Hair Care Tips: প্রাকৃতিকভাবে চুল কালো করতে সরষের তেলের সঙ্গে এই ২টি জিনিস মেশালেই হবে কেল্লাফতে!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Mar 09, 2022 | 10:04 AM

Home Remedy: বাড়িতে খুব সহজ উপায়ে আপনার পাকা চুল কালো করতে হলে সরষের তেল ব্যবহার করতে পারেন। সরাসরি সরষের তেল নয়, মেহেন্দি ও আমলা দিয়ে তৈরি একটি হেয়ারপ্যাক আপনার সমস্যার সমাধান করতে পারবে অনায়াসে।

Hair Care Tips: প্রাকৃতিকভাবে চুল কালো করতে সরষের তেলের সঙ্গে এই ২টি জিনিস মেশালেই হবে কেল্লাফতে!

Follow Us

পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই সাদা চুল কালো করতে চান? বাজারচলতি অনেক পণ্য রয়েছে, যেগুলির মাধ্যমে সাদা চুল কালো করা যায়। তবে সেই সব পণ্যে রাসায়নিক রং মেশানো থাকায়, এড়িয়ে যাওয়াই মঙ্গল। তাহলে বাড়িতে খুব সহজ উপায়ে আপনার পাকা চুল কালো করতে হলে সরষের তেল ব্যবহার করতে পারেন। সরাসরি সরষের তেল নয়, মেহেন্দি ও আমলা দিয়ে তৈরি একটি হেয়ারপ্যাক আপনার সমস্যার সমাধান করতে পারবে অনায়াসে।

প্রাকৃতিকভাবে চুল কালো করতে ও চুলের বেশ কিছু সমস্যা থেকে মুক্তি পেতে কী কী করণীয় তা এখানে জেনে নিন…

– একটি আয়রন কলড্রন নিন কারণ এটির ভাল প্রভাব রয়েছে। তবে আপনি অন্য যে কোনও পাত্র ব্যবহার করতে পারেন।

– প্যানে যেকোনও ব্র্যান্ডের প্রায় ২০০ মিলি সরষের তেল দিন।

–মাঝারি আঁচে এই তেলযুক্ত কড়াই রাখুন এবং ভেষজ শুকনো মেহেদি পাউডার ২ থেকে ৩ চা চামচ যোগ করুন।

– মেহেন্দি ভালো করে মেশান। তারপরে তাদের ২ থেকে ৩ মিনিটের জন্য গরম হতে দিন।

– এবার এতে আমলা গুঁড়ো মিশিয়ে নিন। এতে চুলের উজ্জ্বলতা বজায় রাখে, চুলের সমস্যা থেকে মুক্তি পেতে এবং ধূসর চুল থেকে মুক্তি পেতে সাহায্য করে।

– এবার এতে দেড় থেকে দুই চা চামচ মেথি গুঁড়ো মিশিয়ে নিন। তাতে চুলের গোড়া কালো ও মজবুত করতে সাহায্য করে।

– বাদামি না হওয়া পর্যন্ত গরম হতে দিন। এই প্রক্রিয়াটি ৭ থেকে৮ মিনিট সময় নেয়। খেয়াল রাখবেন তেল যেন পুড়ে না যায়। মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন। মিশ্রণটি বাদামি হয়ে এলে আভেন বন্ধ করে দিন। এবার ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ঠাণ্ডা হতে দিন।

– ঠাণ্ডা হওয়ার পর ১২ থেকে ২৪ ঘণ্টা ঢেকে রাখুন। এমনটা করলে দ্রবণ ঘন হয়ে যাবে। মেথি, আমলা, মেহেন্দিও হয়তো রং হারিয়ে ফেলেছে।

– ১২ থেকে ২৪ ঘন্টা পর এই মিশ্রণ থেকে তেল ছেঁকে নিন। আপনি কয়েক মাস এই তেল সংরক্ষণ করতে পারেন।

– শ্যাম্পু করার ৩ ঘন্টা আগে এই তেলটি সর্বত্র লাগিয়ে নিন।

-সপ্তাহে একবার বা দুবার ব্যবহার করুন। এতে চুলের রং কালো হবে ও সমস্যা সমাধান অনেকটাই মিটবে।

আরও পড়ুন: Homemade Lip Balm: গরম পড়লেও ঠোঁট ফাটা কমছে না! হাইড্রেট ও নরম রাখতে বাড়িতেই বানান ভেষজ লিপবাম

Next Article