Alia Bhatt: সাদা শাড়ি ও এডওয়ার্ড! গাঙ্গুবাইয়ের প্রচারে এবার একা নন, ফটোশ্যুটে কার সঙ্গে রোম্যান্স করলেন আলিয়া?

আলিয়া ইন্সটাগ্রামে আসন্ন সিনেমার প্রচারের জন্য ফটোশ্যুটের কয়েকটি ছবি শেয়ার করেছেন। আইভরি রঙের এমব্রয়ডারি করা শাড়ি ও স্ট্র্যাপি ব্লাউজে স্বপ্নের রাণীর বেশে প্রকট হয়েছেন।

Alia Bhatt: সাদা শাড়ি ও এডওয়ার্ড! গাঙ্গুবাইয়ের প্রচারে এবার একা নন, ফটোশ্যুটে কার সঙ্গে রোম্যান্স করলেন আলিয়া?
বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী আলিয়া ভাট
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2022 | 9:34 AM

পর পর সিনেমার প্রচারে পেজ থ্রি-র পাতায় শীর্ষে রয়েছেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি মুক্তি পাবে বহু প্রত্যাশিত সিনেমা গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। ইতোমধ্যেই সিনেমার চিত্রনাট্য ও আলিয়ার দক্ষ অভিনয়ের প্রশংসায় টক অফ দ্য টাউন হয়ে গিয়েছে। সম্প্রতি সিনেমার প্রচারের জন্য আলিয়া সিনেমার চরিত্রের সঙ্গে মানানসই অসাধারণ একটি সাদা শাড়ি ও চুলে লাল গোলাপ ফুলের গোছা লাগিয়ে নজর কেড়েছিলেন।

ফের একবার সিনেমার প্রচারে আইভরি লুকে লাইমলাইটে আলিয়া ভাট। এই দুটি ছবি দেখে এটা পরিস্কার যে গাঙ্গুবাই সিনেমার প্রচারের জন্য চরিত্রকে সামনে রেখে আলিয়া সাদা রঙকে বারবার বেছে নিচ্ছেন। তবে এবার আর একা নন। সোশ্যাল মিডিয়ায় ফটোশ্যুটের কয়েকঝলক ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে একটি ছবিতে দেখা গিয়েছে, ফটোশ্যুটে একই ফ্রেমে যোগ দিয়েছে আলিয়ার পোষ্য এডওয়ার্ডও। আর সেখানে আলিয়া ক্যাপশনে লিখেছেন, এডওয়ার্ড ভাই অউর গাঙ্গুবাই!

View this post on Instagram

A post shared by Gangubai ?? (@aliaabhatt)

বুধবার. আলিয়া ইন্সটাগ্রামে আসন্ন সিনেমার প্রচারের জন্য ফটোশ্যুটের কয়েকটি ছবি শেয়ার করেছেন। আইভরি রঙের এমব্রয়ডারি করা শাড়ি ও স্ট্র্যাপি ব্লাউজে স্বপ্নের রাণীর বেশে প্রকট হয়েছেন। সেলেব্রিটি স্টাইলিস্ট অমি প্যাটেলের সৌজন্য ফটোশ্যুটে আলিয়া তার পোষ্য বিড়াল এডওয়ার্ডের সঙ্গেও পোজ দিয়েছেন। পোষ্যের সঙ্গে এমন চমত্‍করা ফটোয় ক্যাপশন দিতেও ভোলেননি তিনি। লিখেছেন, এডওয়ার্ড ভাই অউর গাঙ্গুবাই। ২৫ ফেব্রুয়ারি সিনেমাহলে আসছে #GangubaiKathiawadi।

View this post on Instagram

A post shared by Gangubai ?? (@aliaabhatt)

সম্প্রতি যে শাড়িতে তিনি নজর কেড়েছেন, সেই শাড়িটিতে ব্লাশ পিঙ্ক, সবুজ ও প্যাস্টেল হলুদ ও নীল শেডগুলি দিয়ে ফুলের কাজ করা রয়েছে। শাড়ির সঙ্গে মানানসই স্লিভলেশ ব্লাউজটিও বেশ সুন্দর। ডিপ নেকলাইন ব্লাউজটিতে রয়েছে চিকঙ্করি এমব্রয়ডারি কাজ। ভারতীয় সাজে অলঙ্কারেরও ভূমিকা রয়েছে। সিলভার কানের দুল, অক্সিডাইজড সিলভার রিং ও গোলাপী রঙের ফুলের সাজ সকলের মন ছুঁয়ে গিয়েছে।

আরও পড়ুন:  Lata Mangeshkar: সাদা শাড়ি ও হিরের গয়না কেন পছন্দ, অকপটে জানিয়েছিলেন সুরের রাণী