Katrina Kaif and Vicky Kaushal’s Wedding: ক্যাটরিনাকে দেওয়া ভিকির রিংকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে জল্পনা, আংটির দাম শুনলে অবাক হবেন আপনিও…
এদিন ক্যাটরিনার মেহেন্দি রাঙা হাতের অনামিকায় ঝলমল করল প্ল্যাটিনামের আংটি। সেটি তাঁর ওয়েডিং রিং তা বলে দেওয়ার প্রয়োজন নেই। এই আংটিই ক্যাটরিনার হাতে পরিয়েই আজীবনের জন্য প্রেমের বাঁধনে তাঁকে বেঁধে ফেলেছেন ভিকি।
কেরিয়ারে তুলনামূলক ‘নতুন’ ভিকি শেরওয়ানি আর বরমালা পরে একগাল চওড়া হাসি নিয়ে শুরু করলেন নতুন জীবন। কড়া নিরাপত্তা, ওটিটির সঙ্গে স্বত্ব বেচা আগেই হয়েছে। যোধপুরের গোধূলি আলোয় চারহাত এক হল ‘ভিক্যাট’-এর। ছবি ফাঁস হওয়ার জো নেই। কিন্ত তার মধ্যেই উৎসুক জনগণের চোখ এড়িয়ে থাকা খুব কঠিন ব্যাপার। দুজনের বিয়ে নিয়ে কত কয়েক দিন ধরে মাথাব্যাথার শেষ নেই সংবাদমাধ্যমের, সোশ্যাল মিডিয়াতে চলছে জোর চর্চা।
ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট।
View this post on Instagram
বিয়ের পর্ব শেষে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা সারেন নবদম্পতি। বিয়েতে সব্যসাচীর ডিজাইনার পোশাকে সেজেছেন ক্যাটরিনা-ভিকি। এই বিগ ফ্যাট বলিউড ওয়েডিং-এর প্রত্যেক ছবিই যেন আলাদা একটা গল্প বলছে। মুগ্ধ হয়ে নতুন কনে ক্যাটরিনার দিকে তাকিয়ে সকলে। ক্যাটরিনার পরনের লাল লেহেঙ্গা, মাথার বিশেষ ওড়না, গলার কুন্দনের হার, হাতের কলিরে, চূড়া, সবই চোখ টেনেছে।
এদিন ক্যাটরিনার মেহেন্দি রাঙা হাতের অনামিকায় ঝলমল করল প্ল্যাটিনামের আংটি। সেটি তাঁর ওয়েডিং রিং তা বলে দেওয়ার প্রয়োজন নেই। এই আংটিই ক্যাটরিনার হাতে পরিয়েই আজীবনের জন্য প্রেমের বাঁধনে তাঁকে বেঁধে ফেলেছেন ভিকি। ফ্যাশন উৎসাহীদের কাছে খুব পরিচিত এই প্ল্যাটিনামের আংটি। এমনই আংটি প্রিসেন্স ডায়নাকে পরিয়ে ছিলেন প্রিন্স চার্লস। টিফানি অ্যান্ড কোং-র এই সোলেস্টে এনগেজমেন্ট রিং-এর মূল্য ৯ হাজার ৮০০ ডলার, ভারতীয় মুদ্রায় দাম কমবেশি ৭ লক্ষ ৪১ হাজার টাকা।
আংটির মাঝের নীল হিরেটি কুসন আকারের, চারপাশে ছোট ছোট সাদা হিরে দিয়ে মোড়া এই প্ল্যাটিনাম রিং, যা তৈরি করে ইতালির বিখ্যাত এই সংস্থা। অন্যদিকে, টিফানি ক্লাসিং ওয়ডিং রিং-এর কালেকশন থেকে পছন্দ করে ভিকির হাতেও আংটি পরিয়ে দিয়েছেন ক্যাটরিনা। সেই হিরের আংটির দাম ১ হাজার ৭০০ ডলার, অর্থাৎ ১ লাখ ২৮ হাজার ৫৮০ টাকা।
আরও পড়ুন: Leather Shoes: বিশেষ কিছু উপায় মেনে চললে চামড়ার জুতোকে যে কোনও ঋতুতেই একইরকম নতুন রাখা সম্ভব…