Wedding Benarasi Saree: সাধের বিয়ের বেনারসি শাড়ি আলমারিতে পড়েই রয়েছে! শাড়িগুলির যত্নে রাখবেন কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Feb 26, 2022 | 1:48 PM

Safely Store: জলে দিলে শাড়ির কাজ, সুতো সব একে অন্যের সঙ্গে জড়িয়ে নষ্ট হয়ে যাবে। তাছাড়া জলে আপনি যে ডিটারজেন্ট দিচ্ছেন সেটাও এই শাড়ির জন্য খুব একটা ভাল নয়। তাই জল ছাড়াই ড্রাই ওয়াশ করুন।

Wedding Benarasi Saree: সাধের বিয়ের বেনারসি শাড়ি আলমারিতে পড়েই রয়েছে! শাড়িগুলির যত্নে রাখবেন কীভাবে?
প্রথম থেকেই এমন ভারী এমব্রয়ডারির কাজ করা শাড়ি যত্ন নেওয়া দরকার

Follow Us

বিয়ের মরসুমে  বেনারসি শাড়ি(Benarasi Saree) মাস্ট। শুধু বেনারসিই নয়, এখন অনেক ভারী এমব্রয়ডারির কাজ করা শাড়িও পছন্দ করেন কনেরা। জীবনের বিশেষ দিনে ট্র্যাডিশনাল সাজকেই (Traditional Look) বেশি প্রাধান্য দেওয়া হয়। তার জন্য ভারতীয় ভারী শাড়িই পছন্দ করেন। কিন্তু সমস্যা হল, বিয়ের পরের অবস্থা নিয়ে। কারণ বিয়ের পর থেকে সেই শাড়ি আলমারিতেই তোলা থাকে। খুব কম অনুষ্ঠানেই বিয়ের বেনারসি পরা হয়ে থাকে। তাই প্রথম থেকেই এমন ভারী এমব্রয়ডারির কাজ করা শাড়ি যত্ন (safely store) নেওয়া দরকার। অপূর্ব সুন্দর হাতের কাজ করা শাড়িগুলির যত্ন নেওয়ার জন্য রয়েছে বিশেষ কিছু পদ্ধতি, যেগুলি মেনে চললে শাড়ি থাকবে একেবারে নতুনের মতন।

এই শাড়ি পরিষ্কার করার বা ধোয়ার প্রসঙ্গ আসলে অবশ্যই মনে রাখতে হবে যে জলে দিয়ে এই শাড়ি ধোয়া মানেই এই বেনারসি শাড়ি শেষ হয়ে যাওয়া। মূলত ড্রাই ওয়াশ করলেই সবচেয়ে ভাল। লন্ড্রিতে দিয়ে পরিষ্কার করাই নিরাপদ। জলে দিলে শাড়ির কাজ, সুতো সব একে অন্যের সঙ্গে জড়িয়ে নষ্ট হয়ে যাবে। তাছাড়া জলে আপনি যে ডিটারজেন্ট দিচ্ছেন সেটাও এই শাড়ির জন্য খুব একটা ভাল নয়। তাই জল ছাড়াই ড্রাই ওয়াশ করুন।

হয়তো কোনও ভাবে বেনারসি শাড়িতে দাগ লেগে গেল। আর আপনি সঙ্গে সঙ্গে ওই জায়গায় জল দিয়ে ভাল করে ঘষে নিলেন। এতে দাগ বা তেল তো উঠবেই না, উলটে শাড়ি নষ্ট হয়ে যাবে। তাহলে কী করবেন! আগে ওই জায়গায় অল্প পেট্রোলিয়াম জেলি দিতে পারেন।

নেলপালিশ রিমুভার ব্যবহার করতে পারেন। যে কোনও একটা জিনিস ওই জায়গায় দিয়ে অল্প সময় অপেক্ষা করুন। তারপর একটা টিস্যু পেপার দিয়ে জায়গাটা মুছে নিন। এছাড়াও আপনি চাইলে বেকিং সোডা আগে ওই দাগের জায়গায় দিয়ে একটা ব্রাশ দিয়ে অল্প করে ঘষে তারপর অল্প জল শুধু ওই জায়গায় দিতে পারেন। কিন্তু কখনই পুরো শাড়ি জলে দেবেন না। গরম জলে তো নয়ই।

আয়রন করাও দরকার শাড়ি মাঝেমাঝে। আর সবও সময়ে লন্ড্রিতে দেওয়ার ইচ্ছেও হয় না। নিজে আয়রন করুন, কিন্তু সাবধানে। আগেই বলেছি, এই শাড়ি বা এর কাজ কিন্তু অতিরিক্ত তাপ নিতে পারে না।

তাই আগে দেখুন হিট কম কড়া আছে তো! আর সব সময়ে শাড়ির ওপরে একটা অন্য কাপড় দিয়ে নেবেন। তার ওপর দিয়ে আয়রন মেশিন বোলাবেন। সরাসরি তাও দেওয়া এই শাড়ির জন্য ভাল হবে না।

আলমারিতে রাখার সময় অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। সবার আগে তো এই শাড়ি এমনিই রেখে দেওয়া যাবে না। খবরের কাগজ হোক, পাতলা কাপড় হোক, সুতির কাপড় হোক, কিছু না কিছুর মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। সুতির কাপড় হলে সবচেয়ে ভাল। আর এই শাড়ি কোনও মতেই অন্য শাড়ির সঙ্গে রাখা যাবে না।

অন্য শাড়ির সঙ্গে ঘষা লেগে সুতো উঠে আসতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হল, হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন না এই শাড়ি। কারণ হ্যাঙ্গার শাড়ির যে অংশে থাকছে, সেই অংশে একটা দাগ ফেলে দিচ্ছে। যেহেতু বেনারসি ভারী ধরণের শাড়ি, তাই একটা কুঁচকে যাওয়া ভাব হয়ে যাচ্ছে। তাই আলমারিতে তাকের মধ্যেই রাখুন, একটু ফাঁকা ফাঁকা করে।

 

আরও পড়ুন: Aditi Rao Hydari: এশিয়ান হোক বা দক্ষিণ ভারতীয়, সুস্বাদু খাবার পেলেই ডায়েট ভুলে হামলে পড়েন এই বলি-নায়িকা!

Next Article