ত্বক ও চুলের সৌন্দর্যের কথা উঠলেই সেলেব্রিটিদের কথা প্রথম মনে আসে। তাঁদের সিক্রেট টিপসগুলি অনুসরণ করে অনেকেই নিজেদের স্কিনকেয়ার রুটিন ঠিক করেন। তবে হেয়ার মাস্ক বা ফেসমাস্ক যাই ব্যবহার করা হোক না কেন, সেলেব্রিটিরাও ঘরোয়া উপকরণের উপর নির্ভর করেন। বলিউডের প্রায় সব অভিনেত্রীরাই নিজের সৌন্দর্যের গোপন তথ্য শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের মধ্যে দক্ষিণী নায়িকা পূজা হেগড়েও বাদ যান না।
সিল্কি, স্ট্রেট ও উজ্জ্বল চুলের জন্য পূজা কী ব্যবহার করেন. তা নিয়ে অকপট স্বীকার করলেন এই দক্ষিণী নায়িকা। বিশাল কোনও উপাদান দিয়ে তিনি চুলের যত্ন নেন না। আগেরকার দিনের মতো তিনিও চুলের যত্নের জন্য সবচেয়ে সহজ ও পুষ্টিকর উপাদান ব্যবহার করেন। নারকেল তেল। প্রতিবার শ্যাম্পু করার আগে নারকেল দিয়ে চুলে মাসাজ করতে ভোলেন না তিনি। চুলের গোড়া মজবুত করতে, স্ট্রেস কমাতে এই ঘরোয়া ও সহজলোভ্য উপাদানের কোনও বিকল্প হয় না। ঠাকুমা থেকে কাকিমারা পর্যন্ত নারকেল তেল ব্যবহার করার পরামর্শ দেন।
নারকেল তেলের উপকারিতা
– নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড, যা চুলের গোড়ায় পুষ্টি জোগায়।
– নারকেল তেলে রয়েছে অলৌকিক উপাদান যা চুলের সমস্ত সমস্যা মিটিয়ে সার্বিক যত্ন নিতে সাহায্য করে।
– নারকেল তেলের কারণে মাথার ত্বকে জ্বালাভাব কমে যায়। সমংক্রমণের হ্রাস পায়। এছাড়া খুশকি রোধ করতেও সাহায্য করে।
– চুলের গোড়া মজবুত করতে, মাথার ত্বককে হাইড্রেট করতে ও চুল পড়া কমাতে সাহায্য করে।
– চুলের বৃদ্ধির জন্যও নারকেল তেলের অবদান রয়েছে।
– মাথায় উকুন হলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহার করলে তা দূর হয়ে যায়।
– মানসিক চাপ কমাতে, স্ট্রেস দূর করতে মাথায় নারকেল তেল দিয়ে মাসাজ করলে উপকার হয়।
– উজ্জ্বল, চকচকে চুলের জন্য নারকেল তেল ব্যবহার করা হয়।