শরীরের বিভিন্ন জায়গায় তিল কী বলছে আপনার সম্পর্কে?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 24, 2021 | 6:11 PM

কেউ কেউ মনে করেন, শরীরের তিল আসলে আপনার সম্পর্কে অনেক কিছু বলতে চায়। কিছুটা ভাল, কিছুটা মন্দ। আপনি মানুষটা কেমন, সেটাও বলে দিতে পারে। তা হলে মিলিয়ে নিন।

শরীরের বিভিন্ন জায়গায় তিল কী বলছে আপনার সম্পর্কে?
প্রতীকী ছবি

Follow Us

শরীরের একাধিক জায়গায় তিল থাকা সৌন্দর্যের চিহ্ন। ইংরেজিতে এর একটি মধুর নাম আছে—বিউটি স্পট। কারও ঠোঁটর কাছে, কারও গালে, গলায়, কোমরে…। কিন্তু আপনি কি জানেন, এই তিলের তাৎপর্য কী? কেউ কেউ মনে করেন, শরীরের তিল আসলে আপনার সম্পর্কে অনেক কিছু বলতে চায়। কিছুটা ভাল, কিছুটা মন্দ। আপনি মানুষটা কেমন, সেটাও বলে দিতে পারে। তা হলে মিলিয়ে নিন।

কপালে তিল—কাপলে তিল থাকা সৌভাগ্যের লক্ষণ। কপালের মাঝখানে তিল মানে আপনি খুব জ্ঞানী। দাম্পত্যেও নাকি সৌভাগ্য নিয়ে আসে কপালের তিল।

থুতনিতে তিল—অনেকে মনে করেন, থুতনিতে তিল থাকলে সেই ব্যক্তির মধ্যে মায়া-মমতা বেশি থাকে। শুধু তাই নয়, তাঁদের ধৈর্য্য শক্তি, সহ্য ক্ষমতাও হয় বেশি। এঁরা খুব তাড়াতাড়ি প্রেমে পড়েন। বেড়াতে যেতে ভালবাসেন। থুতনির ডানদিকে তিল থাকলে সেই ব্যক্তি নাকি কূটনৈতিক। বাঁ দিকে থাকলে ব্যক্তি স্পষ্ট বক্তা ও সৎ।

গালে তিল—লেখাপড়ায় মনযোগী হয় গালে তিল থাকা ব্যক্তি। সাহসী ও আন্তরিক হয় তাঁর স্বভাব। জাগতিক জিনিসে কোনও মোহ থাকে না তাঁর। পরিবারের প্রতি যত্নবান হন তিনি।

ঠোঁটে তিল—উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির ঠোঁটে তিল থাকতে পারে। খেতে ভালবাসেন, খুব শৌখিন মানুষ হতে পারেন। স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য রাখা বাঞ্ছনীয়।

নাকে তিল—আত্ম সম্মান সম্পর্কে ভীষণ সচেতন সেই ব্যক্তি, যাঁর নাকে তিল আছে। খুব ভাল বন্ধু হতে পারেন। অসম্ভব কর্মঠ। অল্পেই রেগে যান।

স্তনে তিল—স্নেহ পরায়ন মানুষ হন তাঁরা। সবসময় সন্তানের ভাল চিন্তা করেন। তাঁদের জীবনে প্রচুর এনার্জি।

পেটে তিল—পেটে তিল থাকাকে শুভ মনে করা হয়। নাভির থেকে তিলের দূরত্ব যত কাছে হবে, ততই শুভ। এই মানুষরা কিন্তু খানিক হিংসুটে হন।

হাতে তিল—কর্মঠ মানুষের হাতে তিল থাকে। এঁরা খুব প্রতিভাবান মানুষ হন। জীবনে খুব সফল হন।

পাতের পাতায় তিল—পায়ের পাতায় তিল থাকা মানে পায়ের তলায় সর্ষে। বেড়াতে যেতে ভীষণ ভালবাসেন। ভাল কাজের জন্য মানুষ এঁদের মনে রাখেন। অনেকেই আদর্শ জীবন সঙ্গী পান। অনেকসময় আর্থিক সমস্যায়ও পড়েন।

আরও পড়ুনঘরোয়া টোটকা মেনে দূর করুন চোখের তলার কালচে ভাব

Next Article