Diwali Special Fashion Look: দীপাবলিতে পছন্দের শাড়ি, লেহঙ্গা, শারারা কিনতে ঢুঁ মারবেন শহরের কোন কোন মার্কেটে?
Diwali 2022: জরি, চমুকি, সিক্যুইনের কাজ দীপাবলিতে বেশ ভাল লাগে। সেই সঙ্গে অবশ্যই উজ্জ্বল রং এর পোশাক

আশ্বিন মাস থেকে সেই যে ঢাকে কাঠি পড়ে তার রেশ কিন্তু অনেকদিন পর্যন্ত থেকে যায়। বিশ্বজুড়েই এখম মানুষ মেতে ওঠেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। পুজো মানেই নতুন জামা। প্রচুর কেনাকাটা, পছন্দমতো পোশাক বানিয়ে নেওয়া, ম্যাচিং জুতো-ব্যাগ কেনৈ ইত্যাদি। আর পুজোর এই রেশ চলতে থাকে দীর্ঘদিন পর্যন্ত। দুর্গাপুজো আর বিজয়া শেষ হতে না হতেই এসে পড়ে লক্ষ্মী পুজো। তারপর থাকে কালীপুজো, ভাইফোঁটা, ধনতেরাস। উত্তর ভারতের প্রধান উৎসব হলেও এখন এই দীপাবলির রেশ থাকে দেশজুড়েই। দীপাবলিতে অনেকেই নতুন জামা পরেন। আর এই দীপাবলির উৎসব চলতে থাকে পাঁচ দিন ধরে। দীপাবলি আলোর উৎসব। আর এই আলোর উৎসবে বাড়ি, মন সবই সেজে ওঠে আলোর মালায়। সেই সঙ্গে পোশাকেও থাকে তার ছোঁয়া। জরি, চমুকি, সিক্যুইনের কাজ দীপাবলিতে বেশ ভাল লাগে। সেই সঙ্গে অবশ্যই উজ্জ্বল রং এর পোশাক।
ভাইফোঁটা, দীপাবলিতে উপহার দেন অনেকে। উলে প্রচুর রকম কেনাকাটা থাকে। আর কালীপুজো কাটলেই শুরু বিয়েবাড়ির সিজন। আর তাই সেই জন্যেও শপিং শুরুর সেরা সময় হল এখনই। এবার প্রশ্ন হল দীপাবলিতে কী কী কিনবেন আর কোথা থেকে কিনবেন।
এখন অনলাইনেও চলে নানা রকম ডিসকাউন্ট। অনলাইন থেকেও খুব ভাল পোশাক পাওয়া যায়। তাই কিনতে যাওয়ার আগে অবশ্যই একবার অনলাইনে চেক করে নিতে ভুলবেন না। সেই সঙ্গে বাজেটের দিকটাও খেয়াল রাখবেন। পোশাকের পিছনে অতিরিক্ত যাতে খরচ না হয় সেদিকেও খেয়াল রাখবেন।
দীপাবলিতে ট্র্যাডিশন্যাল শাড়ি কিনতে চাইলে ঘুরে আসতে পারেন গড়িয়াহাট, দক্ষিণাপণ এবং পার্ক স্ট্রীটের বেশ কিছু দোকান থেকে। ডিজাইনার শাড়ি, পার্টি ওয়্যারই সবথেকে বেশি পছন্দ থাকে দিওয়ালিতে। আর তাই এমন শাড়ির জন্য ঢুঁ মারতে পারেন বড়বাজারে। এছাড়াও বরদান মার্কেট, বিকে মার্কেট, সিমপার্ক মল, ইমামী মার্কেটে প্রচুর ডিজাইনার শাড়ির দোকান রয়েছে। পাওয়া যায় কম দামেই। লেহঙ্গার জন্য বড় বাজার ছাড়াও শ্রীরাম আর্কেড, বরদান মার্কেট এবং এলগিন রো়ডে একাধিক দোকান রয়েছে। সেই সব দোকানে অবশ্যই ঘুরে আসবেন। পছন্দের শারারা পেয়ে যাবেন এসপ্ল্যানেড, সিমপার্ক মল এই সব এলাকাতে। এছাড়াও পার্ক স্ট্রি, এলগিন রোড এই সব চত্বরে ঘুরে বেড়ালেও একাধিক ভাল দোকানের খোঁজ পেয়ে যাবেন।
একটু স্টাইলিশ শার্ট, টপ, ব্যাগ আর জুতো যদি সস্তায় পেতে চান তাহলে মেট্রো প্লাজা থেকে অবশ্যই ঘুরে আসুন। এছাড়াও গড়িয়াহাটের ফুটপাথ, এসপ্ল্যানেড চত্বর তো আছেই। তাই একবার অবশ্যই ঘুরে আসুন এই সব দোকান থেকে। পকেট তো বাঁচবেই আর কালেকশনও হবে জমকালো। সবার পছন্দ হবেই।





