Haldi Ceremony: শুধুমাত্র নিয়মরক্ষার জন্য নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণেই বিয়ের আগে হয় গায়ে হলুদের অনুষ্ঠান!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 13, 2021 | 8:27 AM

Gaye Holud: আগেকার দিনে এত ফেসিয়ালেোর চল ছিল না। ঠাকুমা-দিদিমাদের ভরসা ছিল প্রাকৃতিক টোটকাই। বিয়ের দিন মেয়েকে ফরসা দেখাতেই শুরু হয় হলুদ মাখানো

Haldi Ceremony: শুধুমাত্র নিয়মরক্ষার জন্য নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণেই বিয়ের আগে হয় গায়ে হলুদের অনুষ্ঠান!
ভিকি-ক্যাটরিনার গায়ে হলুদের অনুষ্ঠান

Follow Us

বিয়ে মানেই সেখানে সাত দিন ধরে চলতে থাকে নানা রকম অনুষ্ঠান। থাকে আইবুড়োভাতের লম্বা নিমন্ত্রণ লিস্ট। বিয়ের পাকা কথার পর থেকেই দুই বাড়িতে শুরু হয়ে যায় তোড়জোড়। পাঁজি দেখে চলতে থাকে শুভ সময় ঠিক করার পালা। বিয়ের আগের দিন বাড়িতে হয় আইবুড়োভাতের অনুষ্ঠান। পরদিন কাকভোরে দধিমঙ্গল দিয়ে শুরু অনুষ্ঠানের। এরপর একে একে থাকে মঙ্গল কলস, জল ভরতে যাওয়া, গঙ্গা নিমন্ত্রণ, বৃদ্ধি -একাধিক আচার-অনুষ্ঠান। এরপর থাকে গায়ে হলুদ। গায়ে হলুদ মানে সবাই মিলে যেমন হই হুল্লোড় হয় তেমনই কিন্তু হবু বর/ কনের কাছে এই অনুষ্ঠান দিয়েই শুরু হয় দাম্পত্য জীবনে প্রবেশ। প্রথা মত এদিন হলুদ-তেল লাগানো হয় হবু-পাত্রীকে। যদিও এখন অনেকেই এই হলুদ-তেল মোটেই মাখতে চান না, কারণ একটাই গালে হলুদ দাগ বসে যাবে। বিয়ের আগে সকরলেই ফেসিয়াল করেন, ফলে গালে হলুদ ছোপ লেগে থাকুক তা মোটেই কেউ চান না। এতে মেক আপ করতেও অসুবিধে হয়। আবার আজকাল অনেকেই হলুদ-বেসন-দই একসঙ্গে মিশিয়েও বানিয়ে নেন প্যাক।

তবে শুধু বাঙালি বিয়েরপ অনুষ্ঠানেই নয়, যে কোনও ভারতীয় বিয়েোর অনুষ্ঠানেই চল রয়েছে এই গায়ে হলুদের। অনেকের ক্ষেত্রে বিয়ের আগের দিন হয় এই অনুষ্ঠান। উত্তর ভারতে এই হলুদের সঙ্গে মেশানো হয় গোলাপজল, চন্দনবাটা এবং দুধ। এই হলুদ লাগানো হয় মুখ, হাত আর পায়ের পাতায়।

কিন্তু কেন হয় এই গায়ে হলুদের অনুষ্ঠান

*নিছকই কোনও আচার নয়, এই অনুষ্ঠানের পিছনে কিন্তু বৈজ্ঞানিক কারণ রয়েছে। যেমন-

*হলুদ যে খুব ভাল জীবানুনাশক তা আমরা সকলেই জানি। বিয়ের দিন যাতে কোনও রকম সংক্রমণ না হয়, বর-কনে যাতে সুস্থ থাকে তার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

*পবিত্রতার প্রতীক হিসেবে হলুদ রঙটাও খুবই পরিচিত। সেজন্যই তো বিয়ের কার্ডেও হলুদের ফোঁটা দেওয়া হয়। অনেকেরই বিশ্বাস যে হলুদ রঙ খুব শুভ কাজেই দু’জন মানুষ নতুন জীবনে প্রবেশ করার আগে গায়ে হলুদ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের জীবনে শুভকামনা করে থাকেন গুরুজন-বন্ধু আত্মীয়রা।

*অনেকেই মনে করেন যে বর এবং কনে যদি বিয়ের আগে গায়ে হলুদ লাগান, তাহলে নাকি তাঁদের নজর লাগে না।

*ত্বকের জেল্লা বাড়াতেও ভূীমিকা রয়েছে হলুদের। হলুদ ফেসপ্যাক হিসেবে খুবই ভাল। সেই সঙ্গে কালো দাগ-ছোপও তুলে দেয়।

আরও পড়ুন: Katrina Kaif: মেহেন্দি করার সময় হাতে কার নাম লেখার অনুরোধ করেছিলেন ক্যাটরিনা, জানেন?

আরও পড়ুন: Skincare Tips: শীতকালে চুল ও ত্বকের পরিচর্চায় কোন কোন উপাদানগুলি একেবারেই ছুঁয়ে দেখবেন না, জানুন

Next Article