AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Valentine’s Day: প্রেমের দিনে ডেটে যাবেন বলে সাজছেন? ত্বকের কথা ভেবে এই ৬ ভুল এড়িয়ে চলুন

Skin Care Tips: আপনি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে সাজছেন, সেখানে সর্বপ্রথম আপনাকে নিজের খেয়াল রাখতে হবে। তাই এ দিন কোন ভুলগুলো এড়িয়ে চললে ভাল, রইল টিপস।

Valentine’s Day: প্রেমের দিনে ডেটে যাবেন বলে সাজছেন? ত্বকের কথা ভেবে এই ৬ ভুল এড়িয়ে চলুন
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 6:32 AM
Share

বাতাসে বসন্ত নয়, প্রেমের আমেজ। আজ ভ্যালেন্টাইন্স ডে। বাঙালির প্রেম দিবস না হলেও, আজকের দিনে বিশেষ কিছু প্ল্যান নিশ্চয়ই আপনারও রয়েছে। আর কিছু না হোক, প্রিয়জনের সঙ্গে ডিনার কিংবা মুভি ডেটের প্ল্যান হতে পারে। বিশেষ দিনে ডেটে যাওয়ার আনন্দে রূপচর্চায় ভুল করে ফেলবেন না যেন। প্রেমের দিন উপলক্ষ্যে নতুন ড্রেস পরবেন। আর তার সঙ্গে নিশ্চয়ই মেকআপও করবেন। কিন্তু মেকআপ করার সময় ছোট্ট ভুল করলে ,আপনাকে ত্বকের জন্য বড় মাশুল গুনতে হতে পারে। যেখানে আপনি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে সাজছেন, সেখানে সর্বপ্রথম আপনাকে নিজের খেয়াল রাখতে হবে। তাই এ দিন কোন ভুলগুলো এড়িয়ে চললে ভাল, রইল টিপস।

১) নতুন পণ্য ব্যবহার করবেন না

বিশেষ দিন উপলক্ষ্যে ত্বকে কোনও নতুন পণ্য ব্যবহার করবেন না। হতেই পারে সেই প্রসাধনী পণ্য আপনার ত্বকের জন্য উপযুক্ত নয়। এক্ষেত্রে ত্বকে র‍্যাশ, চুলকানি, ব্রণ বা অন্যান্য প্রতিক্রিয়া দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। আপনি দৈনন্দিন জীবনে যে সব প্রসাধনী পণ্য ব্যবহার করেন, সেগুলোই আজকেও ব্যবহার করুন।

২) অতিরিক্ত পণ্য ব্যবহার করবেন না

বিশেষ দিন উপলক্ষ্যে বেশি করে ময়েশ্চারাইজার, সিরাম কিংবা ফাউন্ডেশন মাখছেন, এমনটা একদম করবেন না। আপনার ত্বকের যেটুকু প্রয়োজন সেই অনুযায়ী পণ্য ব্যবহার করুন। তবে হ্যাঁ, ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার—এই তিনটে ধাপ কখনওই এড়িয়ে যাবেন না। আর যদি সকালে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন।

৩) অতিরিক্ত এক্সফোলিয়েশন একদম নয়

ঘন ঘন মুখ পরিষ্কারের অভ্যাস একদমই ভাল নয়। একই সঙ্গে ত্বক অতিরিক্ত এক্সফোলিয়েট করা উচিত নয়। ত্বকের উপর অত্যধিক পরিমাণে স্ক্রাব ব্যবহার করলে ব্রণ, ফুসকুড়ি ও শুষ্কভাবের সমস্যা দেখা দিতে পারে।

৪) সঠিক উপায়ে মেকআপ করুন

মেকআপ করার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের খেয়াল রাখুন। অতিরিক্ত পরিমাণে ফাউন্ডেশন ব্যবহার করবেন না। আর ফাউন্ডেশন যাতে ভাল করে ব্লেন্ড হয় সেদিকে খেয়াল রাখুন। একইসঙ্গে আই-ল্যাশ পরে কিংবা অতিরিক্ত হাইলাইটার মেখে ডেটে যাবেন না। মনে রাখবেন, আপনি ডেটে যাচ্ছেন, বিয়ের বাড়ি নয়। সুতরাং, জমকালো লুক তৈরি করার কোনও দরকার নেই।

৫) চুলের যত্ন নিন

হেয়ার স্টাইল করতে গিয়ে চুলের অতিরিক্ত তাপ প্রয়োগ করবেন না। এতে ভবিষ্যতে আপনাকেই ভুগতে হবে। চুলে যে কোনও স্টাইল করার আগে দেখে নিন সেটা আপনার লুকের সঙ্গে যাবে কি না এবং আপনার চুলের কোনও ক্ষতি করবে কি না। তবে, এ দিন আপনি হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এতে নরম ও কোমল চুল পাবেন।

৬) মেকআপ না পরিষ্কার করে ঘুমবেন না

ডেট থেকে ফিরে এসে অবশ্যই মেকআপ তুলবেন। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর আনন্দে মেকআপ না তুলে ঘুমিয়ে পড়লেই বিপদ। মেকআপ তুলতে খুব বেশি হলে ৫-৭ মিনিট সময় লাগবে। তবে মেকআপের উপর সরাসরি ক্লিনজার প্রয়োগ করবেন না। প্রথমে মেকআপ রিমুভার কিংবা নারকেল তেল মুখে লাগিয়ে নিন। তারপর ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছে নিন। এতে মেকআপ উঠে যাবে। এবার ডবল ক্লিনজিং পদ্ধতির মাধ্যমে মুখ ধুয়ে নিন। শেষে নাইট ক্রিম বা কোনও ময়েশ্চারাইজার মেখে ঘুমিয়ে পড়ুন।