Ditipriya Roy: নদীর ধারে নির্জন প্রান্তে বর্ষা যাপন দিতিপ্রিয়ার, সাদা-কালোতেই আঁকলেন আষাঢ়ের জলছবি
Black And White Fashion: দিতিপ্রিয়া তাঁর যে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন সেই সব কয়েকটি ছবিই নজরকাড়া। সদ্য দিতিপ্রিয়ার একটি ছবি দেখা গিয়েছে খুব সাধারণ সাদা-কালো শাড়ি আর ফুলস্লিভ কালো টপে। খুব সাধারণ ভাবেই শাড়িটি গায়ে জড়িয়ে নিয়েছেন তিনি
অনেকটা দিন পর কাজের থেকে ছুটি পেয়ে মায়ের সঙ্গে বেড়াতে গেলেন দিতিপ্রিয়া। কখনও বর্ষার নীল আকাশকে সঙ্গী করে নৌকায় ভেসে আবার কখনও মেঘলা দিনে নদীর ধারে একান্তে ছুটি কাটাচ্ছেন তিনি। মা-মেয়েতে যে খুনসুটি বেশ জমেছে তা বলার অপেক্ষা থাকে না। মা মেয়ের সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছেন। আর ক্যাজুয়াল রানিমার সেই সব ছবি দেখে চোখ ফেরাতে পারছেন না তাঁর ফ্যানেরা। নৈকোবিহারের সময় ছাই রঙের থ্রি কোয়ার্টার টপ আর প্রিন্টেড ধোতি প্যান্টে পোজ দিলেন। পাশে সানগ্লাস খুলে রাখা। গলায় এক ছড়া লম্বা হার। না কোনও মেকআপ নেই সামান্য কাজল ছাড়া। আর এই স্বল্প মেকআপেই দিব্যি সুন্দর করে অবসরের পোজ দিলেন পর্দার রানিমা। আর দারুণ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দী হল।
দিতিপ্রিয়া একেবারেই সাজতে ভালবাসেন না। বরং সব সময় সাধারণ কুল লুকেই দেখা যায় তাঁকে। সাদা-কালো কম্বিনেশনে একাধিকবার দেখা গিয়েছে তাঁকে। দিতিপ্রিয়ার পছন্দের পোশাকের মধ্যে রঙের তেমন আধিক্য থাকে না। হাতে এখন অনেক কাজ তাঁর। আপাতত ওটিটি আর বড় পর্দাতেই মন দিয়েছেন তিনি। সামনেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবির শ্যুটিং। আর তাই তার আগে রিল্যাক্স করতেই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি।
দিতিপ্রিয়া তাঁর যে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন সেই সব কয়েকটি ছবিই নজরকাড়া। সদ্য দিতিপ্রিয়ার একটি ছবি দেখা গিয়েছে খুব সাধারণ সাদা-কালো শাড়ি আর ফুলস্লিভ কালো টপে। খুব সাধারণ ভাবেই শাড়িটি গায়ে জড়িয়ে নিয়েছেন তিনি। সঙ্গের অ্যাকসেসরিজও চমৎকার। সঙ্গে অবস্য কালো রঙের ছোট্ট একটা টিপ আর চোখে কাজল দিয়ে আঁকতে ভোলেননি। ছবির ক্যাপশনে লিখেছেন- আনন্দে বিষাদে মেশা ,সেই নয়নের নেশা তুমি তো জান না তাহা, আমি তাহা জানি। তাঁর চোখ, তাঁর এক্সপ্রেশনই কত কথা বলে। অতিরিক্ত আর কিছু বলার প্রয়োজনও পড়ে না। তাঁর ছবি দেখে মুগ্ধ ভক্তরাও। প্রশংসিত তাঁর এই ভিন্টেজ লুক।