Ishaa Saha: সাদা ওভারসাইজড শার্ট আর কালো কাজলে আষাঢ়ে মেঘের সঙ্গে ভাব জমালেন ইশা
Monsoon Mood: জনপ্রিয় গানের লাইন থেকে ইশা লিখেছেন- 'জানলায় গল্পেরা কথা মেঘ'- আর নিজেকে যেন ঘন কালো আষাঢ়ে মেঘের সঙ্গেই মিলিয়ে দিয়েছেন তিনি। পরনে সাদা ওভার সাইজড শার্ট, এমন শার্টে আগেও দেখা গিয়েছে ইশাকে
শুধু গোয়েন্দাগিরিতে নয় ফ্যাশনেও চমক দিতে জানেন পর্দার ঝিনুক। ওরফে ইশা সাহা। বর্তমানে সিনেমা থেকে ওটিটি- সবেতেই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ইশার অভিনয় ভীষণ সাবলীল। যে কারণে তাঁর সঙ্গে ভীষণ নিজের মিল খুঁজে পান টিন মেয়েরা। মেদহীন ফিট ইশার চেহারা দেখে কিছুতোই আপনি বয়স ধরতে পারবেন না। তেমনই ইশার স্টাইলও। সাধারণ পোশাক, মেকআপ কিন্তু ভীষণ ক্লাসি। যে কারণে ইশার লুকে টুপটাপ পড়ে যান স্কুল-কলেজের মেয়েরা। এমনকী যাঁরা সদ্য চাকরি শুরু করেছেন তাঁদেরও ইশার স্টাইল বেশ ভাল লাগে। ২০ থেকে ৩০ বছরের মেয়েদেরই বেশি দেখা যায় ইশার স্টাইল মেনে চলতে। এমনকী অনেকেই আবদার করেন যে তাঁরা ইশার মত করে সাজবেন।
এখনকার মেয়েরা সারাক্ষণ শাড়ি পরেন না ঠিকই তবে শাড়ি তাঁরা খুব যত্ন করে পরতে ভালবাসেন। ইশাও তাই। নানা কায়দায় শাড়ি পরেন ইশা। কখনও জিন্সের সঙ্গে কখনও ওভার কোটের সঙ্গে আবার কখনও শার্ট দিয়েও শাড়ি পরেন তিনি। সম্প্রতি ইশা তাঁর সোশ্যাল মিডিয়াতে শাড়ি পরে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। আর এই শাড়ি দেখতেও লাগছে খুব সুন্দর। প্রতিটি শাড়ি দেখতে যেমন ক্লাসি তেমনই যত্ন নিয়ে তা পরেছেন ইশা। কখনও বোটনেক স্লিভলেস ব্লাউজের সঙ্গে কলমকারি প্রিন্টের শাড়ি আবার কখনও সাদামাটা সুতির লাল শাড়ি। সব শাড়িতেই তাঁকে দারুণ লাগছে দেখতে। সাদা শাড়িও ইশার বেশ পছন্দের. একাধিকবার তাঁকে দেখা গিয়েছে এই রকম শাড়িতেও।
তবে এবার বাইরের আবহাওয়ার সঙ্গে সঙ্গ দিয়ে ফটোশ্যুট করেন ইশা। দারুণ কিছু ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। আর জুড়েছেন দারুণ একটি ক্যাপশন। জনপ্রিয় গানের লাইন থেকে ইশা লিখেছেন- ‘জানলায় গল্পেরা কথা মেঘ’- আর নিজেকে যেন ঘন কালো আষাঢ়ে মেঘের সঙ্গেই মিলিয়ে দিয়েছেন তিনি। পরনে সাদা ওভার সাইজড শার্ট, এমন শার্টে আগেও দেখা গিয়েছে ইশাকে। তবে এবার তাঁর ইউএসপি-হল চোখের কাজল। দারুণ সুন্দর করে আইমেকআপ করেছেন। হালকা মেকআপ আর ইশার হেয়ার কাট তাঁর মুখের সঙ্গে দারুণ মানানসই। সব মিলিয়ে ইশার থেকে চোখ ঘোরানোই যাচ্ছে না। আর ইশা দারুণ কিছু পোজ দিয়েছেন। মডেলিং এর পোজ নয় প্রতিটি ছবিই ক্যানডিড। সঠিক সমে সঠিক মুহূর্ত লেন্সবন্দি হয়েছে। আবার কিছু ছবি মেঘ-বৃষ্টিতে মাখামাখি। এমন সব চবি দেখলে মন জুড়িয়ে যাবে আপনারও। মিল পাবেন অন্তহীনের বৃন্দার সঙ্গে।