Deepika Padukone: ‘স্যুইমস্যুট পে জিন্স কৌন পেহেন্তা হ্যায় ভাই!’ সিনেমার প্রচারে পোশাক ঘিরে ট্রোলড দীপিকা

সম্প্রতি সিনেমার প্রচারের জন্য একটি ইভেন্টে উপস্থিত ছিলেন দীপিকা। সেখানে বেশ বোল্ড লুকে দেখা গিয়েছে তাঁকে। সচরাচর তাঁকে বেশ রুচিশীল কিন্তু স্টাইলিশ পোশাক পরতেই দেখা গিয়েছে।

Deepika Padukone: স্যুইমস্যুট পে জিন্স কৌন পেহেন্তা হ্যায় ভাই! সিনেমার প্রচারে পোশাক ঘিরে ট্রোলড দীপিকা
ছবি সৌজন্যে ট্যুইটার

| Edited By: দীপ্তা দাস

Feb 10, 2022 | 6:23 PM

আসন্ন সিনেমা মুক্তির জন্য চলছে জোড়কদমে প্রস্তুতি। গেহরাইয়াঁ সিনেমার প্রচারের জন্য আপাতত পেজ থ্রি-তে প্রথম সারিতে রয়েছেন বলিউডের অন্যতম সুন্দরী দীপিকা পাড়ুকোন। পাশাপাশি চমক দিতে ছাড়ছেন না কেউই। অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী ও ধৈর্য কারওয়াও তালে তাল মিলিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। সিনেমার ট্রেলার বের হতেই ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা রয়েছেন দীপিকার অন্য অবতার চাক্ষুস করতে। সিনেমার চিত্রনাট্য অনুযায়ী যে ভূমিকা পালন করেছেন দীপিকা, ট্রেলারে কিছু ঝলকেই দেখা গিয়েছে।

বেশ কয়েকদিন ধরেই সিনেমার পুরো টিম শহরের বিভিন্ন জায়গায় সিনেমার প্রচার করতে দেখা গিয়েছে। আর সেইসব প্রচারমূলক ইভেন্টগুলোতে অভিনেত্রী অনন্যা পান্ডে ও দীপিকা পাড়ুকোনের কিছু আশ্চর্যজনক ও অনন্য পোশাকের স্টাইল লাইমলাইটে চলে এসেছে। তবে এবার অভিনব এক ফ্যাশনেবল পোশাকের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হল দীপিকা পাড়ুকোনকে।

সম্প্রতি সিনেমার প্রচারের জন্য একটি ইভেন্টে উপস্থিত ছিলেন দীপিকা। সেখানে বেশ বোল্ড লুকে দেখা গিয়েছে তাঁকে। সচরাচর তাঁকে বেশ রুচিশীল কিন্তু স্টাইলিশ পোশাক পরতেই দেখা গিয়েছে। নায়িকার ড্রেসিং স্টাইল নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। মন্তব্যের ঝড়। ডেনিমের স্টাইলিশ পোশাকটিকে ঘিরে আপাতত সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক রকম মন্তব্য পেশ করেছেন। একদিকে নেটিজ়েনরা জানিয়েছেন, এই ধরনের ড্রেসিং সেন্স তার স্বামী রণবীর সিংয়ের মাধ্যমে প্রভাবিত হয়েছেন। রণবীর সিং বরাবরই নয়া ড্রেসিং সেন্সের জন্য পরিচিত। অন্যদিকে অনেকে বলেছেন, স্যুইম স্যুট কে উপার জিন্স কৌন পেহেন্তা হ্যায়!

শাকুন বাত্রা পরিচালিত গেহরাইয়াঁ সিনেমাটি আগামী ১১ ফেব্রুয়ারি, অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে।

আরও পড়ুন: Alia Bhatt: সাদা শাড়ি ও এডওয়ার্ড! গাঙ্গুবাইয়ের প্রচারে এবার একা নন, ফটোশ্যুটে কার সঙ্গে রোম্যান্স করলেন আলিয়া?