Kim Kardashian: মেট গালায় মেরিলিনের পোশাক নষ্ট করে তীব্র সমালোচনার মুখে কিম! বডিকোন গাউনটির দাম কত?

Met Gala 2022: রেড কার্পেটে কিম যে আইকনিক পোশাকটি পরেছিলেন, সেটি তত্‍কালীন মার্কিন প্রেসিডেন্ট জন কেনেডির জন্মদিন পার্টিতে পরে গিয়েছিলেন। কিমের এমন কীর্তিতে সরব হয়েছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বব ম্যাকি-সহ বিভিন্ন ডিজাইনাররাও।

Kim Kardashian: মেট গালায় মেরিলিনের পোশাক নষ্ট করে তীব্র সমালোচনার মুখে কিম! বডিকোন গাউনটির দাম কত?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2022 | 9:31 PM

মেরিলিন মনরোর (Marilyn Monroe) আইকনিক পোশাকের জন্য ওজন ঝরিয়েছিলেন ১৬ পাউন্ড। সেই পরিশ্রম বিফলে যায়নি। মেট গালার রেড কার্পেটে সেই পোশাক পরে সকলের নজর কেড়েছিলেন মার্কিন টিভি তারকা কিম কার্দাশিয়ান (Kim Kardashian)। এবারের মেট গালার রেড কার্পেটে (Met Gala Red Carpet 2022) মেরিলিনের ওই ৬০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গাউনটি পরে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছিলেন কিম। বডিকোন গাউনটিতে নিজকে ফিট করাতে গিয়ে করেছেন অপরিসীম পরিশ্রম। তবুও বিতর্ক যেন পিছু ছাড়েনি। মেরিলিনের পোশাক, সেখানে বিতর্কের ঝুঁকি তো থাকবেই। তবে এবার মেরিলিন বা তাঁর পোশাককে ঘিরে নয়, অভিযোগের আঙুল উঠেছে কিমের বিরুদ্ধে। মনরোর ভক্তদের কথায়, মেট গালার রেড কার্পেটে কিম যে মেরিলিনের পোশাকটি পরেছিলেন, তা আদতে কিম পোশাকটি শুধু পরেছেন তাই নয়, বিচ্ছিরি রকমভাবে খারাপও করে দিয়েছেন।

চলতি বছরের মেট গালায় কিম কার্দাশিয়ান ৪.৮ মিলিয়ন ডলার মেরিলিন মনরোর পোশাক পরেছিলেন। রেড কার্পেটে নজর কাড়তেই এই পোশাকের সঙ্গে নিজেকে ফিট করতে চেষ্টা করেছিলেন। তিন সপ্তাহে ৭ কেজি ওজন ঝরিয়ে এই পোশাকটি বেছে নিয়েছিলেন। এখানেই শেষ নয়। এই পোশাক পরে যতটা না আলো ছড়িয়েছিলেন, তার থেকে বেশি নিন্দার ঝড় শুরু হয়েছে কিমকে নিয়ে। কারণ মেরিলিন ভক্তদের অভিযোগ, রেড কার্পেটের জন্য পরিহিত কিমের গায়ে যে পোশাকটি ছিল, তা মেরিলিনের এক স্মরণীয় ঘটনার সঙ্গে সাক্ষী। সেই পোশাকটিকে সঠিকভাবে যত্ন না করায় নানা জায়গায় ছিঁড়ে গিয়েছে। শুধু তাই নয়, অনেক জায়গা ক্রিস্টাল উঠে গিয়ে পোশাকটিকে দেখতেই খারাপ করে দিয়েছেন। ট্যুইটারে পোশাকটি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। কিমকে নিয়ে শুরু হয়েছে তীব্র নিন্দার ঝড়। এক ট্যুইটার ব্যবহারকারী বলেছেন, এটি রীতিমত ক্রাইম। কিম কার্দাশিয়ান যা করেছন তা অপরাধমূলক ও বেআইনী। আরও একজন কিমকে উদ্দেশ্য করে লিখেছেন, আপনি কি করেছেন, তা নিজের চোখে দেখেছেন?

রেড কার্পেটে কিম যে আইকনিক পোশাকটি পরেছিলেন, সেটি তত্‍কালীন মার্কিন প্রেসিডেন্ট জন কেনেডির জন্মদিন পার্টিতে পরে গিয়েছিলেন। কিমের এমন কীর্তিতে সরব হয়েছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বব ম্যাকি-সহ বিভিন্ন ডিজাইনাররাও। ম্যাকি জানিয়েছেন, এই অসাধারণ গাউনটি হলিউড সিনেমার একটি উজ্জ্বল ইতিহাসের অংশ। তাই সঠিকভাবে সংরক্ষণ করাই উচিত। উল্লেখ্য, এই পোশাকের স্কেচ এঁকেছিলেন খোদ ম্যাকি। মাত্র ২৩ বছর বয়সেই তিনি মনরোর জন্য স্কেচ এঁকেছিলেন। তাঁর কথায়, মেরিনিল একজন দেবী। ঈশ্বর প্রদত্ত সৌন্দর্যের দেবী। তাঁর পোশাক শুধু তাঁকেই মানায়। অন্যকারোর সঙ্গে তুলনা মানায় না। তবে সেক্ষেত্রে কিম ছিলেন ভাগ্যবতী। তবে আমি মনে করি আসল পোশাকের পরিবর্তে তিনি নকল মেরিলিন পোশাক বানিয়ে পরতে পারতেন। প্রসঙ্গত, মেরিলিন মনরোর এই ঐতিহ্যবাহী ও অসাধারণ দেখতে বডিকোন গাউনটি নিলামে প্রায় ৪.৮ মিলিয়ন ডলার দিয়ে কিনেছিলেন। ভারতীয় মুদ্রায় তার দাম প্রায় ৪০ লক্ষ টাকারও বেশি টাকা।