Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sohini Sarkar: নিউ ইয়র্কের রাস্তায় ঢাকাই জামদানি, ঝোলা ব্যাগ আর অক্সিডাইজের গয়নায় বং বিউটি সোহিনী

Bong Beauty: ইন্দু বাই জয়িতার কালেকশন থেকে এই শাড়িটি তিনি নিয়েছেন। কাঁধের ঝোলা ব্যাগে এই শাড়ি লুকে খুব সুন্দর দেখতে লাগছে তাঁকে। মেকআপ নেই, চোখে হালকা কাজল, কপালে টিপ- বড্ড ঝলমলে সোহিনীর এই লুক

Sohini Sarkar: নিউ ইয়র্কের রাস্তায় ঢাকাই জামদানি, ঝোলা ব্যাগ আর অক্সিডাইজের গয়নায় বং বিউটি সোহিনী
কেমন লাগছে সোহিনীকে
Follow Us:
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 1:06 PM

অভিনেত্রী সোহিনী সরকারের অভিনয়, কথা বলা আর হাসির মধ্যে একটা অন্যরকম আকর্ষণ রয়েছে। বরাবরই সোহিনী অন্যরকম চরিত্রে অভিনয় করতে ভালবাসেন। অভিনয়, গান, নাচ সব মিলিয়ে সোহিনী দারুণভাবে নিজেকে তৈরি করে নিয়েছেন। সোহিনীর হাসি ভীষণ মনকাড়া। সোহিনীর ফ্যাশনও অন্য নায়িকাদের থেকে একটু আলাদা। সোহিনীর ফ্যাশন কুল আর ক্যাজুয়াল। অতিরিক্ত মেকআপ, হেয়ারস্টাইল কিংবা পোশাক নিয়ে তিনি খুব একটা এক্সপেরিমেন্ট করেন না। কলেজ পড়ুয়া কিংবা নিত্য অফিসযাত্রীদের যেমন পোশাক পছন্দ ঠিক তেমনটাই বেছে নেন সোহিনী।সোহিনী যেমন ওয়েস্টার্নে তাঁর বিভিন্ন লুক শেয়ার করেন আবার সুন্দর করে শাড়িও পরেন। হ্যান্ডলুম, লিনেন, জামদানি এমন শাড়িতেই তাঁকে বেশি দেখা যায়। বাংলার হ্যান্ডলুমের প্রতি যে সোহিনীর আলাদা একটা ভালবাসা আছে তা তাঁর সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন অভিনেত্রী। নিজের ছবি আর শ্যুটিং সংক্রান্ত কাজেই বিদেশের নানা জায়গায় দেখা যাচ্ছে তাঁকে। এখন তিনি আটলান্টায় রয়েছেন। একটি ওয়েব সিরিজের শ্যুটিং এর জন্যই সেখানে বাংলার বেশ কিছু অভিনেতারা রয়েছেন। নিউ ইয়র্কের রাস্তায় জামদানি শাড়ি, অক্সিডাইজের গয়না আর ঝোলা ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। সোহিনী যে জামদানিটি পরেছেন তার রং আর স্টাইলটি খুব সুন্দর। একটা পিন করেই শাড়ি পরেছেন তিনি। জানদানির সঙ্গে কোনও ব্লাউজ পিস থাকে না আর তাই ম্যাচিং একটি হ্যান্ডলুমের ব্লাউজ পরেছেন। চুল ছাড়া, কপালে টিপ। অক্সিডাইজের হাতের বালা, ঝুমকো আর হাতে একটা বড় ফ্লোরাল শেপের আংটি পরেছেন তিনি।

ইন্দু বাই জয়িতার কালেকশন থেকে এই শাড়িটি তিনি নিয়েছেন। কাঁধের ঝোলা ব্যাগে এই শাড়ি লুকে খুব সুন্দর দেখতে লাগছে তাঁকে। মেকআপ নেই, চোখে হালকা কাজল, কপালে টিপ- বড্ড ঝলমলে সোহিনীর এই লুক। বিদেশের মাটিতে তা যেন আরও সুন্দর লাগছে। দুপুরের দিনে এমন স্নিগ্ধ লুকে খুবই সুন্দর লাগবে যে কাউকে বিশেষত এমন খাঁটি বাংলার হ্যান্ডলুম লুক। সোহিনীর এই ছন্দর ছবিগুলি তুলে দিয়েছেন আরও এক অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী।