AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন? এটা খান নিয়মিত

এই সময় যদি ত্বকের ঠিকঠাক যত্ন না করা হয়, তাহলে ত্বকে বলিরেখা পড়তে পারে। এমনকী, খুব অল্প বয়সেই শরীরে একটা বুড়োটে ভাব চলে আসে। তাই সময় শুধু ক্রিম মাখলেই চলবে না। অনেক সময় বাজার থেকে কেনা ক্রিমেই বিপত্তি আরও বাড়ে। উপকারের বদলে, অপকারই হয় বেশি। কী করবেন?

বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন? এটা খান নিয়মিত
| Updated on: Nov 14, 2025 | 7:17 PM
Share

সিজন চেঞ্জের ফলে ত্বকে নানারকম সমস্যা দেখা যায়। যেমন, শীত থেকে গরমে পা দিলেই ত্বক শুষ্ক হয়ে যায়। চামড়ায় টান অনুভব হয়। এই সময় যদি ত্বকের ঠিকঠাক যত্ন না করা হয়, তাহলে ত্বকে বলিরেখা পড়তে পারে। এমনকী, খুব অল্প বয়সেই শরীরে একটা বুড়োটে ভাব চলে আসে। তাই সময় শুধু ক্রিম মাখলেই চলবে না। অনেক সময় বাজার থেকে কেনা ক্রিমেই বিপত্তি আরও বাড়ে। উপকারের বদলে, অপকারই হয় বেশি। কী করবেন?

নিয়মিত রূপচর্চাতেও সমস্য়ার সমাধান হবে না। ত্বক তথা শরীরকে সতেজ রাখতে সঠিক পরিমাণে ভিটামিন খাওয়া দরকার। আর ত্বককে সতেজ রাখতে সবচেয়ে ভালো কাজ করে ভিটামিন সি।

ভিটামিন সি-এ রয়েছে প্রচুর পরিমাণে অ্য়ান্টি অক্সিডেন্ট। অ্য়ান্টি অক্সিডেন্ট ত্বকের পক্ষে খুবই কার্যকরী। এতে ত্বক উজ্জ্বল হয়। শুষ্কতাও কমে।

ভিটামিন সি শরীরে কোলাজেনের মাত্রা বাড়ায়। যা ত্বককে নরম করে এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে। এর ফলে শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না।

ভিটামিন সি খেলে রোদে পোড়া ত্বকের সমস্য়ায় মেটে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে এবং ভিটামিন সি খেলে চরম গরমেও ত্বক থাকবে ঝকঝকে।

নিয়মিত ভিটামিন সি সিরাম লাগাতে পারেন। এক্ষেত্রে বাইরে থেকে বাড়ি ফিরে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। তারপর ভিটামিন সি ভালো করে মুখে লাগিয়ে হালকা হাতে মাসাজ করুন। এর কিছুক্ষণ পর ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। নিয়মিত এটি করুন। দেখবেন, ত্বক একেবারে ঝকঝকে হয়ে উঠবে।