AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Daniel Craig: জেমস বন্ডের নয়া সিরিজের প্রিমিয়ার শোয়ের স্পটলাইট কাড়লেন ড্যানিয়েল! নেটপাড়ায় হৈচৈ

ড্যানিয়েলের এই স্টাইলিশ ক্লাসিক লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলে। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে প্রতিক্রিয়া দেওয়া ঝড় ওঠে। অনেকে আবার ব্যঙ্গাত্মক মন্তব্য করতে ছাড়েননি।

Daniel Craig: জেমস বন্ডের নয়া সিরিজের প্রিমিয়ার শোয়ের স্পটলাইট কাড়লেন ড্যানিয়েল! নেটপাড়ায় হৈচৈ
নো টাইম টু ডাই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার শো ড্যানিয়েল ক্রেগ
| Edited By: | Updated on: Oct 02, 2021 | 3:48 PM
Share

সম্প্রতি লন্ডনের রয়্যাল আলবার্ট হলে জেমস বন্ডের নয়া সিরিজ নো টাইম টু ডাই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সিনেমার কলাকুশলীরা ছাড়াও সবরা নজর কেড়েছিলেন ডাচেস অফ কেমব্রিজ ও প্রিন্স উইলিয়াম। তবে কলাকুশলীদের মধ্যে যিনি পেজ থ্রিতে জায়গা করে নিয়েছেন ড্য়ানিয়েল ক্রেগ। সিনেমার পর্দায় জেমস বন্ডের কেরামতিতে তিনি একেবারে নিপুণভাবে অভিনয় করেছেনষ ফ্য়াশনের দিক থেকেও কোনও অংশে মন্দ যান না। ফুচিয়া গোলাপী মখমল টাক্সেজোতে তিনিই শোয়ের সব আলো কেড়ে নিয়েছিলেন। এছাড়া ওই তারকাখচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেড মিডলটন এবং প্রিন্স উইলিয়াম, প্রিন্স চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা, বিলি আইলিশ এবং ফোবি ওয়ালার প্রমুখরা।

প্রিমিয়ার শো শেষ হলেও এখনও সেই রেশ কাটেনি। স্বাভাবিকভাবেই জেমস বন্ডের হাতছানিতে সকলেই মুগ্ধ। সবচেয়ে বেশি স্পটলাইট নিজের দিকে তুলে নিয়ছিলেন , তিনি আর কেউ নন, হলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা ড্যানিয়েল। তাঁর ফ্য়াশন স্টেটমেন্ট ছিল টক অফ দ্য় টাউন। ক্রিস্প হোয়াইট টার্নবুল অ্যান্ড আসের শার্টের উপর গোলাপী রঙের ভেলভেট বাটন ও ডাবলব্রেস্ট জ্য়াকেট সকলের নজর কেড়েছিল সেদিন। গলায় কালো রঙের বো-টাই ও কালো প্যান্ট বেছে নিয়েছিলেন তিনি। পায়ে কালো পেটেন্ট ক্রকেট অ্যান্ড জোন্স জুতোজোড়া ছিল মানানসই। হাতে সেডনা গোল্ড ওমেগা সিমাস্টার অ্যাকোয়া টেরা ঘড়ি ও গোলাপী কাফ।

ড্যানিয়েলের এই স্টাইলিশ ক্লাসিক লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলে। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে প্রতিক্রিয়া দেওয়া ঝড় ওঠে। অনেকে আবার ব্যঙ্গাত্মক মন্তব্য করতে ছাড়েননি।

জেমস বন্ড খ্যাত সিরিজের নয়া সংযোজন নো টাইম টু ডাই সিনেমায় ড্যানিয়েল ক্রেগ ছাড়া রয়েছেন রামি মালেক, লিয়া সিডক্স, লশানা লিঞ্চ, নওমি হ্যারিস, বেন হিশাও, রালফ ফিয়েন্স এবং ক্রিস্টোফ ওয়াল্টস সহ অনবদ্য অভিনেতারা।

আরও পড়ুন: Janhvi Kapoor: পশ্চিমী পোশাকে নয়, বরং লেহেঙ্গা-চোলিতেই অনন্য জাহ্ণবী কাপুর! দেখে নিন একঝলকে…