সামনেই রঙের উত্সব। আগামী ১৮ মার্চ সারা দেশজুড়ে পালিত হবে হোলি। তাই এই উত্সবের আনন্দে সামিল হতে আজ থেকেই একটু করে প্রস্তুতি নিতে শুরু করুন। ভাবছেন হোলির দিন রঙ ঠেকাতে বড় গাউন পরবেন,ত্বক ও চুল বাঁচাতে হাত ও মুখ ভাল করে ঢেকে রেখে দেবেন। এমনা করার দরকার নেই।
পরিস্কার ,স্টাইলিশ জামা পরে দেদার রঙ খেলুন। তবে তার আগে আপনাকে ত্বক ও চুল রক্ষা করার জন্য অল্পবিস্তর খাটতে হতে পারে। আর তাই সকলের থেকে বেশি রঙিন হলেও আপনার কোনও অসুবিধা হওয়ার নয়। হোলির দিন একটি টি শার্ট ও জিন্স পরুন। এবার চুলের যত্ন কীভাবে নেবেন তা প্রথমে মনোযোগ নেওয়া প্রয়োজন। ত্বকেরও যত্নের প্রয়োজন, তবে চুলের পরিচর্চার জন্য বেশ কয়েকগুলি নিয়ম পালন করতে হবে।
হোলির দিন যতই চুলকে রঙ থেকে বাঁচাতে চেষ্টা করুন না কেন, সেই মাথার ত্বকে রঙ গিয়ে পৌঁছায়ই। ভেষজ রঙ ব্যবহার করলে খুবই ভাল। তবে চুলকে কীভাবে রাসায়নিকযুক্ত রঙ থেকে রক্ষা করবেন তার জন্য এখানে রইল কিছু টিপস…
চুলের জন্য স্টাইলিং করা এড়িয়ে চলুন- এই সপ্তাহে চুলের স্টাইলিং এক্সপার্টের কাছে যাবেন না। হোলির একদিন আগে চুলে হিট দেওয়া ও স্টাইলের জন্য তাপ ব্যবহার করা মোটেই ভাল কথা নয়। তাতে চুলের আরও ক্ষতি তৈরি করে।
চুল বেঁধে রাখুন- হোলির জন্য সবচেয়ে নিরাপদ হেয়ারস্টাইল হল বিনুনি। এই বিনুনি করা থাকলে চুলের প্রতিটি ইঞ্চি রঙ পৌঁছাতে বাধা দেয়। হোলি পার্টিতে যদি স্টাইলিশ কিছু করতে চান, তাহলে জটিল কোনও বিনুনির হেয়ারস্টাইল করতে পারেন। তাতে আখেরে আপনারই সুবিধা হবে।
প্রথমে ধুয়ে ফেলুন, ফের একবার ধুয়ে নিন- রঙে গোলা জলে যখন স্নান করে যান, তখন ত্বক ও চুল থেকে সেই রঙ তুলতে যে কি দুরবস্তা হয়, তা আর বলার অপেক্ষা রাখে না। দ্রুত রঙ ধুয়ে ফেলতে কলের ট্যাপ খুলে তার নীচে বসে পড়ুন। চুল ধোওয়ার সময় সরাসরি শ্যাম্পু ব্যবহার করবেন না। প্রথমে শুধু জল দিয়ে বাড়তি রঙ দূর করার চেষ্টা করুন। চুল কন্ডিশনার করার পর ফের একবার চুল ধয়ে ফেলুন। ৩-৪ মগ জল দিয়ে চুল ধুয়ে ফেলার পর শুকিয়ে নিন। পরের ২-৩দিনের জন্য চুল শুষ্ক ও রুক্ষ মনে হতে পারে, কিন্তু উত্সবের মজাটার সঙ্গে এটি একটি অংশমাত্র।
হোলিতে চুল নষ্ট হয়ে যাবে এই ভয়ে হোলির আনন্দোত্সবকে মাটি হতে দেবেন না। কারণ আপমার জমকালো চুল শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ভাল করে ধুয়ে শুকিয়ে নিলেই ফের আগের মত অবস্থায় ফিরে যাবে। তবে রঙ থেকে চুলে রক্ষা করার আগে এই টিপসগুলি মেনে চললেই হবে।
আরও পড়ুন: Soft Skin In Summer: গ্রীষ্মের দিনেও ত্বক থাকুক নরম তুলতুলে ও উজ্জ্বল! মেনে চলুন এই ৫ জরুরি টিপস
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।