Monsoon Fashion: বর্ষাকালে কীভাবে গয়নার যত্ন নেবেন?
বর্ষার আর্দ্রতা থেকে আপনার গয়নাকে আপনি কীভাবে বাঁচাবেন?

বর্ষাকাল একের পর এক সমস্যা ডেকে আনে। মেয়ে মানেই গয়নার শখ তো থাকবেই একটু-আধটু। তবে বর্ষার আর্দ্রতা থেকে আপনার গয়নাকে আপনি কীভাবে বাঁচাবেন? খুবই চিন্তার বিষয়, কাপড় দিয়েও মুড়ে রাখেন আপনি আপনার দামী গয়নাকে কখনও। বিশেষত রুপো এবং অক্সিডাইসের গয়নার ক্ষতি হয় বেশি। কী কী ভাবে গয়নার যত্ন নেবেন?
১) আপনার গয়না এয়ার-টাইট বক্সে রাখুন। আর একেবারেই জ়িপ টেনে দিন, যাতে কোনওরকম হাওয়া ঢুকতে না পারে। ২) কোলগেট পাউডার দিয়ে আপনার অক্সিডাইজ গয়না রাব করে, শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন। ৩) সিলভার ডাস্টার দিয়ে মাঝে মাঝে ঝেড়ে নিতে পারেন গয়নাগুলো। ৪) যদি দেখেন রূপোর গয়না কালো হয়ে গেছে, তবে তা খাবার সোডা আর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুছে নিতে পারেন।





