AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Junk Jewellery: জাঙ্ক জুয়েলারি আজকের দিনে প্রায় সবাইই পছন্দ করেন, তবে জানেন কি কীভাবে এই জুয়েলারির যত্ন নেওয়া যায়?

জাঙ্ক জুয়েলারি বাইরের ধুলো, ধোঁয়া, বাতাসের আর্দ্রতা আর আপনার শরীর থেকে নির্গত হওয়া ঘাম, এই সব কিছুর জন্য নষ্ট হয়ে যায়। তাই যে জুয়েলারিগুলো আপনি বেশি পরেন বা যেগুলো আপনার বেশি পছন্দের, সেগুলোই নষ্ট হয় বেশি।

Junk Jewellery: জাঙ্ক জুয়েলারি আজকের দিনে প্রায় সবাইই পছন্দ করেন, তবে জানেন কি কীভাবে এই জুয়েলারির যত্ন নেওয়া যায়?
| Edited By: | Updated on: Dec 06, 2021 | 8:17 AM
Share

অনেকেই আছেন, যাঁদের জাঙ্ক জুয়েলারি কেনার একটা শখ আছে। তাঁরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে-ঘুরে সেগুলি সংগ্রহ করেন। কিছুদিন পরে দেখা যায়, সাধের অক্সিডাইজড কানের দুল কালো হয়ে গেছে বা পাথর বসানো হারটায় দুটো স্টোন মিসিং। তখন ওগুলো ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। এমন পরিস্থিতিতে যাতে ভবিষ্যতে আর না পড়তে হয়, সেই কারণে জাঙ্ক জুয়েলারির যত্ন নেওয়া শুরু করুন। কীভাবে সেটা করবেন তা নীচের টিপসগুলো থেকে জেনে নিন-

গয়না বাছাই:

জাঙ্ক জুয়েলারি বাইরের ধুলো, ধোঁয়া, বাতাসের আর্দ্রতা আর আপনার শরীর থেকে নির্গত হওয়া ঘাম, এই সব কিছুর জন্য নষ্ট হয়ে যায়। তাই যে জুয়েলারিগুলো আপনি বেশি পরেন বা যেগুলো আপনার বেশি পছন্দের, সেগুলোই নষ্ট হয় বেশি। তাই সপ্তাহে কোনও একটা দিন এই রকম কিছু জাঙ্ক বেছে নিন।

পর্যবেক্ষণ করুন:

গয়না বাছার পরেই সেটা পরিষ্কার করতে বসে যাবেন না। কারণ এগুলো হল শৌখিন গয়না। একটু ধৈর্য নিয়ে এগুলো পরিষ্কার করতে হবে। কোনটা কালো হয়ে গেছে, কোনটার ট্যাসেল ছিঁড়ে গেছে বা কোনটার পাথর আলগা হয়ে গেছে, তা দেখে নিন। সেই অনুযায়ী আলাদা করে বেছে রাখুন গয়নাগুলো।

Junk Jewellery Cleaning

টুথব্রাশ দিয়ে পরিষ্কার করুন:

একটা নতুন টুথব্রাশ নিয়ে গয়না পরিষ্কার করুন। ব্যবহার করা ব্রাশ দিয়ে গয়না পরিষ্কার করবেন না। টুথব্রাশের বদলে আঙুলের ডগা দিয়েও পরিষ্কার করতে পারেন। তবে সেক্ষেত্রে হাত ও নখে কোনও ময়লা থাকলে চলবে না। শুকনো ব্রাশ দিয়ে আলতো করে ঘষে আগে শ্যাওলার পরত তুলে ফেলতে হবে। ফাঁক-ফোকরে যেখানে ব্রাশ ঢুকছে না, সেখানে টুথপিক ব্যবহার করুন।

সতর্ক হন:

শৌখিন গয়না বলেই সেটাকে জোরে ঘষা বা বেশি টানাটানি করা চলবে না। বিশেষ করে পাথর বসানো জুয়েলারির ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ, এই পাথরগুলি আঠা দিয়ে লাগানো থাকে, তাই বেশি জল দিলে সেটা পাথরের নীচে লাগানো আঠা নরম করে দেবে।

কী দিয়ে পরিষ্কার করবেন:

১) লেবু মাঝখান থেকে কেটে নিয়ে ঘষে নিনে আলতো করে। লেবুর রস করে তাতে অল্প সোডা দিয়ে ছোট কানের দুল সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। লেবুর রস একটি প্রাকৃতিক অ্যাসিড হিসেবে কাজ করবে।

২) লেবুর পরিবর্তে সাদা ভিনিগার ও জল মিশিয়ে তাতে ব্রাশ ডুবিয়ে আলতো করে ঘষুন। গয়নার ঔজ্জ্বল্য ফিরে পেতে আঙুলের ডগায় অলিভ অয়েল মিশিয়ে গয়নায় ঘষুন। তবে পরে তেল মুছে নিতে ভুলবেন না।

৩) অক্সিডাইজড গয়না ছাড়া অন্য ধরনের গয়নার জন্য লিকুইড হ্যান্ড সোপ ব্যবহার করুন।

আরও পড়ুন: International Men’s Day 2021: ‘লাল-গোলাপি রঙেও ভীষণ মানায় ছেলেদের’! পুরুষ দিবসে ছেলেদের জন্য বিশেষ ফ্যাশন টিপস ডিজাইনারের

আরও পড়ুন: Wedding Dresses 2021: ফ্যাশনেবল পোশাকেও চমক প্লাস-সাইজ কনের! নজর কাড়তে কেমন পোশাক বাছবেন, জানুন

আরও পড়ুন: Happy Pool Day: Anushka Sharma: ঝলমলে বিকেলে পুলের জলে গা ভাসিয়ে দিলেন অনুষ্কা, আলোচনার কেন্দ্রে তাঁর সুইম স্যুট…