Mishmee Das: এই বাঙালি নায়িকা বিকিনি বডিতে অনায়াসে টেক্কা দেবেন যে কোনও হলিউড স্টারের সঙ্গে

Hot and Bold Look: ওজন ঝরিয়ে মিশমি এখন ভীষণ রকম স্লিম অ্যান্ড ট্রিম। বলা ভাল পারফেক্ট বিকিনি বডি তৈরি করেছেন তিনি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে নিজের বিকিনি পরা কিছু ছবি শেয়ার করেছেন

Mishmee Das: এই বাঙালি নায়িকা বিকিনি বডিতে অনায়াসে টেক্কা দেবেন যে কোনও হলিউড স্টারের সঙ্গে
কেমন লাগছে মিশমিকে
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 12:30 PM

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি।  একটা সময় তাঁকে একটানা দেখা গিয়েছিল মুখ্য চরিত্রে। শারীরিক সমস্যার কারণে বেশ কিছুদিন অভিনয় থেকে বিরতিও নিয়েছিলেন। আর এখন খলনায়িকার চরিত্রতেই বেশি দেখা যায় তাঁকে। তাঁর অভিনয়ে বুঁদ বাংলার দর্শক। তিনি মিশমি রায়। বাংলা টেলিভিশনে তাঁর রাজ বেশ কয়েক বছর ধরে। এখন অবশ্য অন্তরার চরিত্রে অভিনয় করে তিনি ঢুকে পড়েছেন আপামর বাঙালির ড্রইং রুমে। নিজের শত ব্যস্ততা সত্বেও সোশ্যাল মিডিয়াতে আপডেট দিতে ভোলেন না। নিত্য নতুন ছবিও পোস্ট করেন। সেই সব ছবি নিয়ে নিন্দুকেরা চর্চা করলেও তাতে তিনি কান দিতে নারাজ। বরং নিজের প্রতি তাঁর দৃষ্টি অনেক বেশি সজাগ।

ওজন ঝরিয়ে মিশমি এখন ভীষণ রকম স্লিম অ্যান্ড ট্রিম। বলা ভাল পারফেক্ট বিকিনি বডি তৈরি করেছেন তিনি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে নিজের বিকিনি পরা কিছু ছবি শেয়ার করেছেন। আর বিকিনি বেব-এর ছবি দেখে আগুন ধরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট বক্সে উপচে পড়েছে ভালবাসা। সকলেই মিশমির তারিফ করেছেন। আবার এক-দুজন অবশ্য কটাক্ষ করে লিখেছে, একটু মোটা হও না, জোরে হাওয়া দিলে তো উড়ে যাবে।

পড়ন্ত সূর্যের আলো আর সমুদ্রের ধূসর জল যতই ব্যাকগ্রাউন্ড তৈরি করুক না কেন অধিকাংশেরই নজর আটকে যাচ্ছে মিশমির উন্মুক্ত ক্লিভেজের দিকে। নোনা হাওয়ায় এলোমেলো চুল আর ডার্ক লিপস্টিকে একদম অন্যরকম লাগছে তাঁকে। নজর এড়ায় না মিশমির ট্যাটুও। এই লুকে মিশমি একাধিক রিলস, ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রামে। তবে এমন নির্মেদ চেহারা একদিনে তৈরি হয়নি। এর জন্য প্রচুর পরিশ্রম আর অধ্যাবসায় রয়েছেে। মিশমিস ইনস্টা প্রোফাইল দেখলেই তা স্পষ্ট। স্টাইলে আর বিকিনি বডিতে তিনি যে কোনও হলিউড তারকার থেকে এক চুলও কম যান না, অন্তত তাঁর বিকিনি বডি সেই কথাই বলছে।