Patanjali: দাঁতের খেয়াল রাখবে দন্তকান্তি! আন্তর্জাতিক স্তরে ‘নাম উঠল’ পতঞ্জলির
Patanjali: বিশেষজ্ঞরা বলছেন, টুথপেস্ট তৈরিতে যে ধরনের রসায়নিক পদ্ধতি ব্যবহার করে সংস্থাগুলি, তা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। এমন পরিস্থিতি উপায় কী?

নয়াদিল্লি: কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। প্রতীকী অর্থে ব্যবহার হলেও, দাঁতের স্বাস্থ্য ক্ষেত্রে এই একই আচরণ করে থাকেন অনেকেই। দাঁতের যে কোনও ছোট-খাটো সমস্যাকে এড়িয়ে যাওয়া। রসায়নিকে ভরা টুথপেস্ট ব্যবহার। সব মিলিয়ে মারি, পেট ও দিন শেষে দাঁতেরও ক্ষতি।
অনেকেই দিনে তিন বেলা দাঁত মেজেও নানা দাঁতের সমস্যায় ভুগে থাকেন। এর একমাত্র কারণ, বর্তমানে বাজারে সস্তায় মেলা রসায়নিক পদ্ধতিতে তৈরি টুথপেস্ট। বিশেষজ্ঞরা বলছেন, টুথপেস্ট তৈরিতে যে ধরনের রসায়নিক পদ্ধতি ব্যবহার করে সংস্থাগুলি, তা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হতে পারে। এমন পরিস্থিতি উপায় কী? উপায় একটাই আয়ুর্বেদের মাধ্যমে তৈরি টুথপেস্ট। আর আয়ুর্বেদ মানেই পতঞ্জলি।
আন্তর্জাতিক মাল্টি ডিসপ্লে এডুকেশন রিসার্চ জার্নালের একটি প্রতিবেদন অনুযায়ী, বাজারে বিক্রি হওয়া অন্যান্য টুথপেস্টগুলির তুলনায় দন্তকান্তির গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। দাঁত মজবুত করা থেকে শুরু করে মুখের স্বাস্থ্য সব দিকেই নজর রাখে এই দন্তকান্তি।
দন্তকান্তি যে অন্যান্য টুথপেস্টের থেকে অনন্য সেই কথা মানছেন ক্রেতারাও। পতঞ্জলির ৪১ শতাংশ ক্রেতা নিজেদের জন্য দন্তকান্তি টুথপেস্ট ব্যবহার করে থাকেন। যার মধ্যে ৩০ শতাংশ নিজেদের সিদ্ধান্তে এই দন্তকান্তি টুথপেস্ট কিনে থাকেন। বাকি ১১ শতাংশ কিনে থাকেন অভিভাবকদের পরামর্শে। নেই কোনও পারিপার্শ্বিক প্রতিক্রিয়া। নেই কোনও ভয়।

