AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pimple-free Skin: বসন্তের আমেজে ত্বকের সমস্যা বাড়ছে? এই ঘরোয়া টোটকায় ব্রণ দূর হবে মাত্র ২ দিনে

Natural Remedies: বসন্তের আমেজে সংবেদনশীল ত্বকের ব্যক্তিরা অ্যালার্জিক প্রতিক্রিয়া, র‍্যাশ, ফুসকুড়ি, ব্রণর সমস্যায় ভোগেন। এই সমস্যা থেকে রেহাই পেতে প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখুন।

Pimple-free Skin: বসন্তের আমেজে ত্বকের সমস্যা বাড়ছে? এই ঘরোয়া টোটকায় ব্রণ দূর হবে মাত্র ২ দিনে
| Edited By: | Updated on: Feb 16, 2023 | 4:02 PM
Share

বাতাসের এখন বসন্তের আমেজ। কিন্তু সংবেদনশীল ত্বকের ব্যক্তিদের জন্য এটা মোটেই ভাল নয়। বসন্তের আমেজে সংবেদনশীল ত্বকের ব্যক্তিরা অ্যালার্জিক প্রতিক্রিয়া, র‍্যাশ, ফুসকুড়ি, ব্রণর সমস্যায় ভোগেন। এই সময় ঋতু পরিবর্তন হয়। ঠান্ডা সেরকম থাকে না এবং গরম বাড়তে থাকে। ফলে ঘামও হতে থাকে। তার সঙ্গে বায়ুতে দূষণ। সব মিলিয়ে ত্বকের উপর প্রভাব ফেলে। তার উপর যদি ত্বক সংবেদনশীল হয়, তখন অবস্থা আরও খারাপ হতে থাকে। শুধু ব্রণ প্রতিরোধকারী প্রসাধনী পণ্য ব্যবহার করলে সমাধান মিলবে না। বরং, বসন্তে স্কিন কেয়ার পদ্ধতিতেও পরিবর্তন আনতে হবে। বিশেষত আপনার যখন ব্রণপ্রবণ এবং সংবেদনশীল ত্বক তখন বিশেষ যত্ন নেওয়া উচিত।

প্রাকৃতিক উপাদানের উপর ভরসা রাখুন-

১) এমন অনেক প্রাকৃতিক উপাদান রয়েছে যার মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রভাব রয়েছে, যা ব্রণপ্রবণ ত্বকের জন্য উপকারী। এক্ষেত্রে আপনি গ্রিন টিয়ের টোনার ব্যবহার করতে পারেন। গরম জলে গ্রিন টি ব্যাগ ডুবিয়ে রাখুন। তারপর ওই চা ঠান্ডা হলে স্প্রে বোতলে ভরে রাখুন। মুখ ধোয়ার পর মুখে গ্রিন টিয়ের টোনার স্প্রে করুন।

২) চন্দনের ফেসপ্যাক ব্রণপ্রবণ ত্বকের জন্য উপকারী। চন্দন গুঁড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকের উপর লাগান। মিনিট ২০ রাখার পর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাক ব্যবহার করলে ব্রণর সমস্যা কমে যাবে।

৩) টি ট্রি অয়েল ব্রণপ্রবণ ত্বকের জন্য দারুণ উপকারী। টি ট্রি অয়েলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। সাধারণ জল কিংবা গোলাপ জলে দু’ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে দিন। এবার ওই জলে তুলো ডুবিয়ে নিন এবং ওটা সারা মুখে বুলিয়ে নিন। এই উপায়ে আপনি ব্রণ, র‍্যাশ, ফুসকুড়ির সমস্যা দূর করতে পারবেন।

৪) ব্রণর সমস্যা দূর করার ক্ষেত্রে অ্যাপেল সাইডার ভিনিগার দারুণ কার্যকর। এটি ত্বকের জ্বালাভাব, চুলকানি ইত্যাদি থেকে রেহাই দিতে সাহায্য করে। অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে অ্যান্টি-সেপটিক ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে। কয়েক অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে ত্বকের উপর বুলিয়ে নিন। এতে ত্বকের সমস্যা মিটে যাবে।

৫) বসন্তের আবহাওয়ায় ত্বকের যত্ন নিতে আপনি হলুদ ব্যবহার করতে পারেন। কাঁচা দুধে এক চিমটে কাঁচা হলুদের পেস্ট মিশিয়ে নিন। হলুদ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটি ত্বকের লাগিয়ে ১৫-২০ মিনিট রাখুন। এতে র‍্যাশ, ব্রণ, ফুসকুড়ির সমস্যা দূর হয়ে যাবে। আর আপনি পেয়ে যাবেন নিখুঁত ত্বক।