Men’s Fashion: এই ২টি ফ্যাশন টিপসের মধ্যেই লুকিয়ে থাকে পুরুষের আকর্ষণীয় চেহারার রহস্য…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Feb 26, 2022 | 7:27 AM

Men Fashion Tips: আপনি যে পোশাকই (Dress)পরেন তার সঙ্গে যদি একটা ঘড়ি (Watch) পরেন দেখবেন আপনার আউটলুকটাই বদলে গেছে। আপনাকে অন্য আর দশটা মানুষের থেকে একটু আলাদা ও ভিন্ন ব্যক্তিত্ব (Personality) সম্পন্ন মানুষ মনে হবে।

Mens Fashion: এই ২টি ফ্যাশন টিপসের মধ্যেই লুকিয়ে থাকে পুরুষের আকর্ষণীয় চেহারার রহস্য...
প্রতীকী ছবি

Follow Us

সুন্দর স্টাইলের একটা হাত ঘড়ি (Hand Watch) আর আকর্ষণীয় এক জোড়া জুতোই (Shoes) হতে পারে একটি ছেলের ফ্যাশনের (Men Fashion) মূল উপকরণ। যা তার ব্যক্তিত্বকেও বাড়িয়ে দিতে পারে বহুগুণ। আপনি যে পোশাকই পরেন তার সঙ্গে যদি একটা ঘড়ি পরেন দেখবেন আপনার আউটলুকটাই বদলে গেছে। আপনাকে অন্য আর দশটা মানুষের থেকে একটু আলাদা ও ভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মনে হবে। ঘড়ির মতো জুতোর ক্ষেত্রেও এ ব্যাপারটা কাজ করে। কারণ, ছেলেদের পোশাক কম বেশি এক রকমই হয়ে থাকে।

সময়ের সঙ্গে সঙ্গে বদলায় ফ্যাশন। আর সেই পালা বদলে নতুন অনেক কিছু যুক্ত হয় সাজ সজ্জায়। মূলত ফ্যাশন বলতে তাই নিজেকে কতটা সুন্দরভাবে নতুনত্বের ছোঁয়ায় উপস্থাপন করা যায় তাই। ছেলেদেরও যে ফ্যাশন হয়, ছেলেদের ফ্যাশন নিয়েও যে আলোচনা প্রয়োজন তা এখনও মানতে নারাজ অনেকেই। সময় বদলেছে, আর তাই ছেলেদের ফ্যাশন নিয়ে কথা বলবার সময়ও এসে গেছে।

মেয়েরা যেমন ফ্যাশন সচেতন, তেমনি ছেলেরাও তাদের নিজেদের গুছিয়ে পরিপাটিভাবে উপস্থাপন করতে সচেতন। পোশাক থেকে শুরু করে বাহ্যিক সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে তাই পিছিয়ে নয় ছেলেরাও। তবে ছেলেদের ফ্যাশনের অনুষঙ্গ এর তালিকা খুব একটা লম্বা নয়, কিন্তু তা সুন্দরভাবে গুছিয়ে নিজের সঙ্গে মানিয়ে নেওয়াটা মূল বিষয়।

প্রতীকী ছবি

ছেলেদের ফ্যাশনের অনুষঙ্গ মানেই ঘড়ি, ওয়ালেট, মানিব্যাগ, বেল্ট, প্যান্ট, পারফিউম, জুতো, শার্ট, টি-শার্ট থেকে শুরু করে আরও বেশ কিছু। তবে নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে ছেলেদের হাত ঘড়ি বর্তমান ফ্যাশনের অনেক বড় একটি অংশ। স্টেইনলেস স্টিল কিংবা লেদারের সব দারুণ কম্বিনেশন আর ডিজাইনেবল সব ডায়েল ঘড়িকে আরও নতুনত্ব দিয়েছে।

শরীরের পোশাক পরিচ্ছেদ ও স্টাইল মোটামুটি একই থাকে ছেলেদের। ভিন্ন থাকে জুতো ও ঘড়ি। আপনার জুতোটা যদি একটু আকর্ষণীয় হয় ও হাতে যদি একটা ঘড়ি থাকে দেখবেন আপনাকে অনেক বেশি সুদর্শন লাগছে। তাই জুতো পরার সময় একটু ভালো ও রুচিশীল জুতো পরুন। সাথে পরুন একটি ঘড়ি। এইটুকুতেই আপনি অন্যদের থেকে হয়ে উঠবেন আলাদা ও বিশেষ।

জিনসের সঙ্গে পাঞ্জাবি, টি-শার্ট কিনবা শার্ট যাই পরেন তাতেই মানিয়ে যায় ছেলেদের। শুধু জিনস না আপনি যে পোশাকই পরেন তাতেই মোটামুটি খাপ খেয়ে যায়। বৈচিত্র্যটা আসে জুতো ও ঘড়িতে। সবাই যে ঘড়ি পড়ে তা কিন্তু নয়। সাধারণত ফরমাল পোশাক পরলেই ছেলেদের হাতে বেশি ঘড়ি দেখা যায়। শুধুমাত্র একটা ঘড়িই আপনার আউটলুক পুরোপুরি বদলে দিতে পারে। আর সাথে যদি থাকে এক জোড়া সুন্দর জুতো তাহলে তো কথাই নেই! যার ধারা আপনাকে শুধু সুদর্শনই লাগবে না, প্রকাশ পাবে আপনার রুচিশীল ব্যক্তিত্ব।

তথ্যসূত্র: সময় নিউজ

আরও পড়ুন: Chicken Bhapa Pitha Recipe: মোমো নয়, চিকেনের পিঠা তৈরি করুন বাড়িতে, রেসিপি জেনে নিন…

Next Article