পুরুষরা নাকি ফ্যাশনেবল নন? যত ফ্যাশন নাকি সবই মহিলাদের আয়ত্ত? এ হেন ধারণা সমাজে নতুন নয়। কিন্তু আপনি যদি বলিউড অভিনেতা অজয় দেবগণের নতুন লুক দেখেন, তা হলে আপনি অন্তত একটু থমকে দাঁড়াবেন। অজয় দেবগণের অনুরাগী না হলেও এই নতুন লুক আপনাকে থমকাতে বাধ্য করবে।
ইন্ডাস্ট্রিতে দীর্ঘ কেরিয়ার অজয়ের। বহু বক্স অফিস সফল ছবি উপহার দিয়েছেন তিনি। তাঁর অভিনয় গুণ প্রশংসিত। কিন্তু ফ্যাশনেবল অজয় দেবগণ? না! তেমনটা তো বিশেষ চোখে পড়েনি এতদিন। এত বছর পরে তিনিই যেন হয়ে উঠেছেন হাল ফ্যাশনের মুখ।
সেলেব হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে মেকওভার করেছেন অজয় দেবগণ। তাঁর নতুন লুকের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নতুন হেয়ার কাট। সল্ট অ্যান্ড পিপার দাড়ি। এ যেন একেবারে অন্য নায়ক। অনিল কাপুর, অভিষেক বচ্চন, কার্তিক আরিয়ানের মতো শিল্পীরা অজয়ের এই নতুন লুক নিয়ে উচ্ছ্বসিত। তাঁদের ভাল লাগার কথা সোশ্যাল ওয়ালে জানিয়েছেন তারকারা।
নিজের নতুন লুক নিয়ে যদিও অজয় এখনও পর্যন্ত মুখ খোলেননি। নতুন কোনও ছবির প্রস্তুতি? নাকি নেহাতই ফ্যাশনেবল থাকার চেষ্টায় এই লুক বদল তা এখনও জানা যায়নি। কারণ যেটাই হোক ফ্যাশনিস্তা অজয়কে এখন ফলো করছেন অনেকেই।
আরও পড়ুন, রাজবেশে ছবি, ক্যাপশনে লেখা, ‘আসছি…’, নতুন খবর দিলেন জয়জিৎ