Hair Whitening: চুল অকালে সাদা হয়ে গেছে, এবার সেই সাদা চুল একেবারে সরিয়ে ফেলার জন্য কী করবেন…
লিভারে সমস্যা দেখা দিলে তা চুল এবং ত্বকে নানান সমস্যার শুরু করতে পারে। হজম ঠিক না হলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।
অসময়ে চুল সাদা হয়ে যাওয়া বা পেকে যাওয়ার সমস্যা কিন্তু এখন প্রায় সকলেরই আছে। বার্ধ্যকেই কেবল চুলে সাদা পাক ধরবে, এমনটা আজকাল আর হচ্ছে না। বরং বয়সের বাধা না মেনে অকালেই পাকছে চুল। এই ‘প্রিম্যাচিওর গ্রে হেয়ার’ দেখলেই আপনার মন খারাপ হয়ে যায়। মূলত খাবারের অনিয়ম, মানসিক চাপ কিংবা অবসাদ- এইসব কারণে অল্প বয়সেই চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়।
সাদা চুলকে বার্ধক্যের ছাপ মনে করা হয়। কিন্তু এখন অনেক অল্পবয়সিদের চুল পাকতে শুরু করে। বর্তমানের অস্বাস্থ্যকর জীবনযাপন প্রণালী, খাদ্যাভ্যাসের কারণে কম বয়সেই অনেক ছেলে ও মেয়েদের চুল পেকে যায়। এই পেকে যাওয়া চুল লোকানোর জন্য অনেকেই হেয়ার ডাই করান। তবে এই সমস্ত উপাদানে ক্ষতিকর রাসায়নিক থাকে, যা চুলের পক্ষে ক্ষতি করে থাকে।
চুল নানা কারণে সাদা হতে পারে, তার মধ্যে কিছু কিছু হল-
বেশি পরিমাণে টক, ঝাল, নোনতা বা গরম খাবার খাওয়া। অধিক পরিশ্রম করা। বেশিক্ষণ রোদ বা ধুলোর সংস্পর্শে থাকা। অধিক সময় অভুক্ত থাকা বা উপবাস করা। রাগ, শোক, ভয় ও মানসিক অবসাদগ্রস্ত থাকা। পাকা চুল দূর করার ঘরোয়া উপায়।
১. সাদা চুল থেকে মুক্তি পেতে লাউ শুকিয়ে নারকেল তেলে দিয়ে ফুটিয়ে নিন। তার পর এই তেল ছেকে বোতলে ভরে রেখে দিন। এই তেল দিয়ে ম্যাসাজ করলে চুল কালো হয়।
২. দইয়ের সাহায্যেও চুল কালো করা যায়। দইয়ের সঙ্গে টমেটো বেটে তাতে সামান্য লেবুর রস ও নীলগিরি তেল মিশিয়ে নিন। সপ্তাহে ২ বার এই তেল দিয়ে ম্যাসাজ করুন। এর ফলে চুল কালো হয়।
৩. আদার ব্যবহারের ফলে পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এক চামচ গ্রেট করা আদায় সামান্য অলিভ অয়েল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। আধ ঘণ্টা পর চুল ধুয়ে নিন। এর ফলে চুল ঝরার সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন।
৪. পেয়ারার পাতা বেটে চুলে লাগালেও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পেয়ারার পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি থাকে। এটি চুলের জন্য খুবই ভাল।
৫. পেঁয়াজের রস লাগানোর ফলেও উপকার পেতে পারেন। চুল পাকা, চুল ঝরার সমস্যা থেকে মুক্তি পাওয়া।
৬. কারি পাতায় উপস্থিত বায়ো অ্যাক্টিভ উপাদান চুলে পুষ্টি জোগায়। এর ফলে অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
আরও পড়ুন: Skin Care Products: ত্বকের জন্য কোনও নতুন প্রোডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন…