Tomato Face Pack: রোদে পোড়া মুখে ফেসিয়াল না করিয়ে টমেটো মাখুন, ত্বকে দিয়ে সোনা ঝরবে
Tan Removal Pack: রোদের যা তেজ ছাতা ছাড়া বেরোলে ট্যান পড়তে বাধ্য। ফুল হাতা জামা না পরে সাইকেল-বাইক চালালে হাত পুড়ে যাচ্ছে। সানস্ক্রিন ত্বককে সূর্যের ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে। কিন্তু ট্যানকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে পারছেন না। রোদে পোড়া দাগ পুরো সৌন্দর্যকেই নষ্ট করে দেয়।

রোদের যা তেজ ছাতা ছাড়া বেরোলে ট্যান পড়তে বাধ্য। ফুল হাতা জামা না পরে সাইকেল-বাইক চালালে হাত পুড়ে যাচ্ছে। সানস্ক্রিন ত্বককে সূর্যের ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে। কিন্তু ট্যানকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করতে পারছেন না। রোদে পোড়া দাগ পুরো সৌন্দর্যকেই নষ্ট করে দেয়। ট্যান তুলতে অনেকেই পার্লারে ছোটেন। কিন্তু ফ্রিজে যদি টমেটো থাকে, তাহলে পার্লারের খরচ বেঁচে যায়। এমনকি ডি-ট্যান প্যাক কেনারও দরকার পড়ে না। টমেটো দিয়ে দূর করা যায় সান ট্যান এবং ত্বকে জেল্লা বাড়ে। ত্বকের যত্নে কীভাবে টমেটো ব্যবহার করবে, রইল টিপস।
টমেটো ও মধু: টমেটো পেস্ট করে নিন। এতে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এবার এই ফেসপ্যাকটি মুখে মেখে নিন। মিনিট কুড়ি রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের শুষ্কতা দূর করে। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।
টমেটো ও ওটমিল: টমেটো পেস্ট করে নিন। এতে ওটসের গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি দিয়ে ত্বকের উপর ভাল করে স্ক্রাব করুন। এরপর ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস স্ক্রাব ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করে দেবে। সংবেদনশীল ত্বকের জন্য ভীষণ উপকারী টমেটো ও ওটমিল ফেসপ্যাক।
টমেটো ও লেবুর রস: টমেটোর পেস্টের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের উপর লাগিয়ে ১৫ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক ত্বক থেকে ব্রণ ও দাগছোপ তুলে দেবে। কিন্তু সংবেদনশীল ত্বকে ভুলেও এই ফেসপ্যাক ব্যবহার করবেন না।
টমেটো ও টক দই: টক দই ত্বক থেকে ট্যান তুলতে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। টমেটোর পেস্টের সঙ্গে টক দই ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। মুখের পাশাপাশি হাত-পায়ে টমেটোর ফেসপ্যাক মাখতে ভুলবেন না। এই ফেসপ্যাক ত্বকের উপর ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ফিরবে ত্বকের হাল।
