AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Homemade Lip Balm: গরম পড়লেও ঠোঁট ফাটা কমছে না! হাইড্রেট ও নরম রাখতে বাড়িতেই বানান ভেষজ লিপবাম

Lip Care Tips: ঠোঁট ফেটে চামড়া ওঠা, শুষ্ক হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়ার মত অবস্থা হয়। সাধারণত মুখের দিকে তাকালে প্রথমে ঠোঁটের দিকে নজর যায়। তাই ঠোঁটের যত্নের দিকে মনোযোগ দেওয়া দরকার।

Homemade Lip Balm: গরম পড়লেও ঠোঁট ফাটা কমছে না! হাইড্রেট ও নরম রাখতে বাড়িতেই বানান ভেষজ লিপবাম
| Edited By: | Updated on: Mar 08, 2022 | 7:23 PM
Share

স্কিন কেয়ার (SkinCare) মানেই শুধু ফেসমাস্ক, ফেসওয়াশ করা নয়, সঙ্গে চাই উপযুক্ত স্কিনকেয়ার পণ্য। শুধু ত্বকের ব্যাপারে কথা বললে ভুল হবে, ঠোঁটেরও (Lip Care) ঠিকমত যত্ন নিতে হবে। উজ্জ্বল, কোমলের মত নরম তুলতুলে ঠোঁটের জন্যও চাই উপযুক্ত পণ্য। অনেকসময় ত্বকের খেয়াল রাখলেও ঠোঁটের জন্য যত্ন নেওয়া সম্ভব হয় না। স্কিন কেয়ার রুটিনেও (SkinCare Tips) ঠোঁটের যত্নের একটি অংশ থাকা উচিত।

শরীর যথেষ্ট পরিমাণে হাইড্রেটেড না হলে, স্বাভাবিকভাবেই ঠোঁট ফাটা ও শুষ্ক হয়ে যায়। শুধু হাইড্রেট না হওয়ার জন্যই নয়, এর পিছনে রয়েছে অনেক কারণ। ঠোঁট ফেটে চামড়া ওঠা, শুষ্ক হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়ার মত অবস্থা হয়। সাধারণত মুখের দিকে তাকালে প্রথমে ঠোঁটের দিকে নজর যায়। তাই ঠোঁটের যত্নের দিকে মনোযোগ দেওয়া দরকার। নরম তুলতুলে ও সুন্দর ঠোঁটে লিপস্টিক যাতে অক্ষত রাখে ও সুন্দর থাকে, তার জন্য বিদেশি ও দামি পণ্য ব্যবহার করে থাকি।

ঠোঁটের শুষ্কতা কাটাতে অতি অবশ্যই দরকার লিপবাম। বাজারচলতি লিপবাম ব্যবহার করতেই পারেন, তবে বিশেষজ্ঞদের মতে, বাড়িতে তৈরি লিপবাম অতি সহজে তৈরি করে তা ব্যবহার করলে ফল পাবেন ভাল। প্রতিরাতে ঘুমানোর আগে ঠোঁটে লিপবাম লাগালে ঠোঁট থাকে সুস্থ ও ময়েশ্চারাইজড। সকালে উঠে ঠোঁট দেখবেন কোমল হয়ে গিয়েছে।

ত্বক বিশেষজ্ঞ ড অপর্ণা সানথামন, গত ১০ বছরের বেশি সময় ধরে সৌন্দর্য, স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে কাজ করে চলেছে। তাঁর মতে, ঠোঁটের জন্য আদর্শ লিপবাম তৈরি করা যায় বাড়িতেই। আর সেটি ভেষজ ও স্বাস্থ্যকরও বটে।

উপকরণ-

নারকেল তেল ও লিপস্টিকের যে কোনও রঙ (ন্যুড কালার হবে ভাল)

পদ্ধতি

নারকেল ভিত্তিক ত্বকের তেল ও একটি ন্যুড রঙের প্রাকৃতিক লিপস্টিক দিয়ে একটি লিপবাম তৈরি করতে হবে। তার জন্য ৩০ সেকেন্ড মাইক্রোওয়েভে দুটি উপকরণই গলিয়ে ফেলুন। এরপর দুটি গলে যাওয়া উপকরণ ভাল করে মিশিয়ে নিন। এরপর একটি সংরক্ষিত পাত্রের মধ্যে নিরাপদে রেখে দিন। ঠোঁটকে ভাল হাইড্রেটেড রাখতে দুবার ব্যবহার করুন।

ত্বকের সঙ্গে সঙ্গে ঠোঁটের কীভাবে যত্ন নেবেন, তারও একটি টিপস দেওয়া রইল। ত্বক বিশেষজ্ঞের মতে, প্রতিদিন দুবার আপনার মুখ ও ঠোঁট পরিস্কার করে হাইড্রেট রাখার চেষ্টা করুন। তার জন্য ভাল নারকেল ভিত্তির ময়েশ্চারাইজার ব্যবহার করা ভাল। ময়েশ্চারাইজার সবসময় অল্প জলে ভেজা ত্বকের উপর ভাল কাজ করে। আর নারকেল ভিত্তিক ময়েশ্চারাইাজার গভীরে প্রবেশ করে তাতে। ত্বকের পুরুত্ব বজায় রাখতে, জলের পরিমাণ বাড়াতে ও ত্বকের ভিতর থেকে হাইড্রেট রাখতে সাহায্য করে।

আরও পড়ুন: Bamboo Extracts: বাঁশের নির্যাসেই শুষ্ক ত্বক হবে ঝাঁ-চকচকে পরিস্কার ও উজ্জ্বল! জানেন কী?