AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VicKat Wedding: সব্যসাচীর ক্লাসিক লাল ব্রাইডাল লেহেঙ্গায় রাজরাণীর বেশে ক্যাটরিনা! অসাধারণ লেহেঙ্গাটির দাম কত জানেন?

রূপকথার বিয়ের আসরে ক্যাটরিনা যে লেহেঙ্গা পরেছিলেন, সেই লেঙেঙ্গা এখন হবু কনেদের স্বপ্নের ড্রেস হয়ে গিয়েছে। তবে ক্যাটরিনা যে বিয়ের লেহেঙ্গা পরেছিলেন, তার দাম কত জানা আছে?

VicKat Wedding: সব্যসাচীর ক্লাসিক লাল ব্রাইডাল লেহেঙ্গায় রাজরাণীর বেশে ক্যাটরিনা! অসাধারণ লেহেঙ্গাটির দাম কত জানেন?
অসাধারণ লেহেঙ্গাটির দাম কত জানেন?
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 9:44 AM
Share

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের রেশ যেন কাটছেই না। এমনিতেই বলিউডের হেভিওয়েট তারকাদের বিয়ে নিয়ে উচ্ছ্বাসের অন্ত থাকে না ভক্তদের। তারমধ্যে এত গোপনে বিয়ের পর্ব সেরে ফেলার জন্য তৈরি হয়েছে আরও উত্‍সাহ। কোন পোশাকে বিয়ে করবেন, কোন ডিজাইনার তাঁদের বিয়ের পোশাক ঠিক করবেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই।

জীবনের বিশেষ দিনে দেশের বিখ্যাত বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লাল লেহেঙ্গা নিজেকে সাজিয়েছিলেন ক্যাটরিনা। হাতে বোনা মটকা সিল্কের লাল রঙের লেহেঙ্গায় রাজরাণী লাগছিল তাঁকে। সব্যসাচীর ডিজাইন মানেই লেহেঙ্গার পাড়ে রয়েছে হাতের কাজ করা সূক্ষ্ম এমব্রয়ডারির জারদৌসি মখমলের কাজ। উল্লেখ্য, ক্যাটরিনার মাথার ওড়নাটি সোনার পাত দিয়ে তৈরি। ব্রিটিশ হলেও ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে মর্যাদা দিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি।

রূপকথার বিয়ের আসরে ক্যাটরিনা যে লেহেঙ্গা পরেছিলেন, সেই লেঙেঙ্গা এখন হবু কনেদের স্বপ্নের ড্রেস হয়ে গিয়েছে। তবে ক্যাটরিনা যে বিয়ের লেহেঙ্গা পরেছিলেন, তার দাম কত জানা আছে? সূত্রের খবর, সব্যসাচীর ওই ডিজাইন করা অসাধারণ লেহেঙ্গাটির দাম ১৭ লক্ষ টাকা। মধ্যবিত্তের কাছে অতিবিলাসী মনে হতে পারে।

লেহেঙ্গার দাম শুনেই অনেকে হোঁচট খেয়েছেন। তবে শুধু লেহেঙ্গাতেই নয়, সব্যসাচীর ডিজাইন করা জুয়েলারি কালেকশনের গয়নাতেও সেজেছিলেন বলিউডের প্রথম সারির এই ব্রিটিশ অভিনেত্রী। গলায় খাঁটি কুন্দনের নেকপিস, হাতে হিরে ও মুক্তো খচিত চূড়া, কালারি, মাথাপট্টি, নথ, টায়রা,টিকলি- সব কিছুই সব্যসাচী ব্রাইড হিসেবে চমক দিয়েছেন ক্যাট।

লেহেঙ্গা বা জুয়েলারিতে যেমন নজর কেড়েছেন তেমনি অভিনবত্বের ছোঁয়া ছিল পঞ্জাবি নববধূর হাতে বিশেষ ও সাবেকি কালারি। সেটি সাধারণ কোন কালারি নয়, বরং এটি বিশেষ বার্তা বহন করার জন্যই বিশেষ ভাবে তৈরি করা হয়েছিল। সেখানে হাতের বালা থেকে ঝোলা কালারিতে জায়গা পেয়েছিল ৬-৭টি পায়রা,বাইবেলে উল্লিখিত Cleo, Elysian-এর মতো শব্দ সেখানে খোদাই করা ছিল। এই অভিনব ভাবনাটি ক্যাটরিনার হলেও রূপ দিয়েছেন ডিজাইনার রাহুল লুথরা ও মৃণালিনী চন্দ্র। স্টাইলিংয়ের জন্য ছিলেন ক্যাটের ঘনিষ্ঠ বান্ধবী তথা সেলেব্রিটি স্টাইলিস্ট অনিতা শ্রফ। পঞ্জাবি মতে বিয়ে হলেও নিজের ক্যাথলিক ধর্মবিশ্বাসকেও নিজের বিশেষ দিনে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রেখেছিলেন।

আরও পড়ুন:  Katrina Kaif and Vicky Kaushal’s Wedding: ক্যাটরিনাকে দেওয়া ভিকির রিংকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে জল্পনা, আংটির দাম শুনলে অবাক হবেন আপনিও…