আকাশ যতই মেঘলা হোক, শহরের ফুলের গাছগুলো জানান দিচ্ছে বসন্ত আসতে চলেছে। আর বাতাসে যে প্রেমের গন্ধ রয়েছেই, তা জানান দিচ্ছে ক্যালেন্ডারের পাতা। চলছে ভ্যালেন্টাইনস সপ্তাহ (Valentine’s Week)। আর ক’দিন পরেই প্রেমের দিবস। সঙ্গী নেই বলে মনে খারাপ? এই বসন্তে মন খারাপ করা মানে শুধুই নিজের ক্ষতি। তাই মন ভাল করতে বসন্তের রঙে রং মিলিয়ে সেজে উঠুন। মন ভাল করতে একটু মেকআপ (Makeup) করুন। তবে রোজকার জীবনে যে ভাবে মেকআপ করেন, সেভাবে নয়। একটু রঙিন মেকআপ করে চমকে সবাইকে। কীরকম লুক তৈরি করবেন ভাবছেন? সারা আলি খানের (Sara Ali Khan) মত এই লুক তৈরি করতে পারেন। ফাগুনের রঙে রং মেলাতে আপনি পার্পেল স্মোকি আই মেকআপ করতে পারেন। কীভাবে করবেন? ধাপে ধাপে সেই পদ্ধতিও রইল আপনার জন্য।
মেকআপ শুরুর আগে সব সময় ত্বকের যত্ন নেওয়া দরকার। প্রথমে ত্বককে মেকআপের জন্য তৈরি করুন। ক্লিনজিং, স্ক্রাবিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করে নিন। এরপর ত্বকের ওপর প্রাইমার লাগান। চোখের পাতাতেও ভাল করে প্রাইমার লাগান। প্রাইমার মেকআপ ধরে রাখতে সাহায্য করে। এরপর আপনার স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন লাগিয়ে নিন সারা মুখে।
ফাউন্ডেশন লাগানোর পর চোখের পাতায়, চোখের নীচে এবং মুখের যে যে অংশে কালো দাগ রয়েছে সেখানে কনসিলার লাগিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে ফাউন্ডেশন ও কনসিলার ভাল করে ত্বকের সঙ্গে ব্লেন্ড হয়। এরপর লুস পাউডার লাগান যাতে ফাউন্ডেশনটা সেট হয়ে যায়। চোখের পাতায় লুস পাউডার লাগাবেন না, কারণ আই মেকআপ করা হবে। এরপর আইব্রো পেনসিল ব্যবহার করে ভুরু সেট করে নিন।
এবার শুরু করুন আই মেকআপ। চোখের ওপরের পাতায় পার্পল শেডের আইশ্যাডো লাগিয়ে নিন। ব্রাশ দিয়ে ভাল করে ব্লেন্ড করুন। এবার একটা নীল রঙের আইশ্যাডো নিয়ে চোখের বাইরের দিকে লাগান। পুরোটা লাগাবেন না। শুধু কোণের দিকটা লাগাবেন এবং ভাল করে ব্লেন্ড করবেন। এবার একটা সি-গ্রিন শেডের আইশ্যাডো নিয়ে চোখের নীচের পাতা লাগান ও হালকা করে ব্লেন্ড করুন। ল্যাশলাইন বরাবর গাঢ় নীল রঙের আইলাইনার পরে নিন। নীল রঙের মাস্কারা লাগিয়ে আই মেকআপ সম্পূর্ণ করুন।
এবার গাল আর নাকের দু’পাশে কনট্যুর করুন। আপনি চাইলে কপালে এবং চিনেও কনট্যুর করতে পারেন। এতে আরও বোল্ড লুক আসবে। এবার গালে হালকা করে ব্লাশ লাগিয়ে নিন। ব্লাশ হালকা কোরাল শেডের ব্যবহার করবেন। আর হাইপয়েন্টগুলোতে হাইলাইটার লাগিয়ে নিন। এতে লুক আরও উজ্জ্বল হবে। শেষে বেবি পিংক শেডের লিপস্টিক পরে নিন। শিমারি লিপগ্লসও ব্যবহার করতে পারেন। ব্যস তৈরি আপনার বসন্তের লুক। এবার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন আর দেখুন বন্ধুদের প্রতিক্রিয়া।
আরও পড়ুন: ভিটামিন সি’র পাওয়ার হাউজ তেজপাতা! তাহলে কি তেজপাতার ফেসপ্যাক ত্বকের জন্য ভাল?