Katrina Kaif: মেহেন্দি করার সময় হাতে কার নাম লেখার অনুরোধ করেছিলেন ক্যাটরিনা, জানেন?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 12, 2021 | 1:06 PM

ভারতীয় বিয়ের রীতি মেনে মেহেন্দি অনুষ্ঠানে হাতে মেহেন্দি ব্যবহারের সময় হবু স্বামীর নাম লেখা একটি প্রচলিত নিয়ম। নিজে ব্রিটিশ হয়েও সেই নিয়মকে প্রাধান্য দিয়েছেন ক্যাটরিনা কাইফ।

Katrina Kaif: মেহেন্দি করার সময় হাতে কার নাম লেখার অনুরোধ করেছিলেন ক্যাটরিনা, জানেন?
বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

Follow Us

চুপিসারে বিয়ে সারলেও বিয়ের অনুষ্ঠানের কয়েকঝলক ছবি কিন্ত প্রকাশ্যে এসেছে। তবে সেই আনন্দের মুহূর্তগুলিকে শেয়ার করেছেন বলিউডের দুই সেলেব তারকা নবদম্পতি। রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলায় কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যে বৃহস্পতিবার রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বাধলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

বিয়ের অসাধারণ ও ক্লাসিক লাল বেনারসি লেহেঙ্গায় রূপকথার বিয়ে সেরেছেন ক্যাটরিনা কাইফ। বিয়ের দিন সতেরো লাখি লেহেঙ্গা, কোটি টাকার জুয়েলারি, মঙ্গলসূত্র ও বিয়ের দামি আংটি সম্পর্কে প্রচুর খবর হয়েছে। কিন্তু জানেন ক্যাটের হাতে সুন্দপ মেহেন্দি নিয়ে বিয়ের আগেই ঠিক করা ছিল।

সূত্রের খবর, রাজস্থানের যোধপুরের পালি জেলা থেকে বিশেষ সোজাত মেহেন্দির ব্যবস্থা করা হয়েছিল। ক্যাটরিনার মেহেন্দি অনুষ্ঠানের জন্য প্রায় ১ লাখ টাকার মেহেন্দি আনানো হয়েছিল। প্রসঙ্গত মেহেন্দি আনুষ্ঠানে ব্যবহৃত মেহেন্দিগুলি অরগ্যানিক ভাবে তৈরি করা হয়েছিল। কোনও রাসায়নিক পদার্থ তাতে মেশানো ছিল না। অন্যদিকে মেহেন্দি অনুষ্ঠানে ক্যাটের হাতে মেহেন্দির রঙ এত সুন্দর ও গাঢ় ভাবে ফুটে উঠেছিল। তবে এখানে রয়েছে একটি ট্যুইস্ট। নিজের মেহেন্দি করার সময় ক্যাট সেখানে নিজের হাতে কি লিখেছিলেন, জানেন?

রাজস্থানী স্টাইলের মেহেন্দি দেখে আপ্লুত হয়ে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। শুধু তাই নয়, সিনেমার দৃশ্যের মতোই মেহেন্দি করা সময় হাতের এক জায়গায় ভিকি কৌশলের নাম লিখে দেওয়ার জন্য অনুরোধ জানান ক্যাটরিনা। এক মেহেন্দি শিল্পী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মেহেন্দি লাগানোর সময় ক্যাটরিনা খুব খুশি হয়ে গিয়েছিল। মেহেন্দির সঙ্গে সঙ্গে হবু স্বামীর নাম লেখার জন্যও অনুরোধ করেছিলেন। মেহেন্দিটি কীভাবে পরিণত হয়, তা নিয়ে উত্তেজনা যেমন ছিল, তেমনি মুগ্ধ হয়ে দেখছিলেন।

প্রসঙ্গত, ভারতীয় বিয়ের রীতি মেনে মেহেন্দি অনুষ্ঠানে হাতে মেহেন্দি ব্যবহারের সময় হবু স্বামীর নাম লেখা একটি প্রচলিত নিয়ম। নিজে ব্রিটিশ হয়েও সেই নিয়মকে প্রাধান্য দিয়েছেন ক্যাটরিনা কাইফ।

আরও পড়ুন:  VicKat Wedding: সব্যসাচীর ক্লাসিক লাল ব্রাইডাল লেহেঙ্গায় রাজরাণীর বেশে ক্যাটরিনা! অসাধারণ লেহেঙ্গাটির দাম কত জানেন?

Next Article