AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik-Natasa: উদয়পুরে হিন্দু মতে বিয়ে সারলেন হার্দিক-নাতাশা, পরনে বিখ্যাত ডিজাইনারের শাড়ি-শেরওয়ানি

Wedding: হিন্দুমতে গাঁটছড়া বাঁধলেন হার্দিক-নাতাশা

Hardik-Natasa: উদয়পুরে হিন্দু মতে বিয়ে সারলেন হার্দিক-নাতাশা, পরনে বিখ্যাত ডিজাইনারের শাড়ি-শেরওয়ানি
হার্দিক নাতাশার স্বপ্নের বিয়ে
| Edited By: | Updated on: Feb 17, 2023 | 10:50 PM
Share

খ্রিস্টান মতে বিয়ের পর এবার হিন্দুমতে সাতপাকে ঘুরে বিয়ে সারলেন হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচ। শাড়ি, শেরওয়ানিতে অগ্নিসাক্ষী রেখে, সাতপাক ঘুরে মালা বদল হল তাঁদের। হল সিঁদুরদানও। বিয়ের পর সেই ছবি হার্দিক পোস্টও করলেন সোশ্যাল মিডিয়াতে। লিখলেন ‘এখন ও চিরন্তন’। হার্দিক-নাতাশার খ্রিস্টান মতে বিবাহ মন ছুঁয়ে গিয়েছে সকলের। এবার রূপকথার মতই তাঁদের হিন্দুমতে বিবাহ হল উদয়পুরের প্যালেসে। বিখ্যাত ডিজাইনারদ্বয় আবু জৈন-সন্দীপ খোসলার পোশাকেই সেজেছিলেন তাঁরা। মালাবদলের অনুষ্ঠানে হার্দিকের পরনে ছিল অফ হোয়াইট জামদানি শেরওয়ানি আর হ্যান্ড এমব্রয়দারি করা সোনালি জারদৌসির ওড়না। সেই সঙ্গে গলায় লাল-সবুজ বিডসের গয়না তাঁর পুরো লুকটিকে সম্পূর্ণ করেছে। নাতাশা পরেছিলেন ভারী কাজের গোটা ঘাঘরা। সঙ্গে ম্যাচিং ব্লাউজ আর দুপাট্টা। হার্দিকের পোশাকের সঙ্গে রং মিলিয়েই নাতাশার পোশাক ডিজাইন করা হয়েছিল।

কনের সাজে নাতাশাকে দেখে হার্দিকের আনন্দে নাচ করা দাগ কেটে গিয়েছে সকলের মনে। বাঁধনির ওড়না, কুন্দনের গয়নায় অপরূপ ছিল নাতাশার সাজ। বলিউডের নায়িকাদের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়েছেন তিনি। সিঁদুর দানের সময় হার্দিক একই পোশাকে থাকলেও পোশাক বদল করলেন নাতাশা। তখন তাঁর পরনে ছিল লাল খামোশ সার্টিনের শাড়ি। সোনা, মুক্তো, লাল আর সবুজ বিডস দিয়ে ডিজাইন করা ছিল পুরো শাড়ি। শাড়িতে বিডসের বর্ডারও চোখ ধাঁধানো। ভারী কাজের জারদৌসি ব্লাউজ পরেছিলেন শাড়ির সঙ্গে। মাথায় গোল্ডেন সিক্যুইনের কাজ করা অরগ্যাঞ্জা দোপাট্টা। সব মিলিয়ে চোখ ফেরানো যাচ্ছিল না যুগলের থেকে। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের ছবি প্রকাশ করেন হার্দিক-নাতাশা। হিন্দু মতে বিয়ের এই পোশাক নিয়ে যে তাঁরা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছেন তা জানা গিয়েছে ডিজাইনার আবু জৈনের পোস্ট থেকেই।

তাঁদের স্টাইলিং করেছেন কিতা জয়সিংঘানি, গয়না নিয়েছেন বিখ্যাত মানুভাই জুয়েলস থেকে। নাতাশা অন্তঃসত্ত্বা হওয়ার জেরে তড়িঘড়ি কোর্ট ম্যারেজ সেরেছিলেন দুজনে বছর তিনেক আগে, লকডাউনের সময়ে।  এবার বিয়েটা করলেন একেবারে রাজকীয় ভঙ্গিতে পরিবার-বন্ধুদের সঙ্গে। হোয়াইট ওয়েডিং-এ ডিজাইনার গাউন আর হালকা মেকআপে দারুণ লাগছিল নাতাশাকে।