AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Swarnendu-Shruti: সাদা ঢাকাই সাবেকি রুপোর গয়নায় রাঙা বউ শ্রুতি, নজর কাড়ল কনের লাল কুঁচি দেওয়া ব্লাউজ

White Wedding: সাধারণত রেজিস্ট্রি বিয়ে বা এনগেজমেন্টে অনেকেই লেহঙ্গা পরেন। আবার কেই প্যাস্টেল শেডের শাড়ি পরেন। শ্রুতি সেই পথে হাঁটলেন না। বরং তাঁর সাজ একটু ছকভাঙা

Swarnendu-Shruti: সাদা ঢাকাই সাবেকি রুপোর গয়নায় রাঙা বউ শ্রুতি, নজর কাড়ল কনের লাল কুঁচি দেওয়া ব্লাউজ
বিয়ের সাজে শ্রুতি
| Edited By: | Updated on: Jul 11, 2023 | 6:05 PM
Share

‘টলিপাড়ার চর্চিত জুটি শ্রুতি-স্বর্ণেন্দু। প্রেম কিংবা সম্পর্ক নিয়ে কোনও দিনই তাঁদের লুকোচাপা ছিল না। বরং সগর্বে তাঁরা নিজেদের প্রেমের কথা স্বীকার করে এসেছেন সর্বত্র। সম্প্রতি টেলিপাড়ায় বেশ কয়েকটি জুটি সাতপাকে বাঁধা পড়েছেন। বন্ধুদের বিয়ে দেখে শ্রুতি আর স্বর্ণও তাঁদের এই বিশেষ দিনের পরিকল্পনা শুরু করেছিলেন। এর আগে অবশ্য শ্রুতি জানিয়েছিলেন এই বছরেই তাঁরা বিয়ে সারতে চান। আষাঢ়ের এক সন্ধ্যায় হলুদ সুতোয় বাঁধা পড়লেন তাঁরা। না, কাকপক্ষীতেও টের পায়নি। খুব কাছের কিছু মানুষকে নিয়েই শহরের একটি বিখ্যাত ক্লাবে তাঁরা সই-সাবুদ করে বিয়ে সারলেন। আংটি বদল, সিঁদুর দান থেকে মালাবদল সবই হল। কোনও পুরোহিত ছিল না তাঁদের বিয়েতে। এমনকী বিয়ের সব নিয়মকানুনও মানা হয়নি। তাই বিয়ে শেষে যে যার নিজের বাড়িতে ফিরে গিয়েছেন।

রবিবার একদম রাতের দিকে একটি কেকের ছবি শেয়ার করে তাঁরা বিয়ের কথা জানান। এরপরদিন তাঁদের সহকর্মীরাই প্রথম ছবি প্রকাশ্যে আনেন। এরপর তাঁরা দুজনও অবশ্য সেই ছবি শেয়ার করে নিয়েছেন। সাধারণত রেজিস্ট্রি বিয়ে বা এনগেজমেন্টে অনেকেই লেহঙ্গা পরেন। আবার কেই প্যাস্টেল শেডের শাড়ি পরেন। শ্রুতি সেই পথে হাঁটলেন না। বরং তাঁর সাজ একটু ছকভাঙা। বিয়েতে সাদা পরেছিলেন তিনি। সঙ্গে রুপোর গয়না। ডিজাইনার অভিষেক রায় শ্রুতির জন্য এই শাড়ি আর ব্লাউজ বানিয়ে দিয়েছেন। স্বর্ণেন্দুর পাঞ্জাবিও বহুরূপীর কালেকশন থেকে এসেছে।

আলিয়া ভাটের পর থেকে বিয়েতে সাদা শাড়ি বেশ ট্রেন্ডিং। জুইঁ এর মালা, সাদা শাড়িতে ভীষণই স্নিগ্ধ লাগছিল শ্রুতিকে। শ্রুতি ডিজাইনার অভিষেককে বলেছিলেন যে সাদা শাড়ি পরতে চান , সেই মত শ্রুতিকে সাজিয়েছিলেন তিনি। সাদা ঢাকাই পরেছিলেন অভিনেত্রী। বিয়ের মত শুভ অনুষ্ঠানে একটু লালের ছোঁয়া থাকতেই হয়। তাই ব্লাউজ আর শাড়ির পাড়েও ছিল সেই লালের ছোঁয়া। ব্লাউজে লাল রঙের পাইপিং আর লাল কুঁচি দিয়ে সাদার মনোটন ভেঙেছেন। এই ঢাকাইয়ের ব্লাউজটিও দেখতে লাগছে ভীষণ সুন্দর। এর সঙ্গে পুরোটাই সিলভার পরেছিলেন তিনি। সিলভারের ডায়রা টিকলি থেকে শুরু করে কোমরবন্ধনী সবটাই ছিল ভীষণ রকম সুন্দর। এমনকী মাথার ওড়নাটিও ছিল সাদা। স্বর্ণ যখন সিঁদুরে শ্রুতির সিঁথি রাঙিয়ে দেন তখন তাঁকে দেখতেও লাগছিল খুব সুন্দর। সাদা শাড়ির মধ্যে ফুটে উঠছিল লাল। বিয়েতে এমন ভাবে সাজতে চাইলে আপনিও বাছতে পারেন এমন শাড়ি। তবে আত্মবিশ্বাসে যেন কোনও খামতি না থাকে সেদিকে নজর রাখত হবে কড়া।