Winter fashion: শীতের দিনে সেলেবদের প্রিয় সোয়েটশার্ট থাকুক আপনার ওয়্যার্ড্রোবেও! এবারে সবচেয়ে বেশি ট্রেন্ডি কোনটি?

Trendy Sweatshirts: বর্তমানে বিভিন্ন শপিংমলে এই সোয়েট শার্টের দুরন্ত সব শেডস ও ডিজাইন পাওয়া যায়। তবে সেলেবদের স্টাইল ও ফ্যাশন ফলো করলে সেই পোশাকের কদর বেড়ে যায় তুলনামূলক বেশি।

Winter fashion: শীতের দিনে সেলেবদের প্রিয় সোয়েটশার্ট থাকুক আপনার ওয়্যার্ড্রোবেও! এবারে সবচেয়ে বেশি ট্রেন্ডি কোনটি?
ভিকি কৌশল ও দীপিকা পাড়ুকোন
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2022 | 6:22 PM

ডিসেম্বরের গোড়ার দিক থেকেই সকলের মনে প্রশ্ন জেগেছিল, কবে জাঁকিয়ে শীত পড়বে? কনকনে ঠান্ডার দিনের মজা এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন আমজনতা। কোথায় একটু গরম আঁচ পাওয়া যায়, তারই সন্ধানে শীতকাতুরেরা। তবে শীত ঋতু যাঁদের প্রিয়, তাঁদের জন্য সেরা সময় এটাই। পছন্দের শীতের পোশাকে নিজেকে সাজাতে ওয়্যারড্রোব থেকে সুন্দর সুন্দর শোয়েটার, পাফ জ্যাকেট, সোয়েটশার্ট বের হওয়ার কথা। শীতের মরসুমে সবচেয়ে বেশি আরামদায়ক ও ট্রেন্ডি পোশাকগুলির মধ্যে সোয়েটশার্ট, হুডি। বর্তমানে বিভিন্ন শপিংমলে এই সোয়েট শার্টের দুরন্ত সব শেডস ও ডিজাইন পাওয়া যায়। তবে সেলেবদের স্টাইল ও ফ্যাশন ফলো করলে সেই পোশাকের কদর বেড়ে যায় তুলনামূলক বেশি।

সময়ের সঙ্গে সঙ্গে সোয়েট শার্টেরও বদল এসেছে। আরামদায়ক, ফ্যাশনেবল, স্টাইলিশ সবকিছুই হতে হবে দুরন্ত। ব্যক্তি বিশেষে এই সোয়েট শার্টের চাহিদা বেড়ে যায়। আপনার ওয়্যার্ড্রোবে এই ৫ স্টাইলের সোয়েট শার্টগুলি রয়েছে কিনা দেখুন।

১. ক্রুনেক সোয়েট শার্ট: খুব সাধারণ সোয়েট শার্ট স্টাইলের মধ্যে অন্যতম এই ক্রুনেট সোয়েটশার্ট। হালকা ঠান্ডায় এমন স্টাইলের সোয়েট শার্ট বেশ আরামদায়ক। লুজ-ফিটিং, ক্যাজুয়াল লুকের জন্য পারফেক্ট শীতের পোশাক। কলারলেস, লং স্লিভসের এই সোয়টশার্ট বিভিন্ন ধরনের ও মাপের পাওয়া যায়। ওভারসাইজড, স্লিভলেস ও শর্ট-স্লিভড ডিজাইনের সোয়েটশার্ট পাওয়া যায়।

২. হুডি: হুড-ওয়ালা ডিজাইনের সোয়েট শার্ট এখন সবচেয়ে বেশি ট্রেন্ডি। জিপার্ড বা ড্রস্ট্রিং গলার ডিজাইনের এই স্টাইলের সোয়েট শার্ট বাজারে পাওয়া যায়। ঝলমলে ও চমকদার রাতের জন্য এই হুড সোয়েটশার্ট দারুণ মানানসই। পলিস্টার, সুতির তৈরি হুডি পরে স্টাইলের পথে হাঁটতেই পারেন। তবে কনকনে ঠান্ডায় নয়, হালকা শীতে মোটা হুডি বেশ আরামদায়ক।

৩. পুলওভার: কতকটা হুডির মতোই, কিন্তু এতে কোনও চেইন বা বাটন থাকে না। ক্যাজুয়াল সিম্পল লুকের জন্য টিশার্টের উপর এই পুলওভার সোয়েট শার্ট ব্যবহার করতে পারেন। কনকনে শীতের দিনে শরীরকে গরম রাখতে পুলওভারের থেকে বিকল্প কিছু হয় না।

৪. জিপার্ড: জিপার হুডি এখন ট্রেন্ডি শীতের পোশাকের মধ্যে অন্যতম। ফুল-লেনদ বা আংশিক জিপার স্টাইলের সোয়েট শার্ট বেশ জনপ্রিয়। গলা থেকে কোমর পর্যন্ত এই স্টাইলের সোয়েট শার্ট পুরুষ থেকে মহিলা সকলেরই প্রিয়। খুব সহজে গায়ে ব্যবহার করা যায় এই শীত পোশাক। নানা রঙের এই সোয়েট শার্ট হুডেড ও নন-হুডেড হিসেবে পাওয়া যায়। আবার জিপার সোয়েট শার্ট হিসেবেও বাজারে পাওয়া যায়।

৫. ফ্লিসে: লোমশ, আরামদায়ক, মোটা শীতপোশাক হিসেবে পরিচিত এই সোয়েট শার্ট। শীতকালে এমন আরামদায়ক পোশাক সত্যিই জনপ্রিয়। রেগুলার সোয়েট শার্ট হিসেবে বিভিন্ন ডিজাইনের ও রঙের ফ্লিসে সেলেবদেরও খুব প্রিয়। পার্টি, নাইট পার্টি বা ঘরোয়া অনুষ্ঠানেও এই ধরনের শীতপোশাক বেশ আকর্ষণীয়।