Types of Bags: প্রতিটি মহিলারই এই ৫ ধরনের ব্যাগ নিয়ে কিছু তথ্য জেনে রাখা উচিত!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 08, 2021 | 9:46 PM

পোশাকের সঙ্গে ম্যাচিং ব্যাগ নেওয়া তো ফ্যাশনের একটি অংশ। তবে শীতের সময় কোন ব্যাগ কিসের সঙ্গে নিলে ফ্যাশনেবল ও স্মার্ট লুক এনে দিতে পারে, তা দেখে নিন এখানে...

Types of Bags: প্রতিটি মহিলারই এই ৫ ধরনের ব্যাগ নিয়ে কিছু তথ্য জেনে রাখা উচিত!
ছবিটি প্রতীকী

Follow Us

বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গেলে একটি স্লিং ব্যাগ কাঁধে থাকা চাই। কিন্তু কোথাও আউটিং বা অফিসে যাওয়ার জন্য চাই আলাদা ব্যাগ। কারণ মহিলাদের ব্যাগ মানে পুরো সংসারের যাবতীয় জিনিস সেখানে ঠাঁই না পেলে সেটি ব্যাগ-ই নয়। আবার শীতকালে ব্যাগের বহরটা আবার বেড়ে যায়। স্লিং বা হ্যান্ডব্যাগ থেকে তা টোটে ব্যাগে পরিণত হয় যায়। ব্য়াগ এমনই একটি জিনিস, যেটির সঙ্গে মানুষের মানসিক একটি সম্পর্ক জড়িয়ে রয়েছে।

পোশাকের সঙ্গে ম্যাচিং ব্যাগ নেওয়া তো ফ্যাশনের একটি অংশ। তবে শীতের সময় কোন ব্যাগ কিসের সঙ্গে নিলে ফ্যাশনেবল ও স্মার্ট লুক এনে দিতে পারে, তা দেখে নিন এখানে…

ক্রসবডি ব্যাগ- শীতের মরসুমে এমন একটি ব্যাগের দরকার, যেটি কাঁধের জন্য বেশ আরামদায়ক হবে। তার মধ্যে ক্রসবডি ব্যাগ বেশ আরামদায়ক। শরীর জুড়ে কবেশ ভারিক্কি ভাব আনলেও সব পোশাকের সঙ্গেই ভালো দেখায়। গ্ল্যামারাস লুকের জন্যও এই ব্যাগ ব্যবহার করতে পারবেন।

হ্যান্ডেল ব্যাগ- শীতের দিনগুলিতে ভারী কোট বা জ্যাকেটের সঙ্গে এই ধরণের ব্যাগ বেশ মানানসই। আপনি চাইলে টপ হ্যান্ডেল ব্যাগ হিসেবেও ব্যবহার করতে পারেন। এটি নিতেও যেমন সুবিধাজনক, তেমনি ব্যাগের মধ্যে অনেক জিনিসই রাখা সম্ভব হয়।

টোটে ব্যাগ- এই ব্যাগ যে কোনও স্টাইলিস পোশাকের সঙ্গেই মানানসই। বিভিন্ন লেদারের, বিভিন্ন কাপড়ে দিয়ে নানান প্যাটার্নে ও বৈচিত্রের বেছে নিতে পারেন। রয়েছে বহু রঙেরও। একটি টোটে ব্যাগের মধ্যে আপনার সমস্ত প্রয়োজনীয় জিনিস বহন করতে পারেন।

ক্লাচ- বিয়ের মরসুমে বা পার্টিতে এই ধরনের ছোট ব্যাগ বেশ স্মার্ট লুক এনে দেয়। শীতের উত্‍সবে সানডে ব্রাঞ্চের জন্য বা বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনার ডেটে গেলে সুন্দর সুন্দর ক্লাচ ব্যবহার করতে ভুলবেন না যেন ।

স্যাডল ব্যাগ- ফ্যাশনের মধ্যে যাঁরা একটু হলেও খবর রাখেন, তাতে এই ধরনের ব্যাগ বর্তমানে বেশ ট্রেন্ডিং। স্মার্ট ও বিলাসবহুল দেখার জন্য এই ব্য়াগের কদর রয়েছে।

আরও পড়ুন: Vickat wedding: বিয়ের দিন কোন ডিজাইনারের পোশাকে সাজবেন এই তারকা-জুটি!

Next Article