Jawed Habib: কালারড হেয়ার হোক বা রিবন্ডিং হেয়ার, প্রি-কন্ডিশনিং রোজ করতে হবে: জাভেদ হাবিব

TV9 Bangla Digital | Edited By: megha

Jan 30, 2022 | 12:03 PM

জাভেদ হাবিব তাঁর অনুরাগীদের জন্য কিছু টিপস শেয়ার করেছেন, যাতে তাঁরা প্রতিদিন নতুন ভাবে তাঁদের চুল স্টাইল করতে পারেন।

Jawed Habib: কালারড হেয়ার হোক বা রিবন্ডিং হেয়ার, প্রি-কন্ডিশনিং রোজ করতে হবে: জাভেদ হাবিব
জাভেদ হাবিব

Follow Us

চুলে রিবন্ডিং (Rebonding hair) করানোর অর্থ হল রাসায়নিকের সাহায্যে চুলকে স্ট্রেট (Straight Hair) বা সোজা করে একটা নতুন লুক দেওয়া। বর্তমানে অনেক মহিলারাই চুলে রিবন্ডিং করতে পছন্দ করেন। সেই সঙ্গে আজকের প্রজন্মও চুলে রঙ করা পছন্দ করেন। চুলের রঙ (Colored Hair) এখন আর শুধু সাদা চুল লুকানোর জন্য ব্যবহার করা হয় না। বরং তরুণ প্রজন্ম তাদের লুকে পরিবর্তন আনতে এটি করে। আপনিও যদি এই দুটি হেয়ার ট্রিটমেন্ট (Hair Treatment) নিয়ে থাকেন, তাহলে জেনে নিন এগুলোকে দীর্ঘ সময়ের জন্য কার্যকর রাখার বিশেষ কৌশল।

ধরুন আপনি আপনার চুলে রঙ করেছেন কিংবা আপনি প্রায়শই চুলে বিভিন্ন ধরনের রঙ করা পছন্দ করেন। আপনি যাই করে করুন না কেন এতে আপনাকে বিশেষজ্ঞের সাহায্য নিতে হয়। এর জন্য আপনাকে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে চুলে রঙ করাতে হয়। তখন অবশ্যই আপনি চাইবেন এই রঙ আপনার চুলে দীর্ঘস্থায়ী হোক এবং আপনার চুল ভাল থাকুক।

এই কারণে আপনাকে টিপস দিচ্ছেন চুল বিশেষজ্ঞ এবং চুলের স্টাইলিস্ট জাভেদ হাবিব। জাভেদ হাবিব তাঁর অনুরাগীদের জন্য কিছু টিপস শেয়ার করেছেন, যাতে তাঁরা প্রতিদিন নতুন ভাবে তাঁদের চুল স্টাইল করতে পারেন। এর মধ্যে প্রথম হল প্রি-কন্ডিশনিং। হ্যাঁ, জাভেদ বলেছেন যে আপনি যদি আপনার চুলে রঙ করে থাকেন তবে এটি দীর্ঘস্থায়ী করার জন্য প্রি-কন্ডিশনিং করুন।

প্রি-কন্ডিশনিং-এর অর্থ হল শ্যাম্পু করার আগে আপনার চুলের যত্ন নেওয়া এবং সুরক্ষা দেওয়া। অর্থাৎ শ্যাম্পুর আগে চুলে কন্ডিশনার লাগান। কন্ডিশনার হিসেবে অ্যালোভেরা জেল বা যেকোনও চুলের তেলও লাগাতে পারেন। জাভেদ সুপারিশ করেন যে প্রি-কন্ডিশনিং আপনার চুলের রঙকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এছাড়াও, যাঁরা রিবন্ডিং করেছেন, তাঁদের চুলও প্রি-কন্ডিশনিং-এর জন্য উজ্জ্বল দেখায়।

রিবন্ডিং-এ, পার্লার ট্রিটমেন্টের মাধ্যমে আপনার চুল সোজা করা হয়। যদি আপনার চুল শুষ্ক, অস্বাস্থ্যকর এবং ফ্রিজি দেখায় তবে আপনি রিবন্ডিং করাতে পারেন। এই ট্রিটমেন্ট করতে বেশ কয়েক ঘণ্টা লাগে। এছাড়াও, বিভিন্ন রাসায়নিক ট্রিটমেন্ট ব্যবহার করে আপনার চুল সম্পূর্ণরূপে স্ট্রেট করে দেওয়া হয়। এখন আপনি যদি এই রিবন্ডিং ট্রিটমেন্টটি আপনার চুলে দীর্ঘ সময় ধরে রাখতে চান, তাহলে শ্যাম্পু করার আগে আপনার কন্ডিশনিং করা উচিত। প্রি-কন্ডিশনিং আপনার চুলে এক ধরনের স্তর হিসেবে কাজ করে। যা শ্যাম্পুর কারণে চুলে প্রভাব কমায়।

প্রি-কন্ডিশনিং করার উপকারিতা-

প্রথমত, এটি আপনার চুলের রঙ নষ্ট হতে দেয় না। দ্বিতীয়ত, এটি আপনার রিবন্ডিংকে দীর্ঘ সময়ের জন্য কার্যকর করতে সাহায্য করে। তবে এগুলি ছাড়াও, আপনার চুলকে প্রি-কন্ডিশন করার অনেক সুবিধা রয়েছে যেমন, শ্যাম্পু করার সময় চুলের প্রাকৃতিক তেলও উঠে যায়। এতে চুল শুষ্ক হয়ে যায়। যেখানে প্রি-কন্ডিশনিং শুধুমাত্র চুলের ময়লা পরিষ্কার করে। তাদের প্রাকৃতিক তেলের কোনও ক্ষতি করে না। শ্যাম্পুর কাজ হল আপনার মাথার ত্বক থেকে ময়লা, ঘাম এবং মৃত ত্বকের কোষ দূর করা। কিন্তু এই সমস্ত জিনিসের জন্য শ্যাম্পুতে ব্যবহৃত রাসায়নিকগুলি আপনার মাথার ত্বকের প্রাকৃতিক তেলও কেড়ে নেয়। এটি চুলের রঙ এবং চুলের রিবন্ডিং ট্রিটমেন্টেরও ক্ষতি করে।

আরও পড়ুন: দাড়িতেও খুশকি হয়েছে? এই সমস্যা থেকে কীভাবে রেহাই পাবেন দেখে নিন

Next Article