
দিওয়ালির আলোয় ঘর ঝলমল করে ওঠে। কিন্তু শুধু আলোর ঝলক নয়, সেই আলোতে যদি মিশে যায় মৃদু, মনভরা সুগন্ধ, তা হলে উৎসবের মেজাজ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। দোকানে পাওয়া নানা রকম সুগন্ধিযুক্ত মোমবাতির দাম যেমন বেশি, তেমনই কেমিক্যালের ব্যবহার করা হয় তাতে। তাই এ বার নিজের হাতে বানিয়ে ফেলুন প্রাকৃতিক উপকরণে সুগন্ধি মোমবাতি (Scented Candle), একেবারে ঘরোয়া পদ্ধতিতে।
সয়া ওয়াক্স বা প্যারাফিন ওয়াক্স – মোম তৈরির মূল উপাদান, এসেনশিয়াল অয়েল – ল্যাভেন্ডার, রোজ, জেসমিন বা ভ্যানিলা, নিজের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। কটন উইক (সুতোর সলতে) – এটি বাজারে সহজলভ্য, গ্লাস জার বা ছোট বাটি – সঠিক আকৃতি দেওয়ার জন্য। রং (ইচ্ছে হলে) – এক্ষেত্রে খাবার রং (ফুড কালার) বা ক্রেয়নের টুকরো ব্যবহার করা যেতে পারে। ডাবল বয়লার বা মাইক্রোওভেন সেফ বোল – মোম গলানোর জন্য।
ডাবল বয়লার পদ্ধতিতে ধীরে ধীরে ওয়াক্স গলিয়ে নিন। একদম ফুটতে দেবেন না, শুধু গলে যাওয়া পর্যন্ত গরম করতে হবে।
মোম একটু ঠান্ডা হলে তাতে কয়েক ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল ও রঙ মিশিয়ে নিন। অতিরিক্ত অয়েল দিলে মোমবাতি ঠিকভাবে জ্বলবে না।
গ্লাস জার বা ছাঁচের মাঝখানে সলতেটি সেট করে দিন। চাইলে সলতের মাথা ধরে রাখতে কাঠি ব্যবহার করতে পারেন।
ধীরে ধীরে গলানো মোম ঢালুন যাতে তার মধ্যে ফেনা না হয়। ঠান্ডা হতে দিন অন্তত ৪-৫ ঘণ্টা।
পুরোপুরি শক্ত হলে সলতের অতিরিক্ত অংশ কেটে দিতে হবে। চাইলে উপরে শুকনো ফুল বা দারচিনির টুকরো বসিয়ে দিন সাজানোর জন্য।
এটি রাসায়নিকমুক্ত ও পরিবেশবান্ধব। ঘরের সাজে নতুনত্ব আনে। প্রিয়জনকে উপহার হিসেবেও দিতে পারেন। পছন্দমতো ঘ্রাণ ও রঙ বেছে নেওয়ার স্বাধীনতা থাকছে।
দিওয়ালি শুধু আলোর উৎসব নয়, ভালবাসা আর ইতিবাচকতারও প্রতীক। তাই এ বার ঘরকে সাজান নিজের হাতে বানানো সুগন্ধিযুক্ত মোমবাতিতে। আলো ছড়াক, সুবাস ভরে যাক, আর ঘরে ঘরে থাকুক আনন্দের মিষ্টি আবেশ।