Raksha Bandhan 2021: রাখি বন্ধন উত্সবে ভাই-বোনের জন্য সেরা আউটফিট আইডিয়া রইল এখানে…
করোনা অতিমারির জেরে বাড়ির বাইরে বের হওয়া একেবারেই উচিত নয়, তাই বলে কী ঘরের মধ্যে সাজের অধিকার নেই! এমন বিশেষ দিনে এথনিক পোশাক পরতেই বেশি পছন্দ করেন ভারতীয়রা।
ব্যস্ততার মধ্যেও ভাইবোনের সম্পর্কের বন্ধন অটুট ও ভরসা রাখতে রাখি বন্ধনের দিনটি বিশেষ তাত্পর্য রাখে। জীবনের জন্য ও একে অপরের প্রতি শ্রদ্ধা-ভালবাসার প্রতিশ্রুতি দেওয়ার একটি পবিত্র মাধ্যম এটি। তাই এমন বিশেষ দিনে সেরা পোশাক পরাও বাধ্য়তামূলক। তবে শেষ মুহূর্তে এসে ভাবছেন, কী পরবেন, কেমন সাজলে অন্তত ভাইয়ের টিপ্পনি থেকে বেঁচে যাবেন!
আলমারি ভরতি পোশাক, কিন্তু কোনটি পরবেন, কোনটির সঙ্গে কোন অ্যাকসেসারিজ ম্যাচিং করে পরবেন, তা শেষ মুহূর্তে এসে গুলিয়ে ফেলেছেন! নতুন ও পরিস্কার পোশাক তো পরবেনই, কিন্তু কাজের চাপে ও শেষ মুহূর্তে ম্য়াচিং করে কোনও কিছুই ঠিক করে কেনাকাটা সেরে উঠতে পারেনি! তাহলে এই বিশেষ দিনের জন্য সাজগোজের আগে অল্প পরিকল্পনা করুন। করোনা অতিমারির জেরে বাড়ির বাইরে বের হওয়া একেবারেই উচিত নয়, তাই বলে কী ঘরের মধ্যে সাজের অধিকার নেই! এমন বিশেষ দিনে এথনিক পোশাক পরতেই বেশি পছন্দ করেন ভারতীয়রা। তাহলে দেখে নিন কেমন পোশাক এবারের রাখি বন্ধন উত্সবে আলাদা রঙ এনে দেয়…
ম্য়াক্সি ড্রেসের সঙ্গে চাঙ্কি জুয়েলারি
অত্যন্ত আরামদায়ক ও সুশ্রী পোশাকের মধ্যে ম্যাক্সি ড্রেস অন্যতম। যদি মেনটেইন করতে না পারেন তাহলে হালকা ধরনের ম্যাক্সি ড্রেস বেছে নিতে পারেন। চলাফেরায় অসুবিধা হবে না। সঙ্গে মানানসই চাঙ্কি জুয়েলারি আপনাকে আলাদা ওয়াও ফ্যাক্টর যোগ করতে পারে।
ক্রপ টপের সঙ্গে পালাজো প্য়ান্টস
ক্লাসিক ও আরামদায়ক । ক্রপ টপের সঙ্গে পালাজো প্যান্ট বিশেষ দিনে আপনাকে অন্য় মাত্রা যোগ করবে। এর সঙ্গে একটি জ্যাকেট গায়ে নিলে ফর্মাল লুক আপনি দশের মধ্যে ১০ নম্বরই জিতে নিতে পারবেন।
এ-লাইন কুর্তার সেটের সঙ্গে স্কার্ফ
যাঁরা ভারতীয় পোশাকে বেশি স্বাচ্ছন্দ্য, তাঁদের জন্য এই ধরনের পোশাক উত্তম। সাধারণ কুরর্তার সেটের সঙ্গে প্রিন্টেড বা এমব্রয়ডারির স্কার্ফ নিলে লুকটাই গ্ল্যামারাস হয়ে যায়।
ছেলেদের জন্য রইল কিছু টিপস…
স্টেটমেন্ট জ্য়াকেট-
সাদা ও সাধারণ কুর্তার সঙ্গে একটি সুন্দর জ্যাকেট গায়ে জড়িয়ে নিলে লুকটাই বদলে যায়। স্যুট কী রঙের পরেছেন, সেই অনুসারে জ্য়াকেটের রঙ নির্ধারন করুন।
ট্রেন্ডিং প্য়ান্টের দিকেও ফোকাস রাখুন
জিনস বা ফর্ম্যাল প্যান্ট আর নয়। বিশেষ দিনে সাধারণ কুর্তার সঙ্গে চুরিদার বা ধুতি প্যান্ট, সুন্দর জুতো বা কোলাপুরি জুতো বেছে নিলে আপনার লুকটাই বদলে যেতে পারে।
কুর্তার সঙ্গে স্কার্ফ বা দোপাট্টা
এই বছর যদি বিশেষ নজর কাড়তে চান, তাহলে প্রিন্টেড আরামদায়ক কুর্তার সঙ্গে ম্য়াচিং চুরিদার প্য়ান্ট ও সঙ্গে স্কার্ফ বা দোপাট্টা নিতে পারেন। যে কোনও ঘরোয়া অনুষ্ঠানে সকলের নজর কাড়তে পারবেন আপনি, নিঃসন্দেহে।
আরও পড়ুন: Raksha Bandhan 2021: রাখী বন্ধনে ভাই-বোনের সম্পর্ক অটুট রাখতে কেমন মেহেন্দি পরবেন, দেখে নিন