বহু প্রতীক্ষিত সিনেমা RRR-এর ট্রেলার লঞ্চ ইভেন্টেই লাইমলাইটে আলিয়া ভাট। উজ্জ্বল লাল শাড়িতে বোল্ড আলিয়া ভাট ইভেন্টে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই হৃদয় ছুঁয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ফটোশ্যুটের বেশকিছু ছবি পোস্ট করেছেন আলিয়া। সেখানেই দেখা গিয়েছে, স্ট্র্যাপি লাল ব্লাউজ আর লাল লেহেঙ্গা শাড়িতে সেক্সি লুক দিয়ে ক্যামেরায় চোখ রেখেছেন।
ফ্রেডা লেহেঙ্গা স্টাইলে শাড়ির পরা এখন কিন্তু বেশ ট্রেন্ডিং। সিল্কি স্ট্রেসগুলি খোলা পিঠে রেখে গোটা ব্যাপারটিতে আরও উষ্ণতা বাড়িয়ে তুলেছেন। পার্টেড হেয়ারস্টাইল, সিলভার কানের দুল ও ছোট কালো টিপেই সাজ শেষ করেছেন। মেকআপে বোল্ড লুকের কারণে আলিয়ার উষ্ণতা যেনবেশিই চোখে পড়েছে।
প্রসঙ্গত, ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের বিলাসবহুল ভারতীয় পোশাকের মধ্যে কিছু ক্লাসিক্য়াল পদ্ধতির গুরুত্ব পায়। গোটার কাজ, বাঁধনি, ব্লক প্রিন্টিং, হ্যান্ড ডাইয়িংয়ের মতো ঐতিহ্যবাহী কাজ যে কোনও ফ্যাশনিস্তাকে আকর্ষণ করে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে এই ধরনের পোশাকের আড়ম্বর ভারতের কোণায় কোণায় অবস্থিত।
আরও পড়ুন: VicKat wedding: সব্যসাচীর পোশাকেই রাজকীয় বিয়ে সারলেন ভিকি-ক্য়াটরিনা! দেখুন ছবিতে