বাস্থ্য বজায় রাখতে হলে আজ থেকেই বালিশের কভার বদলানোর ওপর জোর দিন…

আরও পড়ুন: তৈলাক্ত ত্বকের জন্য সঠিক স্কিনকেয়ার কী? ইন্টারনেট নয়, বিশেষজ্ঞরা কী পরামর্শ দিচ্ছেন জানুন…