Wedding Saree: বিয়ের মরশুমে শাড়ি বাছতে মাথায় হাত! আজ তাই বিশেষ টিপস রইল শ্যালিকা-ননদ আর বন্ধুদের জন্য
Hakoba: হাকোবা ব্লাউজ এখন ফ্যাশনে ইন। বিয়েবাড়ির সকাল কিংবা সন্ধ্যায় এই হাকোবার সঙ্গেই পরুন সিল্ক কিংবা চান্দেরি...
চলছে বিয়েবাড়ির মরশুম। গত বছর করোনার দাপটে ভাটা পড়েছিলন সামাজিক অনুষ্ঠানে। মালা-পার্বণ থেকে বিয়ের অনুষ্ঠান প্রায় কোনও কিছুই সাড়ম্বরে পালন করা হয়নি। এছাড়াও নিমন্ত্রিতের সংখ্যা ছিল নিয়ন্ত্রিত। সংক্রমণের ভয়ে অনেকেই এড়িয়ে যাচ্ছিলেন আমন্ত্রণও। তবে এবার সেই চিত্রে এসেছে খানিক বদল। মানুষ ভরসা করে বাইরে বেরোচ্ছেন। কিন্তু পুজোর ভিড়ে সংক্রমণের লাল চোখ দেখেছিলেন বিশেষজ্ঞরা।
আবারও আশঙ্কা করা হচ্ছে তৃতীয় ঢেউয়ের। ওমিক্রন থাবা বসিয়েছে ভারতেও। কাজেই যাবতীয় সতর্কতা বিধি মেনেই সামিল হতে হবে এসব আনন্দ অনুষ্ঠানে।
আজকাল কাজের চাপে কারোরই সেভাবে দেখা সাক্ষাৎ এর সুযোগ থাকে না। বিয়েবাড়ি মানেও অনেক দিন বাদে বন্ধুদের সঙ্গে দেখা সেই সঙ্গে দেদার আড্ডা। সাজগোজ তো আছেই। যার বিয়ে অর্থাৎ পাত্র-পাত্রীর বিষয়টা আলাদা। তাঁরা কোনদিন কেমন পোশাক পরবেন তা মোটামুটি ছকে বাঁধা। কিন্তু সমস্যায় পড়েন কাছের বন্ধুরা। বরের দিদি, কনের বোন, বন্ধু আত্মীয়রা এঁরা কোনদিন কেমন পোশাক পরবেন তা ঠিক করতেই যেন হিমশিম খান। অনুষ্ঠানও তো নেহাত কম নয়। আইভুড়োভাত, সঙ্গীত, গায়েহলুদ, বিয়ে, রিসেপশন- সব মিলিয়ে পাঁচ জোড়া পোশাকের ধাক্কা।
শাড়ি, লেহঙ্গা, সালোয়ার কুর্তায় ভাগাভাগি হলেও সমস্যা হয় কোন রঙের পোশাক রকবেন তা নিয়ে। গায়ে হলুদে কনের সঙ্গে রং মিলিয়ে হলুদ পোশাক পরলেও অন্যান্য দিনের অনুষ্ঠানে রং বাছাই খুব গুরুত্বপূর্ণ। কারণ বিয়েবাড়ির থিমের উপর নির্ভর করে হয় রং বাছাই। আর সুন্দর রঙের পোশাক হলে যেমন দেখতে ভাল লাগে তেমনই কিন্তু ছবিও ভাল আসে।
কাকে কেমন রং মানাবে তা অবশ্যই আগে যাচাই করে নেবেন। কেউ একটা ম্যাজেন্টা রং পরছেন বলে যে আপনাকেও তাই পরতে হবে এর কিন্তু কোনও অর্থ নেই। তাই রইল কিছু টিপস। আপনিও এমন রঙের শাড়ি বেছে নিতে পারেন আপনার বিয়েবাড়ির জন্য।
বেশ কিছুদিন ধরেই ফ্যাশনে ইন গোল্ডেন। আর তাই এই বিশেষ দিনে রাতে পরার জন্য গোলেন্ডেন শাড়ি বাছতেই পারেন। তসরের উপর এই গোল্ডেন রং দেখতে কিন্তু বেশ লাগে। সঙ্গে পরুন মানানসই গয়না। ঝুটা ঝুমকো কিন্তু বেশ ভাল লাগে সোনালি রঙের শাড়ির সঙ্গে। ননদরা কিন্তু সোনালি রঙের সিল্কের শাড়ি বেছে নিতেই পারেন।
নীল রং সব সময় হিট। সন্ধ্যের অনুষ্ঠানে বেছে নিতে পারেন নীল রঙের এই শাড়ি। নীল সিল্ক, বেনারসি কিংবা চান্দেরি বাছতে পারেন। যদি সিল্ক পরেন তাহলে পরতে পারেন হাকোবা ব্লাউজ। এছাড়াও নীল বেনারসি হলে তার সঙ্গে সিল্কের নীল ব্লাউজও কিন্তু দেখতে ভাল লাগে। এরকম শাড়ি হলে গয়না একদম সাধারণ রাখুন।
পার্পলের সঙ্গে গোল্ডেন গহত তিন বছর ধরে বেশ চলছে। সিল্কের শাড়িতে এই কম্বিনেশন দেখতে বেশ লাগে। কনের বন্ধু কিংবা বরের বন্ধুরা এই রঙের শাড়ি বাছতেই পারেন।
পিঙ্কের উপর ফ্লোরাল প্রিন্ট কিংবা ফুশিয়া পিঙ্ক এখন ফ্যাশনে ইন। এছাড়াও প্যাস্টেল শেডে পিঙ্কের লেহঙ্গাও কিন্তু দেখতে বেশ লাগে। মনেহেন্দি কিংবা সঙ্গীতের অনুষ্ঠানে কনের বন্ধু বা দিদি হিসেবে আপনি এই রং বাছতেই পারেন। এছাড়াও রিসেপশনে বেশ ভাল লাগে হালকা পিংক।
আরও পড়ুন: Winter fashion: শীত মানেই শুকনো নয়, ফ্যাশনে থাক রঙও…