TV9 বাংলা ডিজিটাল: কখনও একটা বড় ঝুমকো (earing), কখনও বা কানপাশা, আবার কখনও ছোট্ট হিরের নকশা করা দুল বদলে দিতে পারে আপনার সাজ। কানের গয়না পরতে যাঁরা ভালবাসেন, তাঁদের সংগ্রহে হরেক রকম ডিজাইনের দুল নিশ্চয়ই রয়েছে। এক একটা তোলা থাকে এক একটা অনুষ্ঠানের জন্য। কোনওটা হয়তো শখ করে কিনেছিলেন কোনও মেলা থেকে। কোনওটা আবার বিয়েতে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে।
কিন্তু কখনও এমন কনফিউশনও হতে পারে, কোন পোশাকের সঙ্গে কেমন কানের দুল মানাবে। সে কারণেই আপনাদের জন্য আজ সাজেশন হিসেবে দেওয়ার চেষ্টা করব পাওলি দামের (Paoli Dam) কিছু লুক। প্রতিটি সাজের সঙ্গে মানানসই কানের দুল চোখে পড়ার মতো। চাইলে এমন লুক ট্রাই করতে পারেন আপনিও।
আরও পড়ুন, আলিয়ার সাজেশনে বিয়ের ফ্যাশন করতে পারেন আপনিও
১) এই ছবিতে দেখুন, পাওলি ব্রাইডাল কালেকশন পরেছেন। ভারী নেকলেস, লম্বা সীতাহার, হাতে কঙ্কন। খোলা চুলের সাজে ঢেকেছে কান। কানের দুল এখানে হাইলাইট করা হয়নি। গলার গয়না ভারী হওয়ায় কানে পরেছেন ছোট দুল।
২) দ্বিতীয় ছবিতে সিল্ক শাড়ি, খোলা চুলের নায়িকা। কানে বড় ঝুমকো পরেছেন। সে জন্যই গলায় কোনও গয়না নেই। হাতেও শুধুমাত্র ঘড়ি পরেছেন। কারণ কানের দুলের দিকেই সকলের নজর যাবে।
আরও পড়ুন, করিনা, অনুষ্কার প্রেগন্যান্সি ফ্যাশন ফলো করতে পারেন আপনিও
৩) তৃতীয় ছবিতে পাওলির পরনে ওয়েস্টার্ন আউটফিট সঙ্গে খোলা চুলের সাজ। কানে অর্ধচন্দ্রাকৃতি আকারের কস্টিউম জুয়েলারি পরেছেন তিনি। গোল্ডেন এবং ব্ল্যাক দিয়ে কাজ করা এই দুলই হয়ে উঠেছে তাঁর স্টাইল স্টেটমেন্ট।
৪) চতুর্থ ছবিতে গোল্ডেন শাড়ির সঙ্গে খোঁপায় জুঁই ফুলের সাজে সেজেছেন পাওলি। কানে রয়েছে পাশা। এই কস্টিউম জুয়েলারি তাঁর শাড়ির সঙ্গে মানানসই।
আরও পড়ুন, শীতের আগে ঘরোয়া ভাবে কীভাবে চুলের যত্ন নেবেন?
৫) পঞ্চম ছবিতে দিলখোলা পাওলির পরনে ট্র্যাডিশনাল শাড়ি। স্লিভলেস ব্লাউজ। আর কানের বড় পাশা-ঝুমকো আলাদা স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছে। নিজস্ব স্টাইলেই নতুন ফ্যাশনের হদিশ দিলেন পাওলি। ট্রাই করবেন নাকি?