আসন্ন ও বহু প্রতীক্ষিত হিন্দি সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর (Gangubai Kathiawadi) প্রচার নিয়ে চরম ব্যস্ত আলিয়া ভাট (Alia Bhatt)। সম্প্রতি ৭২ তম বার্লিন চলচ্চিত্র উত্সবে প্রদর্শিত হয়েছে সঞ্জয়লীলা বনশালী পরিচালিত এই সিনেমাটি। সেখান থেকে ফিরে এসেই তিলোত্তমা (Kolkata) কাঁপিয়ে গেলেন নায়িকা। গত সোমবার (২১.০২.২০২২) কলকাতায় বাঙালি সাজে (Bengali Style) উপস্থিতি আলিয়া।
পরনে সাদা ঢাকাই জামদানি। পিঠখোলা স্লিভলেস ব্লাউজ। আর যথারীতি ‘গাঙ্গু’ স্টাইলে খোঁপায় সাদা গোলাপ ফুল। কানে পরেছেন একটু অন্য ধরনের ঝুমকো। সব মিলিয়ে বাংলার মন জয় করে নিয়েছে আলিয়ার এই সাবেকি সাজ। কলকাতা এসেছেন যখন একটু বাঙালিয়ানা তো হবেই। এই কারণেই আলিয়া বেছে নিয়েছেন ঢাকাই জামদানি শাড়ি।
সিনেমার সব প্রচারেই আলিয়াকে সাদার সাজে দেখা গিয়েছে। এমনকি বার্লিন গিয়েও তিনি পরিবর্তন করেননি এই স্টাইল। অমি প্যাটেলর স্টাইলে সাদা শাড়ির সঙ্গে একই রঙের স্লিভলেশ ব্লাউজ বেছে নিয়েছেন । শাড়ি জুড়ে রয়েছে ছোট্ট ছোট্ট কাজ। ভাল করে দেখলেই বোঝা যাবে এমন একটা ঢাকাই তো আপনার আলমারিতেও রয়েছে।
আলিয়ার সাজকে পূর্ণতা দিয়েছে কানের দুল। এর আগে যে সব প্রচারে আলিয়া সাদা শাড়িকে বেছে নিয়েছে সেখানে এমন ভারী গহনা ছিল না। বাঙালিয়ানা সাজের সঙ্গে এমন জাঁকজমকপূর্ণ কানের দুল পরেছেন গাঙ্গুবাই। বাঙালি সাজে খোঁপা কিন্তু বেশ গুরুত্বের। তাছাড়া গোটা সিনেমার প্রমোশন জুড়ে আলিয়াকে চুলে গোলাপ ফুল ব্যবহার করতে দেখা গেছে। সেই ধারাই বজায় রেখেছেন কলকাটা এসেও।
গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমার প্রোমোশনের কারণে পেজ থ্রির পাতায় শীর্ষে রয়েছেন আলিয়া ভাট। সিনেমার চরিত্রের কারণে তাঁকে যে কোনও ইভেন্ট বা প্রোমোশনের কারণে সাদা শাড়ি ও ক্লাসিক লুকে দেখতে পাওয়া যাচ্ছে। আক্ষরিক অর্থে ইন্টারনেটে আলিয়ার এই লুক এখন বেশ ট্রেন্ডি হয়ে গিয়েছে।
সিনেমার প্রচারে যেখানে যেখানে আলিয়া গিয়েছেন, প্রত্যেকটি জায়গাতেই আইভরি ও অফ-হোয়াইট-সহ সাদার বিভিন্ন শেডের শাড়ি পরতে দেখা গিয়েছে। মেকআপের জন্য আলিয়া পরিস্কার ও মিনিম্যাল লুকই বেছে নিয়েছেন। সঙ্গে সুন্দর গোলাপী, কোরাল ও রেড লিপ শেড বেছে নিয়েছিলেন। আইমেকআপ ও হেয়ারস্টাইলও বেশ সাধারণ। আর রয়েছে পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে গোলাপ ফুল।
গতকাল দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে হয়ে গেল ‘মেরি জান’ গানের ট্রেলার লঞ্চ। সেখানেই এমন সাবেকি সাজে দেখা গিয়েছে আলিয়াকে। প্রিয়া সিনেমা হলের ওপরে ‘গাঙ্গুবাই’ স্টাইলে প্রণামও জানিয়েছেন তিনি। ডায়েট ভুলে খেয়েছেন কলকাতার মিষ্টিও। আর ফেরার পথে জানিয়েছেন, “আমার ভালবাসা আপনাদের সকলে। ভাল থেকো কলকাতা”।
আরও পড়ুন: বার্লিনের রেড কার্পেটে ‘গাঙ্গুবাই’ স্টাইল! সাদা শাড়িতে ফের উজ্জ্বল আলিয়া ভাট